রাজধানীর উত্তরায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ হামলা চালান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমাদের তিন সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ। পূর্ব থানায় আমরা গিয়ে জানতে পারি, তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে।

চাঁদাবাজির অভিযোগে আটক ওই তিন ছাত্রকে পরে পুলিশ ছেড়ে দেয়। সন্ধ্যার পর থেকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদের বৈঠক চলছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান সাংবাদিকদের বলেন, উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আবারো ভেস্তে গেলো আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি আলোচনা

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা আবারো ভেস্তে গেছে। এই নিয়ে দ্বিতীয় দফায় প্রতিবেশী দুই দেশের মধ্যকার আলোচনা ভেস্তে গেলো। অবশ্য দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত রয়েছে বলে শনিবার তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ইসলামাবাদ আফগানিস্তানকে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য করার কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। বিষয়টিকে তিনি আফগানিস্তানের ‘সামর্থ্যের বাইরে’ বলে বর্ণনা করেছেন।

তবে, তিনি বলেছেন, “যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তা এখনো পর্যন্ত আমরা লঙ্ঘন করিনি এবং এটি পালন করা হবে।”

শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, নতুন করে সীমান্ত সংঘর্ষ রোধ করার লক্ষ্যে ইস্তাম্বুলে আফগানিস্তানের সাথে শান্তি আলোচনা ভেঙে গেছে। তবে যতক্ষণ পর্যন্ত আফগান মাটি থেকে কোনো আক্রমণ না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।

আফগান ও পাকিস্তানি সেনারা বৃহস্পতিবার তাদের ভাগ করা সীমান্তে সংক্ষিপ্তভাবে গুলি বিনিময় করেছিল। একই দিনে ইস্তাম্বুলে শান্তি আলোচনা পুনরায় শুরু হয়। 

দক্ষিণ এশীয় প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনী গত মাসে সংঘর্ষে লিপ্ত হয়, যেখানে কয়েক ডজন নিহত হয়, যা ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ