মাদারীপুরে মানবপাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার
Published: 8th, October 2025 GMT
মাদারীপুরের ডাসার উপজেলায় মানবপাচারের মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মাদারীপুর জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার গাজিরচর গ্রামের মুকুল হাওলাদার (৪২), একই গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার (৩০) ও রাজৈর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের বারেক মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর (৩২)।
আরো পড়ুন:
ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়িতে নির্মাণাধীন দোকানঘর থেকে গ্রেনেড উদ্ধার
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, এক ভুক্তভোগী যুবকের মা মুন্নি বেগম বাদী হয়ে মুকুল হাওলাদারসহ ১০ জনকে আসামি করে গত জুলাই মাসে আদালতে মানবপাচারের অভিযোগে মামলা করেন। সেই মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মামলার বাদী মুন্নি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘আমার ছেলে মেহেদী হাসান মুন্নাকে (২৫) দেড় বছর আগে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে মুকুল হাওলাদার ও তার সহযোগীরা লিবিয়ায় পাঠায়। লিবিয়ায় নিয়ে মাফিয়ারা আটক করে নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে দফায় দফায় মোট ৪১ লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র।’’
তিনি আরো বলেন, ‘‘আমার সন্তানের খোঁজ পাচ্ছি না। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমি দালালদের বিচার চাই।’’
গ্রেপ্তার আসামিদের বুধবার (৯ অক্টোবর) আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি এহতেশামুল ইসলাম।
ঢাকা/বেলাল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নবী শব্দের অর্থ সংবাদবাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন: আ
জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘‘আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। ওনাকে আল্লাহ দুনিয়াতে যে নাম দিয়ে পাঠিয়েছিলেন তা হলো নবী।’’
‘‘নবী শব্দের শাব্দিক অর্থ সংবাদবাহক। আর সংবাদ যারা বহন করেন তাদের আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি (সা.) সাংবাদিক ছিলেন।’’- যোগ করেন তিনি।
বুধবার (৮ অক্টোবর) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার মতবিনিময় সভায় আমির হামজা এসব কথা বলেন।
পবিত্র কোরআন শরিফের উদ্ধৃতি দিয়ে আমির হামজা উল্লেখ করেন, আল্লাহ বলেন, হে নবী ওই মহান সংবাদের কথা মানুষকে জানান, মানুষের প্রতি যে বার্তা বহনে আপনি কষ্ট পান। এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে চাপ মোকাবিলা করে যে কষ্ট পান এর প্রতিদান আমি নিজে দেব। দুনিয়া ও আখিরাত মিলিয়ে নিরবচ্ছিন্নভাবে দেব।
তিনি বলেন, ‘‘এটা শুধু নবীর জন্য। আল্লাহ শুধু বিশ্ব নবীকে নির্দেশনা করেছেন। তাফসিরে আমরা পড়েছি, শুধু নবী না কিয়ামত পর্যন্ত যারা এ দায়িত্ব সততার সঙ্গে পালন করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন।’’
আমির হামজা বলেন, ‘‘সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করতে যেহেতু আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন। তাই এ পেশার সঙ্গে যারা আপনারা রয়েছেন আল্লাহ অবশ্যই আপনাদের নিরবচ্ছিন্নভাবে পুরস্কারের ব্যবস্থা করবেন।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব