আশির দশকের বাংলা সিনেমা ও সিনেমাকেন্দ্রিক সমাজ
Published: 8th, August 2025 GMT
আশির দশকে সিনেমা ছিলো সাদাকালো কিন্তু কিছু কিছু গান ছিলো রঙিন। তখনকার ভাষায় বলা হতো, ‘আংশিক রঙিন ছবি’। ওই দশকের শেষের দিকে পূর্ণদৈর্ঘ্য রঙিন সিনেমা চলে আসলো। তখন প্রায় প্রতিটি জেলায় তো বটেই, থানা পর্যায়েও একটা, দুইটা সিনেমাহল ছিলো। কোনো কোনো জেলায় পাঁচটি বা তারও অধিক সিনেমা হল ছিলো। মোট কথা তিনটার কম সিনেমা হল কোনো জেলাতেই ছিলো না। এই সিনেমা হলগুলোতে সবগুলো শো একেবারে হাউসফুল থাকতো। সপ্তাহের পর সপ্তাহ চলতো সেসব সিনেমা। এমনও হতো যে, কিছু কিছু সিনেমা মাসের পর মাসও চলতো।
ঈদে নতুন সিনেমা মুক্তি পেতো। ঈদ বিনোদনের একটা মাধ্যম ছিল সিনেমা। আর দর্শকদের কাছে সিনেমা দেখা একটা উৎসবে পরিণত হতো। সিনেমা হলগুলোতে টিকেটের জন্য মারামারি লেগে যেত।
জনজীবন ও ফ্যশনে সিনেমাগুলোর গুরুত্বপূর্ণ প্রভাব ছিলো। সিনেমায় নায়ক কী ধরণের পোশাক পরেছে, তার সঙ্গে মিলিয়ে তরুণেরা স্টাইল করতো। যেমন—রংবাজসহ আরও অনেক সিনেমার কথা বলতে পারি। সিনেমার নায়ক বেল-বটম প্যান্ট পরেছিলো। যেটা দেখতে অনেকটা পালাজ্জোর মতো। তখনকার যুব সমাজ সিনেমা দেখেই স্টাইল সেট করতো। নায়ক বড় কলারওলা শার্ট পরতো। ফ্যাশন সচেতন তরুণেরাও তাই করতো। তারাও নায়কদের মতো বড় কলারওয়ালা বডি ফিটিং শার্ট বেছে নিতো।
আরো পড়ুন:
সন্তানের মৃত্যু ইরফান সাজ্জাদকে যা শিখিয়ে গেছে
‘অবুঝ মন’ থেকে ‘উৎসব’
চলচ্চিত্র কেন্দ্রীক নানা বাণিজ্য ছিলো। এই চলচ্চিত্র যে শুধুমাত্র নায়ক-নায়িকাদের কাজের সুযোগ তৈরি করতো তা নয়। প্রযোজক-পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্র প্রদর্শনী পর্যন্ত বহু লোকের কর্মসংস্থান হতো। মেকআপ ম্যান, এক্সট্রা আর্টিস্ট, অথবা যে খাবার-দাবার পরিবেশন করতো এই ধরণের হাজারো মানুষের কর্মসংস্থান হতো চলচ্চিত্র কেন্দ্রীক। এ ছাড়া পোস্টার তৈরি, পোস্টার প্রিন্টিং, স্টিল ফটোগ্রাফিতেও- অনেকে যুক্ত থাকতো। তাদেরও একটা আয়ের সুযোগ ছিলো।
তখন ফোক ফ্যান্টাসি ধরণের অনেক সিনেমা হতো। স্ট্যান্টম্যানরা থাকতো যারা নায়কের পরিবর্তে তার ঝুঁকিপূর্ণ শটগুলো করতো। আবার সিনেমার প্রয়োজনে অনেকে সাপ সরবরাহ করতো, ঘোড়া সরবরাহ করতো। মানে বিভিন্ন ধরণের পোষা প্রাণ— বানর, বাঘ, হরিণ এই ধরণের প্রাণীর যোগনদাতারাও সিনেমা কেন্দ্রীক আয়ের সুযোগ পেতো।
তারপরে এটা যখন প্রদর্শন পর্যায়ে যেত অর্থাৎ হলে যেতো সেখানেও কিছুসংখ্যক লোকের কাজের সুযোগ হতো। এলাকায়-এলাকায় মাইকিং করা হতো। সেই মাইকম্যানেরও একটা রুটি-রুজির ব্যবস্থা হতো। এ ছাড়া টিকেরবিক্রিতা, গেইটম্যানও পেশার সুযোগ ছিল। যিনি টিকেট দেখে দেখে লোকজনকে সিনেমা হলে ঢোকাতো। তার একটা পেশা ছিল। সিনেমা হলের ভেতরে সুপারভাইজার ছিলো, যে দেখতো সবাই ঠিকমতো বসছে কিনা-তার একটা আয় রোজগারের ব্যবস্থা ছিল। হল মালিকদের আয়ের সুযোগ তো ছিলোই।
সর্বপরি তখন বাড়তি চাহিদার কারণে কালোবাজারে টিকেট বিক্রি করা হতো। এবং এটাও একটা পেশা, যদিও পেশাটা নেগেটিভ। তখন এমন কোনো সিনেমা হল ছিলো না, যেখানে ডিসি, ডিসি, বলে ডাকা না হতো। মানে সিনেমা হলের ভেতরে যে সিটগুলো ছিল—বিভিন্ন ভাগে ভাগ করা ছিল। ডিসি মানে ড্রেস সার্কেল। তারপরে রেয়ার স্টল, মানে আরেকটু সামনে। আর সবার সামনে ছিলো ফ্রন্ট স্টল। আর কিছু কিছু থাকতো ভিআইপি বক্স। এভাবে প্রত্যেকটা সিনেমাহলে সিট বিন্যাস করা হতো। সেই অনুযায়ী টিকিটের দামটাও নির্ধারণ করা হতো। কালোবাজারীরা আগেই টিকেট নিয়ে নিতো। এরপর কিছুটা বাড়তি মূল্যে বিক্রি করতো। এবং তারা হাক-ডাক দিতো ডিসি ডিসি বলে। তবে চাইলে সে সব ধরণের টিকেটই ম্যানেজ করে দিতে পারতো। ঢাকা শহরের বড় বড় সিনেমাহলগুলোতে কালোবাজারিদের রমরমা একটা ব্যাবসা ছিলো।
রেডিওকেন্দ্রীক সিনেমার বিজ্ঞাপন হতো। প্রতিদিন বাণিজ্যিক কার্যক্রমের বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠান— দশ পনেরো মিনিটের একটা অনুষ্ঠান হতো। যে সিনেমা পেতে যাচ্ছি অথবা পেয়ে গেছি। সেই সব সিনেমার বিজ্ঞাপনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কণ্ঠ দিতেন মাজহারুল ইসলাম এবং নাজমুল হুসাইন।
‘হ্যাঁ, ভাই আসিতেছে’ বলে শুরু হতো এই অনুষ্ঠান। গ্রাম বাংলায় এই অনুষ্ঠান এতোটাই জনপ্রিয় ছিল যে বলে বোঝানো কঠিন। এই অনুষ্ঠানে সিনেমার সংলাপ শোনানো হতো। তারপর গানের দুই, চার কলি শোনানো হতো। মাঝে এই উপস্থাপকরা ব্যাখ্যা করতো—সিনেমাটা কেমন, কেন দেখতে যাবেন; ইত্যাদি। এইটা ছিলো সিনেমার একটা রেডিও বিজ্ঞাপনের ধরণ। এছাড়াও নানান ভাবে সিনেমার বিজ্ঞাপন প্রচার করা হতো।
সিনেমার যে নায়ক-নায়িকাদের জুটি ছিল। রাজ্জাক- কবরী, রাজ্জাক-শাবানা, শাবানা-আলমগীর, বুলবুল আহমেদ-কবরী, জাফর ইকবাল-ববিতা, সোহেল রানা-সুচরিতা। এই জুটি প্রথার কারণেও সিনেমা জনপ্রিয় হতো। মানুষ অনেক সময় জুটির কারণে সিনেমা দেখতে যেত।
তখন এফডিসিতে মানুষের ভীড় লেগেই থাকতো। দিন-রাত চব্বিশ ঘণ্টা একই পরিস্থিতি ছিল। রাতের বেলায়ও শুটিং হতো। তার কারণ, অনেক ব্যস্ত নায়ক হয়তো দিনে সিডিউল দিতে পারতো না। দেখা যেত যে— নায়ক এসেছে রাত বারোটার সময়। তখনই শুটিং হতো। আবার চিত্রনাট্যে হয়তো এমন দৃশ্য থাকতো যার শুটিং ভোর বেলায় করতে হবে। তার প্রিপারেশনের জন্য রাতে অনেক কাজ করা হতো। সিনেমার মহড়া চলতো। মানে এফডিসিও ছিলো সাধারণ মানুষের কাছে একটি উৎসবমুখর গন্তব্য।
সে সময়ের সিনেমার গানগুলো মানুষের মুখে মুখে ঘুরতো। সে সময় অসাধারণ কিছু কণ্ঠশিল্পী, প্রথিতযশা সুরকার-গীতিকার ছিল যাদের কারণে আশির দশকের সিনেমার গান এখনও মানুষের হৃদয়ে দোলা দেয়। যাদের গান এখনও রেডিওতে বাজে। এখনও অবচেতনে মন গেয়ে ওঠে ‘আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার।’ অথবা ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ন ম হল কবর চলচ চ ত র অন ষ ঠ ন ও একট র একট ধরণ র
এছাড়াও পড়ুন:
মহেশপুর সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। পৃথক পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর সীমান্তের পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা বিওপি বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার
সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরো ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
বিজিবি জানিয়েছে, সোমবার পৃথক সময়ে ভারতে অবস্থান শেষে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সুন্দর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৬ বাংলাদেশিকে আটক করে। আটকদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ। পরে মহেশপুর ৫৮ বিজিবির অধীন পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা বিওপির সঙ্গে পৃথক পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ। বিকেল সাড়ে ৫টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়। এছাড়া, প্রাপ্ত বয়স্ক পুরুষ বাংলাদেশিকে মহেশপুর থানায় হস্তান্তর করে বিজিবি। আটক ৬ বাংলাদেশি হস্তান্তরের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘‘আটক একজনের নামে মামলা করা হবে। মামলার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব