তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে থানায় হামলা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের
Published: 4th, February 2025 GMT
রাজধানীর উত্তরায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ হামলা চালান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমাদের তিন সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ। পূর্ব থানায় আমরা গিয়ে জানতে পারি, তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে।
চাঁদাবাজির অভিযোগে আটক ওই তিন ছাত্রকে পরে পুলিশ ছেড়ে দেয়। সন্ধ্যার পর থেকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদের বৈঠক চলছে।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান সাংবাদিকদের বলেন, উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৯টার ট্রেন কয়টায় ছাড়ে
চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশে বিজয় এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় সকাল সোয়া ৯টায়। তবে কাগজে-কলমে এই সময়সূচি থাকলেও সে ট্রেন আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটে ছেড়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা ১০ মিনিট দেরিতে আন্তনগর এ ট্রেন ছাড়ে।
এমন দেরির কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। দীর্ঘক্ষণ স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় তাঁদের।
বিজয় এক্সপ্রেসের এমন দেরি দেখে আবু সায়েম নামের এক যাত্রী ফেসবুকে লিখেছেন, ‘৯টার ট্রেন কয়টায় ছাড়ে। বাংলাদেশ রেলওয়ে নিয়ে প্রচলিত প্রবাদের যথার্থতা আজও বিদ্যমান। ট্রেন ছাড়ার কথা ৯টা ১৫ মিনিটে। ছাড়ল ১২টা ২৫ মিনিটে।’
যোগাযোগ করলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম মুঠোফোনে বলেন, ‘সহকর্মীদের নিয়ে ময়মনসিংহে যাচ্ছেন তাঁরা। ট্রেন তো এখন সময়মতো ছাড়ে শুনি। তাই সবাই নির্ধারিত সময়ের আগেই চলে এসেছেন। কিন্তু সে ট্রেন ছেড়েছে তিন ঘণ্টার বেশি সময় পরে। অপেক্ষা করতে করতে হয়রান তাঁরা। গন্তব্যে কখন পৌঁছাবেন জানেন না। চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস জামালপুর যেতে সময় লাগে ৮ ঘণ্টা ৪৫ মিনিট। যাত্রাপথে ১২টি স্টেশনে যাত্রী ওঠা-নামা করে। আজ বৃহস্পতিবার এ ট্রেনে প্রায় সাড়ে ছয় শ যাত্রী ছিলেন।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ইঞ্জিন–সংকটের কারণে ট্রেন ছাড়তে দেরি হয়েছে। তবে রেলওয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের জন্য যে ইঞ্জিন নির্ধারিত ছিল, তাতে কিছু সমস্যা দেখা দেয়। পরে আরেকটি বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করতে হয়। তবে ওই ইঞ্জিনে কিছু ত্রুটি ছিল। তা ঠিক করতে সময় লাগে। এ জন্য ট্রেন ছাড়তে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে।