বলিউড অভিনেত্রী অনীত পড্ডা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত আহান পান্ডে। মোহিত সুরি নির্মিত সিনেমাটি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। কেবল তাই নয়, বক্স অফিসে যেমন ঝড় তুলেছে, তেমনি নয়া ক্রাশে রূপ নিয়েছেন অনীত।
২০০২ সালের ১৪ অক্টোবর পাঞ্জাবের অমৃতসরের একটি মধ্যবিত্ত জাট শিখ পরিবারে জন্মগ্রহণ করেন অনীত পড্ডা। অমৃতসরের স্প্রিং ডেল সিনিয়র স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিজ্ঞাপনে মডেলিং শুরু করেন অনীত। একই সঙ্গে চলে তার পড়াশোনা ও মডেলিং।
আরো পড়ুন:
হৃতিকের ছেলেকে পাপারাজ্জিদের তাড়া, ভিডিও ভাইরাল
জন্মদিনে কাজলকে কী বার্তা দিলেন অজয়?
বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করেছেন ২২ বছর বয়সি অনীত পড্ডা। ফ্যাশন ও লাইফস্টাইল থেকে শুরু করে স্কিনকেয়ার এবং এফএমসিজি-এর মতো ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি। এসব কাজের মাধ্যমে তরুণদের মাঝে বেশ পরিচিতি লাভ করেন অনীত।
২০২২ সালে বড় পর্দায় পা রাখেন অনীত পড্ডা। তার অভিনীত অভিষেক চলচ্চিত্র ‘সালাম ভেঙ্কি’। সিনেমাটিতে নন্দিনী চরিত্র রূপায়ন করেন তিনি। যদিও এটি খুব ছোট একটি চরিত্র। এতে তার বিপরীতে অভিনয় করেন বিশাল জেঠওয়া। অনীতের চরিত্রটি সংক্ষিপ্ত হলেও নজরকাড়া ছিল। দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে শিল্পা নায়ার তার উপস্থিতিকে ‘উল্লেখযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন।
২০২৪ সালে অ্যামাজন প্রাইম ভিডিও ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ সিরিজে অভিনয় করেন অনীত পড্ডা। এতে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। একটি স্কুলের বোর্ডিংয়ের বন্ধুদের দলকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজটির গল্প। এতে রুহি চরিত্রে অভিনয় করেন অনীত। এ সিরিজের জন্য ‘মাসুম’ শিরোনামে একটি মৌলিক গান লিখেন অনীত। গানটির সুর করার পাশাপাশি কণ্ঠও দেন অনীত।
অনীত অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাইয়ারা’। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রণয়ধর্মী এ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে সাফল্য ধরা দিয়েছে অনীতের। এতে বাণী বাত্রার চরিত্র রূপায়ন করে দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।
একটি সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটির জন্য অনীত-আহান পান্ডে ১৫-২০ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ২০-২৭ লাখ টাকা) মধ্যে পারিশ্রমিক পেয়েছেন। তবে নতুন প্রকল্পে (সিনেমা) পারিশ্রমিকের এই অঙ্ক অনেকটাই বাড়বে। এরই মধ্যে এ জুটিকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের কার্যক্রম শুরু করেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নাটোরে প্রাইভেটকারের চালককে গলা কেটে হত্যা
নাটোরের লালপুরে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে এক প্রাইভেটকারের চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সাইদুর সাইদুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানিয়েছেন, একটি প্রাইভেটকার কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সামনে চালকের গলায় ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে চালকের মরদেহ এবং প্রাইভেটকারের ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালকের লাশ উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/আরিফুল/রফিক