চট্টগ্রামে খেলা হচ্ছে না তানজিমের
Published: 22nd, January 2025 GMT
সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব শেষ ম্যাচ খেলতে পারেননি। খোঁজ নিয়ে জানা যায়, ঘাড়ের রগ ফুলে যাওয়ায় তাকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
গত ২০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে ব্যথা অনুভব করেন সাকিব। এরপর তাকে মাঠে নামায়নি সিলেট। চট্টগ্রামে সিলেটের পরবর্তী ম্যাচ ২৩ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে। সেই ম্যাচেও পাওয়া যাবে না ৬ ম্যাচে ১১ উইকেট পাওয়া তানজিমকে। টিম ম্যানেজমেন্ট থেকে রাইজিংবিডি এ খবর নিশ্চিত হয়েছে।
আট ম্যাচে দুই জয় পাওয়া সিলেটের এখনও সুযোগ আছে প্লে’ অফে যাওয়ার। শেষ চার ম্যাচের চারটি জিতলে তারা সহজেই চলে যাবে শেষ চারে। শেষ দিকের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হলেও দলের অন্যতম সেরা তারকা তানজিমকে খেলিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
জাতীয় দলের এই পেসার বিপিএলের পর চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবেন। এজন্য তাকে বাড়তি চাপ দেওয়ার পক্ষপাতি নয় টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফেরার পর তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে সিলেট।
চট্টগ্রাম/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কান চলচ্চিত্র পুরস্কারজয়ী ইরানি পরিচালকের কারাদণ্ড
কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী ইরানি পরিচালক জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
জাফর পানাহির আইনজীবী মোস্তফা নিলি এএফপিকে জানিয়েছেন, কারাদণ্ডের পাশাপাশি জাফরকে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাছাড়া যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞাও রয়েছে।
আরো পড়ুন:
বক্স অফিসে ধানুশ-কৃতির প্রেম কতটা জমেছে?
শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধলেন তিথী
পানাহির বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রবিরোধী ‘প্রচারণামূলক কার্যকলাপে’ জড়িত ছিলেন জাফর পানাহি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন মোস্তফা নিলি।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন জাফর পানাহি। তার নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট’। এ সিনেমার প্রচারের জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সোমবার (১ ডিসেম্বর) নিউ ইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতেছে সিনেমাটি। তাছাড়া আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মরক্কোতে মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়ে আলোচনায় অংশ নেবেন তিনি।
ইরানি কর্তৃপক্ষের সঙ্গে জাফর পানাহির বিরোধ নতুন কিছু নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে তাকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়। পরবর্তী গ্রেপ্তার করা হয় তাকে। ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলে মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।
দেশটির নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি নির্মাণ করেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’ এর মতো আলোচিত চলচ্চিত্র। ২০২২ সালে ফের গ্রেপ্তার হন। এ দফায় ৭ মাস কারাভোগের পর মুক্তি পান।
ঢাকা/শান্ত