সড়কের পাশে সন্তান জন্ম দিলেন নারী, হাসপাতালে নিল পুলিশ
Published: 8th, August 2025 GMT
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান জন্ম দিয়েছেন। নগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
শুক্রবার (৮ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে। নগরীর দেওয়ানহাট মোড়ে ঘটনাস্থলের কাছে দায়িত্বপালনকারী ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এক ট্রাফিক কনস্টেবল আমার কাছে এসে জানান, রাস্তার পাশে এক নারী সন্তান প্রসব করেছেন। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। দেখতে পাই, মানসিক ভারসাম্যহীন নারী ও সদ্য জন্ম নেওয়া শিশু রাস্তায় পড়ে আছে।”
আরো পড়ুন:
অভিভাবকহীন ২ নবজাতক পেল নাম-ঠিকানা
চুয়াডাঙ্গার ভৈরব নদীতে ডুবে ২ বন্ধুর মৃত্যু
সার্জেন্ট জাহিদুর রহমান বলেন, “তাৎক্ষণিক রাস্তায় চলাচলকারী কয়েকজন নারীর সহায়তা নিয়ে মা ও সন্তানকে কাপড় দিয়ে আড়াল করা হয়। ওয়াকিটকির মাধ্যমে দ্রুত কল করা হয় অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছালে মা ও নবজাতককে পুলিশের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়ার পর মা ও নবজাতক দুইজনই সুস্থ আছেন বলে জানা গেছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচির ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহ-উপাচার্য, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটি বলছে, ছাত্র নামক সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ (পূর্ণাঙ্গ শাটডাউন) থাকবে।
সোমবার রাতে রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আবদুল আলিম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ আমীরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, ২০ সেপ্টেম্বর দুপুরে রাবির সহ-উপাচার্য (প্রশাসন) দাপ্তরিক কাজ শেষে দুপুরের খাবারের জন্য বাসায় যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। এ অবস্থায় কতিপয় ছাত্র তাঁকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেয় ও অশালীন উক্তি করে। এরপর তিনি হেঁটে তাঁর বাসভবনে ঢুকতে গেলে প্রধান ফটকে তারা তালা দেয়। এমন পরিস্থিতিতে সহ-উপাচার্য জুবেরী ভবনের দিকে যেতে চাইলে এই ছাত্র নামক সন্ত্রাসীরা তাঁকেসহ প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলা করে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ২১ সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ‘সন্ত্রাসীদের’ বহিষ্কার এবং ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান।