বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জরুরি সভার আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হবে।

আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফেসবুকে তিনি লেখেন, মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি জরুরি সভা আহ্বান করেছেন। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা এই সভায় যোগ দেবেন।
এছাড়া, আগামীকাল ৬ এপ্রিল অর্থ উপদেষ্টার নেতৃত্বে আরেকটি সভা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশের পণ্য আমদানির ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন তিনি। ৪ এপ্রিল থেকে যা কার্যকর হয়। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বের অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানের মতো বাংলাদেশেও তার তাৎক্ষণিক ও ভবিষ্যৎ অভিঘাত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাকের একক শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে সৃষ্ট উদ্বেগের বিষয়টি সামনে এসেছে, যা নিয় কথা বলেছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা।

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। বুধবার ভারত সরকার এ ঘোষণা দিয়েছে একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর রয়টার্সের

ভারতশাসিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান।

পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর দেশটির উড়োজাহাজের জন্যও একই নিষেধাজ্ঞা দিল ভারত।

সম্পর্কিত নিবন্ধ