মালালা ইউসুফজাইয়ের প্রেমের দিনগুলো
Published: 8th, October 2025 GMT
বেশ কিছুদিন প্রেমের পর ২০২১ সালের নভেম্বরে বিয়ে করেন পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিক। ২১ অক্টোবর প্রকাশ হবে মালালার লেখা আত্মজীবনী ফাইন্ডিং মাই ওয়ে। এই বইয়ে নিজের প্রেম–বিয়েসহ নানা বিষয়ে বিস্তারিত বলেছেন মালালা। বইটির কিছু অংশ সম্প্রতি প্রকাশিত হয়েছে ভোগ ম্যাগাজিনে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুধে গোসল করে যুবদল নেতা বললেন, ‘টাকা, মামু-খালু না থাকলে রাজনীতি কইরেন না’
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য মো. হোসেন মিয়া। আজ রোববার সকালে নিজের ফেসবুক আইডি থেকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও পোস্ট করে তিনি রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।
দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে মো. হোসেন মিয়া এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কলাকান্দা এলাকায়।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি ভিডিও-বার্তায় দুধ দিয়ে গোসল করতে করতে হোসেন মিয়াকে বলতে শোনা যায়, ‘জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। জীবনেও আর রাজনীতি করব না। জীবনের সবকিছু ব্যয় করেছি রাজনীতির পেছনে। দলের সকল কর্মীর উদ্দেশে বলতে চাই, জীবনে যদি টাকা না থাকে, মামু-খালু না থাকে, শ্বশুরবাড়ি পাওয়ার (ক্ষমতা) না থাকে, তাহলে তাঁরা রাজনীতি কইরেন না। করলে আমার মতো অবস্থা হবে। জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। এই জন্য দুধ দিয়ে গোসল করলাম। রাজনীতি আর করব না।’
উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান বলেন, ওই নেতার ফেসবুক আইডি ঘেঁটে তাঁর রাজনীতি ছাড়ার ঘোষণার বিষয়টি জেনেছেন। ভিডিওটি দেখেছেন। এ নিয়ে আপাতত কিছু বলতে চান না। এ বিষয়ে পরে তাঁর সঙ্গে কথা বলবেন।