চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় শীতল ঝরনা খালের পানির স্রোতে ধসে যাওয়া সড়ক ও কালভার্ট পুনরায় নির্মাণ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। 

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর রাতে সড়কটি ধসে যাওয়ার পর সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন চসিক মেয়র। সেসময় দ্রুত সময়ের মধ্যেই সড়ক ও কালভার্ট নির্মাণ শুরু করার ঘোষণা দেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যে স্থানে সেতু ও কালভার্ট ধসে পড়েছে, তার দুই পাশ বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থায় যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। চার লেইনের গুরুত্বপূর্ণ এই সড়কটি ঘটনাস্থলের কাছে বর্তমানে দুই লেন বন্ধ করে পার্শ্ববর্তী লেনে উভয়মুখী যানবাহন চলাচল করছে।

ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা জানান, মেয়রের নির্দেশে গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে থেকেই ধসে পড়া কালভার্ট ও সড়কর পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম সিটি মেয়র ডা.

শাহাদাত হোসেন জানান, প্রায় ৫০ বছর আগে নির্মিত হয়েছিল এই গুরুত্বপূর্ণ সড়কের কালভার্টটি। সম্প্রতি শীতলঝর্না খাল সম্প্রসারণ করার ফলে এবং এই দীর্ঘদিনের ব্যবহারে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। আগে থেকেই পরিকল্পনা ছিল বর্ষার পর কালভার্ট পুনরায় নির্মাণ করা হবে। তবে দুর্ঘটনার কারণে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শুরু হয়ে গেছে এবং দ্রুত সময়ের মধ্যেই তা সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘব করা হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “পুরোনো ২০ ফুট প্রশস্ত ব্রিজের পরিবর্তে ৬০ ফুট প্রশস্ত একটি নতুন ব্রিজ নির্মাণ করা হবে, যা ভবিষ্যতে ভারী যানবাহনের চাপেও টিকে থাকবে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় আট থেকে নয় কোটি টাকা এবং এক বছরের মধ্যেই এটি সম্পন্ন হবে।”

সাময়িক ভোগান্তির জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে তিনি জানান, ট্রাফিক বিভাগকে ভারী যানবাহনের জন্য বিকল্প রুট নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। নাসিরাবাদ হয়ে বিকল্প সড়ক প্রস্তুত করা হয়েছে, যেখানে ভারী যান চলাচল করবে। অক্সিজেন এলাকায় আপাতত কেবল হালকা যান চলাচল করবে।

ঢাকা/রেজাউল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফতুল্লায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফতুল্লা থানার বিভিন্ন পূজা উদযাপন কমিটি ও পূজামন্ডপের কর্মকর্তাবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ফতুল্লা বাজার এলাকায়  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। 
রিয়াদ মোহাম্মদ চৌধুরী  উপস্থিত ফতুল্লা পূজা উদযাপন কমিটি ও পূজামন্ডপের কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে বলেন,সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করতে সারাদেশের মতো সর্বত্রই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। 

উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। পূজায় কোনো আইনশৃঙ্খলা অবনতি ঘটতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সর্বপ্রকার সহোযোগিতা সহ পূজামন্ডপের জন্য আর্থিক সহোযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর পূজা কমিটির সাধারন সম্পাদক অর্জুন দাস,কোষাধক্ষ্য সুমন ঘোষ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ দত্ত, মন্দির সেবায়েত নন্দলাল বসাক, ফতুল্লা মেঘনা ঘাট মন্দিরের সাধারন সম্পাদক অভি দাস,দাপা পোস্ট অফিস পূজা মন্ডপের সভাপতি পবিত্র রঞ্জন দাস,সাধারন সম্পাদক সবুজ দাস,কার্যকরী সদস্য প্রদীপ মন্ডল, সানী দাস পঞ্চবটী শিষ মহল  শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সহ- সভাপতি নিখিল চন্দ্র দাস,সাধারন সম্পাদক রাম প্রসাদ ঘোষ,সহ-সাধারন সম্পাদক দিলীপ কুমার দাস, সহ সাংগঠনিক সম্পাদক পীযুস চন্দ্র দাস, সহ-প্রচার সম্পাদক শিবু চন্দ্র দাস, প্রদীপ সাহা,বিপু চন্দ্র দাস,পরিমল দাস।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়াক জুয়েল আরমান।

ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ইউনুছ মাস্টার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস,কে,শাহিন,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক মিলন ঢালী, ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  গোলাম মোস্তফা অরুন,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল চৌধুরী,  ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ,ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান।

সম্পর্কিত নিবন্ধ