Risingbd:
2025-03-27@19:44:08 GMT

ঢাকা-দিল্লির পাল্টাপাল্টি তলব

Published: 7th, February 2025 GMT

ঢাকা-দিল্লির পাল্টাপাল্টি তলব

ভারতের আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক লাইভে আসা, তার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর-আগুনের ঘটনা নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা ও নয়াদিল্লি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ নুরুল ইসলামকে তলব করে বাংলাদেশ সরকারের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। 

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশ। সেই সঙ্গে শেখ হাসিনাকে থামাতে ভারত সরকারকে পদক্ষেপ নিতে বলা হয় ভারতীয় দূতকে।  

আরো পড়ুন:

শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়: রণধীর জয়সওয়াল

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশির লাশ নিয়ে গেছে বিএসএফ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে নয়াদিল্লিতে বাংলাদেশের দূতকে তবল করার বিষয়টি তুলে ধরেন। 

তিনি বলেন, “ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো.

নুরুল ইসলামকে আজ (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সাউথ ব্লকে তলব করা হয়েছিল।”

তবলের বিষয়ে জয়সওয়াল বলেন, “তাকে জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারত একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক উপকারের সম্পর্ক চায়। বিষয়টি সম্প্রতি উচ্চ-পর্যায়ের বেশ কয়েকটি বৈঠকে বারবার পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে এটি দুঃখজনক যে, বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করা হচ্ছে। এসব বিবৃতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর জন্য ভারতকে দায়ী করা হচ্ছে; ক্রমাগত নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে।”

শেখ হাসিনার ফেসবুক লাইভে এসে দেওয়া বক্তব্যে ভারতের কোনো হাত নেই দাবি করে জয়সওয়াল বলেন, “এটি তিনি ব্যক্তিগতভাবে করেছেন।”

“ভারত সরকারের অবস্থানকে এভাবে নেতিবাচকভাবে চিত্রিত করলে তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচকতা যোগ করতে সাহায্য করবে না,” বলেন জয়সওয়াল। 

তিনি বলেন, “যদিও ভারত সরকার পারস্পরিক কার্যকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে, আমরা আশা করি বাংলাদেশ পরিবেশকে খারাপ না করে একইভাবে পদক্ষেপ নেবে।”

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে দেন শেখ হাসিনা। সেই ঘটনার ছয় মাস পর ৫ ফেব্রুয়ারি রাতে ফেসবুক লাইভে এসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এরপর দুই দিনে দুই দেশে হাই কমিশনারদের তলব করার ঘটনা ঘটল। 

শেখ হাসিনা যখন লাইভে কথা বলছিলেন, তখন ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে আগুন দিয়ে উল্লাস করছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই সময় হাসিনা বলেন, “তারা একটি ভবন ভাঙতে পারে কিন্তু ইতিহাস নয়। কিন্তু তাদের এটাও মনে রাখতে হবে যে, ইতিহাস তার প্রতিশোধ নেয়।”

ভারতের বসে শেখ হাসিনার এসব কথাকে ভালোভাবে নেয়নি অন্তর্বর্তী সরকার। একে ‘শত্রুতাপূর্ণ কাজ’ হিসেবে বর্ণনা করে শেখ হাসিনাকে থামাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলে ঢাকা। এক বিবৃতিতে বলা হয়, এটি দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়।

তবে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা এসব বক্তৃতা ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ।

এসব বক্তব্য–বিবৃতি থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র দিয়েছে। ওই দিন বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন ভাদেকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত আরা।

প্রায় ছয় মাস আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন ভাদেকে চারবার তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যাসহ নানা ঘটনায় তাদের ডেকে প্রতিবাদ করেছে ঢাকা।

ঢাকা/হাসান/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জয়সওয় ল পদক ষ প র জন য সরক র

এছাড়াও পড়ুন:

মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিতর্ক, কমতে পারে অংশগ্রহণ

‘মঙ্গল শোভাযাত্রা’ বৈশাখের অন্যতম আয়োজন। প্রতিবছর আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থী-শিক্ষকদের যৌথ প্রয়াসে আয়োজিত হয়। এবার ভিন্নতা ঘটায় আয়োজন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন ২৬ ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষকদের একাংশ তাদের সমর্থন জানিয়েছেন। ফলে এবার অংশগ্রহণ কমবে বলে তারা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে চারুকলার ১৩তম ব্যাচের একজন শিক্ষার্থী সমকালকে বলেন, ‘মঙ্গল শোভাযাত্রার আয়োজনের সম্পূর্ণ অর্থ অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের শিল্পকর্ম বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়। এখানে কোনো বাণিজ্যিক বিষয় বা স্পন্সর থাকে না। চারুকলার রীতি অনুযায়ী যা এ বছর ২৬তম ব্যাচের দায়িত্ব হওয়ার কথা ছিল। 
কিন্তু এবারের আয়োজনে সেই রীতি মানা হচ্ছে না। এতে শিক্ষার্থীদের সম্মতি ও সম্পৃক্ততা নেই। এটা সাধারণ শিক্ষার্থীদের বিশ্বাস ও ধারণার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’
সীমান্ত ঘোষ নামে চারুকলার এক ছাত্র ফেসবুকে পোস্ট করেছেন, ‘বৈশাখ ১৪৩২-এ আমাদের ব্যাচ, আমার কোনো সম্পৃক্ততা নেই।’

এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে– ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। তবে এ আয়োজনকে ‘স্বজনপ্রীতিদুষ্ট ও দেশের পরিবর্তনকালীন সময়ে রাজনৈতিক স্বার্থান্বেষী’ আখ্যায়িত করেছে ২৬ ব্যাচ। আয়োজন ও আয়োজক কমিটিকে বর্জন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। মঙ্গলবার শোভাযাত্রা নিয়ে স্পষ্ট বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ আয়োজনে সম্পৃক্ত ব্যক্তিদের চাটুকারিতাপূর্ণ মনোভাবের কারণে আমরা শিক্ষকদের আয়োজন করা বৈশাখের আনুষ্ঠানিকতা ও শোভাযাত্রা সমর্থন করছি না।’

ভাটা পড়বে আনন্দ আয়োজনে
প্রাক্তন ও বর্তমান একাধিক শিক্ষার্থী জানান, এবারের মঙ্গল শোভাযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ কমবে। চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকদের তৈরি শিল্পকর্ম কেনার লোকও কমবে। সেই সঙ্গে এবার অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। আয়োজন ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশের মধ্যে প্রথম বিতর্ক তৈরি হয় শহীদ আবু সাঈদের মোটিফ তৈরির সিদ্ধান্তে। দ্বিতীয় হচ্ছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর আয়োজনের নাম পরিবর্তনের ইঙ্গিতে। তৃতীয় বিতর্ক তৈরি হয়, নির্ধারিত ব্যাচকে দায়িত্ব না দেওয়ায়। এসব কারণে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে চারুকলা অনুষদের একজন শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা আয়োজন ও কমিটিকে বর্জন করেছে বলে শুনেছি। আর শিক্ষার্থীরা যে অভিযোগ তুলেছেন, সেটা ঠিক আছে। এবার মঙ্গল শোভাযাত্রার আয়োজন অনেক বেশি রাজনৈতিক হচ্ছে। এতে সবার অংশগ্রহণের যে স্বতঃস্ফূর্ততা, তা নষ্ট হয়ে গেছে।’ অনেকে জানান, তাদের ব্যাচ এবং পুরো চারুকলার সাধারণ শিক্ষার্থীরা এবারের মঙ্গল শোভাযাত্রা বর্জন করেছেন।

সার্বিক বিষয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল সমকালকে বলেন, ১৯৮৯ সালে এই শোভাযাত্রা শুরু হয়। তখন থেকে শিক্ষক-শিক্ষার্থী সবাই স্বতঃস্ফূর্তভাবে এর আয়োজন করে। ২০০৬ সালে প্রতিবছর নির্ধারিত একটি ব্যাচকে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। তবে একটি ব্যাচ আয়োজন করলেও যে এ নিয়ে বিতর্ক ছিল না, তা নয়। সেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হতো না। এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে এই আয়োজন একাডেমিক কার্যক্রমের অংশ করা হবে। এ কারণে কোনো ব্যাচকে আলাদাভাবে দায়িত্ব দেওয়া যাচ্ছে না। ২৬ ব্যাচের শিক্ষার্থীরা পাস করে বের হয়ে গেছে। তারা এসে কখনও বলেওনি যে, তারা আয়োজন করতে চায়।’

তিনি আরও বলেন, ‘গত ৯ ও ১২ মার্চ অনুষদের সিনিয়র শিক্ষকদের নিয়ে বৈঠক করি। সেখানে কোনো নির্ধারিত ব্যাচকে দিয়ে আয়োজন না করানোর সিদ্ধান্ত হয়। ১৩ মার্চ ছাত্র-শিক্ষক সমন্বয়ে একটা বৈঠক হয়। সেখানে নানা ধরনের কমিটি ও উপকমিটি গঠন করা হয়। কমিটিগুলোতে বর্তমান ছাত্রদের যুক্ত করা হয়। তবে প্রাক্তন শিক্ষার্থীরা এসে কাজ করতে চাইলে তাদেরও যুক্ত করা হচ্ছে।’

সম্পর্কিত নিবন্ধ