জয়সওয়ালের আক্ষেপের দিনে গিল কীর্তিতে ভারতের রান পাহাড়
Published: 11th, October 2025 GMT
যশস্বী জয়সওয়াল ডাবল সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। কিন্তু শনিবারের দিনটা নিশ্চিতভাবেই তিনি ভুলে যেতে চাইবে ন৷ ১৭৫ রানে তাকে রান আউট হতে হবে তা হয়তো কল্পনাও করেননি। সতীর্থ গিল তার ডাকে সাড়া না দেওয়ায় রান আউট হতে হয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার দ্বিতীয় দিনে ভারতের অধিনায়ক গিল অবশ্য সেঞ্চুরি পেয়েছেন৷ তাতে দিল্লিতে রানের পাহাড় ছুঁয়েছে ভারত। ৫ উইকেটে তাদের রান ৫১৮। তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৪০ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ৷ এখনো তারা ৩৭৮ রানে পিছিয়ে।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
এবার বোলার মোসাদ্দেক জেতালেন ঢাকাকে
২০ রানে দিন শুরু করে অনায়েস ব্যাটিংয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন গিল। আর তাতে অন্যরকম এক রেকর্ডও করেছেন। ভারতের অধিনায়ক হিসেবে এক বর্ষপঞ্জিকা ৫ টেস্ট সেঞ্চুরির রেকর্ড করেছেন। যেই রেকর্ডের একমাত্র মালিক আগে ছিলেন বিরাট কোহলি। ২০১৭ ও ২০১৮ পরপর দুই বছর কোহলির ৫টি করে সেঞ্চুরি করেছিলেন। গিল এই বছর ৫টি সেঞ্চুরি করলেন অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে তার সেঞ্চুরি ১০টি।গিল ১২৯ ও আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া জুরেল ৪৪ রানে অপরাজিত থাকেন।
ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। নিজের দ্বিতীয় বলে জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন তিনি। এরপর তেজনারাইন চান্দারপল ও আলিক আথানেজ প্রতিরোধ গড়েন। এই জুটিও ভাঙেন জাদেজা। ১ ছক্কা ও ৪টি চারে ৩৪ রান করা চান্দারপলকে ফিরিয়ে দেন। এরপর দ্রুত ফেরেন ১ ছক্কা ও ৫ চারে ৪১ রান করা আথানেজ। রোস্টন চেইসের টিকতে দেননি জাদেজা।
দিনের বাকি সময়ে পার করেন ইমলাচ ও শেই হোপ। ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে করেন তারা। ৫ চারে ৩১ রান করেন হোপ। ২ চারে ১৪ রান ইমলাচ।
ঢাকা/ ইয়াসিন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্বামীর সঙ্গে কী নিয়ে ঝগড়া হয় মিমের?
লাক্স তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ব্যক্তিগত জীবনে সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী। বিয়ের পর থেকে দারুণ সময় উপভোগ করছেন ‘আমার আছে জল’খ্যাত এই তারকা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে-স্বামীকে নিয়ে মজার কিছু তথ্য জানিয়েছেন। এ আলাপচারিতায় সঞ্চালক জানান, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মঞ্চে অভিনেত্রী সারা যাকের তোমার কাছে জানতে চেয়েছিলেন, বড় লোকের ছেলে না কি ভালো ছাত্র—কাকে তুমি জীবনসঙ্গী হিসেবে চাও? তুমি জবাব দিয়েছিলে, “ভালো ছাত্রকে বিয়ে করতে চাই। তোমার বর সনি পোদ্দার কতটা ভালো ছাত্র?”
আরো পড়ুন:
ছুটোছুটির মধ্যে কাটছে মিমের পূজা
তারাদের ভার্চুয়াল কলমে বৈশাখের শুভেচ্ছা
এ প্রশ্নের জবাবে বিদ্যা সিনহা মিম বলেন, “অনেক ভালো।” বলেই হাসতে থাকেন এই অভিনেত্রী। এরপর মিম বলেন, “হ্যাঁ, ও অনেক ভালো মনের মানুষ।” এরপর সঞ্চালক বলেন, “তুমি তো তাকে অনেক কষ্ট দাও।” এ কথা শুনে বিস্ময়ভরা কণ্ঠে মিম বলেন, “আমি! কী কষ্ট দিই?” জবাবে সঞ্চালিকা বলেন, ‘বেচারা! তোমার পারফেক্ট ছবি তুলতে গিয়ে লোকটি যে কত কষ্টের মধ্য দিয়ে যায়।”
এ কথার সঙ্গে সহমত পোষণ করে মিম বলেন, “হ্যা, এটা সত্য। ওর সঙ্গে ঝগড়াটাই লাগে ছবি তোলা নিয়ে। আরো একটা কারণে ঝগড়া লাগে। দেখা গেল, ও ছবিতে নেই। কিন্তু ও যে আমার ছবি তুলল, সেটা কেন ভালো হয় না, তা নিয়েও ঝগড়া লাগে। ফ্রেমট্রেম কিছু না বুঝেই আমার কিছু ছবি তুলল, তারপর ঝগড়া লেগে যায়। কারণ ওসব ছবির একটাও সুন্দর না, একটাও ফেসবুকে পোস্ট করা যাবে না।”
কিছুটা ব্যাখ্যা করে মিম বলেন, “এরপর দেখা যায়, ও রেগে যায়। হয়তো গরমের মধ্যে শুট করছে। ও বলে, ‘এর থেকে ভালো ছবি তুলতে পারব না।’ এ কথা বলেই ফোনটা রেখে চলে যায়।”
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় লেখেছিলে—“তোমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর।” আমার প্রশ্ন হলো, তোমার কোন অপূর্ণতা তিনি পূরণ করেছেন? জবাবে মিম বলেন, “আমার মা-বাবা সবকিছুর সাপোর্ট দেয়। কিন্তু ও থাকাতে আমার নিজেকে হালকা ফিল হয়। আমার মনে হয়, ও তো আছে, ও সবকিছু দেখবে। সুতরাং আমার প্রেসার কমেছে।”
এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর গড়ে উঠে বন্ধুত্ব ও প্রেম। প্রায় অর্ধ যুগ সম্পর্কে থাকার পর ২০২১ সালের ১০ নভেম্বর সনির সঙ্গে বাগদান সারেন। ২০২২ সালের ৪ জানুয়ারি, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সনাতন ধর্মরীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। সনির বাড়ি কুমিল্লায়। পেশায় বেসরকারি ব্যাংক কর্মকর্তা।
ঢাকা/শান্ত