চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় শীতল ঝরনা খালের পানির স্রোতে ধসে যাওয়া সড়ক ও কালভার্ট পুনরায় নির্মাণ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। 

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর রাতে সড়কটি ধসে যাওয়ার পর সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন চসিক মেয়র। সেসময় দ্রুত সময়ের মধ্যেই সড়ক ও কালভার্ট নির্মাণ শুরু করার ঘোষণা দেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যে স্থানে সেতু ও কালভার্ট ধসে পড়েছে, তার দুই পাশ বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থায় যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। চার লেইনের গুরুত্বপূর্ণ এই সড়কটি ঘটনাস্থলের কাছে বর্তমানে দুই লেন বন্ধ করে পার্শ্ববর্তী লেনে উভয়মুখী যানবাহন চলাচল করছে।

ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা জানান, মেয়রের নির্দেশে গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে থেকেই ধসে পড়া কালভার্ট ও সড়কর পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম সিটি মেয়র ডা.

শাহাদাত হোসেন জানান, প্রায় ৫০ বছর আগে নির্মিত হয়েছিল এই গুরুত্বপূর্ণ সড়কের কালভার্টটি। সম্প্রতি শীতলঝর্না খাল সম্প্রসারণ করার ফলে এবং এই দীর্ঘদিনের ব্যবহারে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। আগে থেকেই পরিকল্পনা ছিল বর্ষার পর কালভার্ট পুনরায় নির্মাণ করা হবে। তবে দুর্ঘটনার কারণে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শুরু হয়ে গেছে এবং দ্রুত সময়ের মধ্যেই তা সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘব করা হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “পুরোনো ২০ ফুট প্রশস্ত ব্রিজের পরিবর্তে ৬০ ফুট প্রশস্ত একটি নতুন ব্রিজ নির্মাণ করা হবে, যা ভবিষ্যতে ভারী যানবাহনের চাপেও টিকে থাকবে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় আট থেকে নয় কোটি টাকা এবং এক বছরের মধ্যেই এটি সম্পন্ন হবে।”

সাময়িক ভোগান্তির জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে তিনি জানান, ট্রাফিক বিভাগকে ভারী যানবাহনের জন্য বিকল্প রুট নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। নাসিরাবাদ হয়ে বিকল্প সড়ক প্রস্তুত করা হয়েছে, যেখানে ভারী যান চলাচল করবে। অক্সিজেন এলাকায় আপাতত কেবল হালকা যান চলাচল করবে।

ঢাকা/রেজাউল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)

চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে

বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস

ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ

ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি

ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি

জার্মান বুন্দেসলিগা

ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ