রাজধানীর উত্তরায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ হামলা চালান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমাদের তিন সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ। পূর্ব থানায় আমরা গিয়ে জানতে পারি, তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে।

চাঁদাবাজির অভিযোগে আটক ওই তিন ছাত্রকে পরে পুলিশ ছেড়ে দেয়। সন্ধ্যার পর থেকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদের বৈঠক চলছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান সাংবাদিকদের বলেন, উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বগুড়ায় ছুরিকাঘাতে বেদে যুবক নিহত

বগুড়া‌র গাবতল‌ী‌তে দুর্বৃ‌ত্তের ছু‌রিকাঘ‌া‌তে শা‌কিল (২৫) না‌মের এক বেদে যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় এক নারীসহ দুজন আহত হ‌য়েছেন।  

বৃহস্প‌তিবার (১১ ডিসেম্বর) সকা‌লে গাবতল‌ী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের বেদে পল্লিতে এ হামলা হয়। 

পু‌লিশ ও বে‌দে পল্লির বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররা‌তে রা‌শেদ না‌মের এক স্থানীয় যুবক পল্লি‌তে গি‌য়ে বে‌দে‌দের ঘ‌রের প‌লি‌থিন কাটার চেষ্টা কর‌ছি‌লেন। বে‌দে পল্লির লোকজন তা‌কে ধ‌রে আট‌কে রা‌খে। সকা‌লে ওই যুবকের স্বজন‌রা সেখা‌নে গি‌য়ে হামলা চা‌লি‌য়ে তা‌কে ছা‌ড়ি‌য়ে আনার চেষ্টা ক‌রে। এ সময় বে‌দে পল্লির লোকজন বাধা দি‌লে তা‌দেরকে ছু‌রিকাঘাত করা হয়। এতে তিনজন আহত হন। স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেন। পথে শা‌কি‌লের মৃত্যু হয়। 

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ব‌লেছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বে‌দে পল্লির লোকজন বিশু না‌মের এক যুব‌কের মা ও বোন‌কে আটকে রে‌খে‌ছি‌লেন। তা‌দেরকে আমরা থানা হেফাজ‌তে নি‌য়ে‌ছি। তা‌দের জিজ্ঞাসাবাদ চল‌ছে। হত্যার সঙ্গে জ‌ড়িতদের গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়‌নি। 

ঢাকা/এনাম/রফিক

সম্পর্কিত নিবন্ধ