Risingbd:
2025-10-08@08:00:09 GMT

আমার মনের কথা বলার লোক নেই: দেব

Published: 8th, October 2025 GMT

আমার মনের কথা বলার লোক নেই: দেব

ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির হার্টথ্রব নায়ক দেব। প্রায় দুই দশক ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। শুধু অভিনয়ে থমকে যাননি। বরং রাজনীতিতে নাম লিখিয়ে পেয়েছেন সফলতা। তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। তবে দেব তার বর্তমান অবস্থান সহজে পাননি। বরং দীর্ঘ সংগ্রামের গল্প লুকিয়ে আছে তার জীবনে।

মানুষ সফল হতেই পরিশ্রম করেন, দিন-রাত ছুটে বেড়ান। আবার সাফল্য ধরা দিলেও বিড়ম্বনায় পড়তে হয়। অন্তত দেবের ক্ষেত্রে তেমনি হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, দেবকে এখনো যুদ্ধ করতে হয়? জবাবে দেব বলেন, “নিজের বন্ধুদের সঙ্গেই যুদ্ধ করতে হয়, বিশেষত মানসিকভাবে। তা নিয়ে অবশ্য আমার কোনো অভিযোগ নেই। এখন এটাই তো প্রক্রিয়া হয়ে গিয়েছে। সিনেমা তৈরি করা সহজ। বরং প্রচার আর মুক্তি দেওয়া কঠিন।” 

আরো পড়ুন:

গায়ক জুবিনের প্রেম জীবন

সেবক কালীবাড়িতে পূজা দিলেন দেব-ইধিকা

এই যু্দ্ধে জেতার মনোবল কি ‘বড়মা’ এর কাছ থেকে পান? এই প্রশ্নের উত্তরে দেব বলেন, “আমি আগে তারাপীঠে যেতাম। ‘খোকাবাবু’ বা ওই সিনেমাগুলো তৈরির সময় তো শুভশ্রীও আমার সঙ্গে যেত। একটা বড় দল ছিল আমাদের, প্রায়ই তারাপীঠে যেতাম। অনেকবার দক্ষিণেশ্বরেও গিয়েছি। দেখুন, কোথাও তো গিয়ে মাথা নিচু করতে হবে, মনের কথা বলতে হবে। কারণ আমার মনের কথা বলার লোক নেই। যদি কাউকে বলি, তার হয়তো আমার চেয়েও বেশি মন খারাপ হবে। ভাববে, দেবের মনে এই কষ্ট! মা-বাবাকেও বলতে পারি না। যখনই মনে হয় আর পারছি না, তখনই ছুটে যাই মায়ের কাছে। মা কালী আমায় টানেও। আমাদের বাড়িতেও পূজাপাঠের চল আছে। স্নান করে, পূজা না করে কেউ বের হই না।” 

তা হলে সাফল্য এলে কী মনের কথা বলার মানুষ কমে যায়? দেব বলেন, “কমে যায় না। কিন্তু মনে হয়, আমার আবেগটা বিক্রি করে মানুষ হয়তো নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করবে। আর সেই ভয়টাই সারাক্ষণ কাজ করে। আমার সঙ্গে ঘটেছেও এমনটা। কে কোথায় আমাকে ব্যবহার করবে সেটা বোঝা খুব কঠিন।” 

জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে আপনার কীসে সবচেয়ে বেশি ভয়? এ প্রশ্নের উত্তরে দেব বলেন, “এক দিন না এক দিন সব চলে যাবে। এই যে যশ-খ্যাতি, মানুষের ভালোবাসা—সবটা। এক দিন না এক দিন অন্য কেউ এসে আমার জায়গাটা নেবে। ভয় নয়, লড়াটা একই, সেই সময়টা যেন দেরিতে আসে আমার জীবনে। নিজেকে সেইভাবে ধরে রাখতে চাই।”  

খানিকটা ব্যাখ্যা করে দেব বলেন, “আসলে আমি এখন যে জায়গায় আছি, তার উপরে আর যাওয়ার জায়গা নেই। সেখানে থেকে পড়লে খুব জোরে লাগবে। তাই পূজার এক দিন কাটতে না কাটতেই ‘রঘু ডাকাত’ এর প্রচারে। আর পড়ব তো বটেই, আজ নয়তো কাল। তবে যে আসবে তাকে প্রচুর পরিশ্রম করতে হবে আমাকে ফেলার জন্য।” 

২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে দেবের জার্নি শুরু হয়। যদিও এ সিনেমা বক্স অফিসে সফল হয়নি। তবে দেবের দ্বিতীয় সিনেমা ‘আই লাভ ইউ’ (২০০৭) তার ক্যারিয়ার বদলে দেয়। কিন্তু অনেকেরই হয়তো অজানা অভিনয়ে পা রাখার আগে ক্যাটারার বাবার সহকারী হিসেবে মুম্বাইয়ের সিনে-ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন দেব। কলেজে পড়ার সময় বাবাকে কাজে সাহায্য করতেন তিনি। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতকে খুব কাছ থেকে দেখে শাহরুখ খান হওয়ার ইচ্ছে জাগে দেবের।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র দ ব বল ন এক দ ন

এছাড়াও পড়ুন:

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ

সোনা সব সময়ই দামি ধাতু। তবে বৈশ্বিক অস্থিরতার সুযোগে ধাতুটির মূল্য অস্বাভাবিক দ্রুতগতিতে বাড়ছে। তাতে প্রায় ২৬ মাসের ব্যবধানে সোনার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এখন প্রতি ভরির দাম দুই লাখ টাকার বেশি। সোনার দাম এখানে থামবে, এমন কোনো লক্ষণ নেই। উল্টো দাম আরও বাড়ার ইঙ্গিত মিলছে।

সম্পর্কিত নিবন্ধ