‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক কনসার্ট ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। 

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিটিভিতে সরাসরি সম্প্রচারিত এই কনসার্টের একটি ভিডিও ক্লিপ, যা বুধবার (৬ আগস্ট) থেকে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন শিল্পী গান পরিবেশনের সময় ইংরেজি ভাষায় অশ্লীল শব্দ উচ্চারণ করছেন। এক শিল্পীকে বারবার ‘ফাকিং’ শব্দটি বলতে শোনা গেছে, যা নেটিজেনদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। 

বিতর্ক আরো প্রবল হয়, যখন জানা যায়—এই কনসার্ট রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি সরাসরি সম্প্রচার করেছিল। এমন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে এই ধরনের অশালীন ও আপত্তিকর শব্দ সম্প্রচার করাকে ‘সংস্কৃতিবিরোধী’ আখ্যা দিয়ে নিন্দা করছেন অনেকেই। 

আরো পড়ুন:

কুবিতে শহীদ আব্দুল কাইয়ূমের শাহাদাত বার্ষিকী পালন

রাবিতে বিজয় ফিস্টের খাবার খেয়ে অসুস্থ ৮৩ শিক্ষার্থী

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে সংগীতশিল্পী আসিফ আকবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “হিপহপের নামে অসভ‍্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার—বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না।” 

তার এই বক্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক সমর্থন পেয়েছে। অনেক অনুরাগী এবং সাধারণ ব্যবহারকারী এতে সহমত পোষণ করেছেন। কামরুল হাসান নামে একজন লেখেন, “অপসংস্কৃতি বহুকিছুই আমরা গ্রহণ করেছি। সেটা যাই হোক, রাষ্ট্রীয় টেলিভিশনে হিপহপের সম্প্রচার ভালো হয় নাই। হয়তো বুঝেও নাই তাদের লিরিক্স কেমন হতে পারে।” তিনি আরো উল্লেখ করেন, “জুলাই স্পিরিট তো আছেই, কেইবা রিস্ক নেবে।” 

এদিকে, নবীন সংগীতশিল্পী সিঁথি সাহাও ভিডিওটি শেয়ার করে নিজের মতামত দিয়েছেন। অন্যদিকে, জনপ্রিয় গীতিকার ও শিল্পী লুৎফর হাসান তার ফেসবুক পোস্টে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করে লেখেন, “মানিক মিয়া অ্যাভিনিউতে যে কনসার্ট হলো, সেখানকার একটা ভিডিও দেখলাম। এক দল ছাপড়ি ইংলিশে ‘ফা*কিং গাইজ’ না কী যেন বলল। এই স্তরের খাঁটি ছাপড়ি কীভাবে উন্মুক্ত কনসার্টে উঠতে পারে?”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ল ই গণঅভ য ত থ ন কনস র ট

এছাড়াও পড়ুন:

খেলার আগে–পরে এত কথা, মাঠে আগের মতোই ভারতের একতরফা জয়

অনেকটা একই চিত্রনাট্য। ম্যাচের আগে উত্তাপ ছড়াল নানা ঘটনাপ্রবাহ। মাঠের ভেতরে সামান্য তর্কেও জড়ালেন দুই দলের ক্রিকেটাররা। কিন্তু ক্রিকেটীয় লড়াই? তা থেকে গেল একপেশেই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নীল সমুদ্রের পালে হাওয়া লাগল ঠিকই। কিন্তু ভারত–পাকিস্তান ঐতিহ্যের ক্রিকেট রোমাঞ্চ পানসে হওয়ার বেদনাও হয়তো থেকে গেল কোথাও।

দুবাইয়ে রোববার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের ৬ উইকেটের জয়ে একটা নতুন ইতিহাসও লেখা হলো। শেষ ছয়টি ম্যাচেই এই লড়াইয়ে জয়ী দলের নাম ভারত। এর আগে ভারত–পাকিস্তান লড়াইয়ের ৭৪ বছরের ইতিহাসে কখনো টানা পাঁচটির বেশি ম্যাচ জিততে পারেনি কোনো দল; এবার হলো সেটাই। ৩ বছর আগে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে এই দুবাইয়েই ভারতের বিপক্ষে শেষ জয়টা পেয়েছিল পাকিস্তান। এর পর থেকে সব ম্যাচেরই জয়ী দলের নাম ভারত। আজ তো পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশ রান তাড়া করেই জিতল তারা।

ম্যাচের মাঝবিরতিতে অবশ্য মনে হচ্ছিল এবার হয়তো লড়াইটা অন্তত গ্রুপ পর্বে দুই দলের আগের ম্যাচের চেয়ে বেশি হবে। ভারতীয় ফিল্ডারদের ক্যাচ ছেড়ে দেওয়ার দায় তো আছেই, তবে পাকিস্তানের ব্যাটসম্যানরাও এক সপ্তাহ আগের ম্যাচের চেয়ে ভালো করেছিলেন।  

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ওপেনার সাহিবজাদা ফারহান

সম্পর্কিত নিবন্ধ