সড়কের পাশে সন্তান জন্ম দিলেন নারী, হাসপাতালে নিল পুলিশ
Published: 8th, August 2025 GMT
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান জন্ম দিয়েছেন। নগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
শুক্রবার (৮ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে। নগরীর দেওয়ানহাট মোড়ে ঘটনাস্থলের কাছে দায়িত্বপালনকারী ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এক ট্রাফিক কনস্টেবল আমার কাছে এসে জানান, রাস্তার পাশে এক নারী সন্তান প্রসব করেছেন। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। দেখতে পাই, মানসিক ভারসাম্যহীন নারী ও সদ্য জন্ম নেওয়া শিশু রাস্তায় পড়ে আছে।”
আরো পড়ুন:
অভিভাবকহীন ২ নবজাতক পেল নাম-ঠিকানা
চুয়াডাঙ্গার ভৈরব নদীতে ডুবে ২ বন্ধুর মৃত্যু
সার্জেন্ট জাহিদুর রহমান বলেন, “তাৎক্ষণিক রাস্তায় চলাচলকারী কয়েকজন নারীর সহায়তা নিয়ে মা ও সন্তানকে কাপড় দিয়ে আড়াল করা হয়। ওয়াকিটকির মাধ্যমে দ্রুত কল করা হয় অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছালে মা ও নবজাতককে পুলিশের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়ার পর মা ও নবজাতক দুইজনই সুস্থ আছেন বলে জানা গেছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে: আদিলুর রহমান
চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন প্রসঙ্গে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার মতামত নিয়ে এটা (স্মৃতিস্তম্ভ) চট্টগ্রামে এমন জায়গায় আমরা স্থাপন করতে চাই, যাতে চট্টগ্রামের যারা শহীদ- তাদের স্মৃতিটা অম্লান থাকে।”
শুক্রবার (৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ-এ জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ছাত্র-জনতাকে সারাজীবন মনে রাখতে হবে। পরবর্তী যেসব সরকার আসবে, তাদেরও এই দায়িত্ব পালন করতে হবে।”
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার: এক বছরে সফলতা ও ব্যর্থতা
বন ও পরিবেশ সুরক্ষায় মন্ত্রণালয়ের এক বছরের উদ্যোগ
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. গোলাম মোর্শেদ খানসহ জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে উপদেষ্টা চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার শীতল ঝরণা খালের ওপর ভেঙে পড়া সেতু পরিদর্শনে যান। এসময় তিনি পথচারী ও স্থানীয় জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটি সংস্কারের জন্য সিটি করপোরেশনের প্রতিনিধিকে নির্দেশ দেন।
ঢাকা/রেজাউল/মাসুদ