বন্দরে ফার্মেসী মালিককে জরিমানা ও কারাদন্ড প্রদান
Published: 9th, April 2025 GMT
বন্দরে ভারত থেকে আমদানিকৃত বিকল্প নেশা জাতীয় নিষিদ্ধ ওষুধ টাপেন্টা ট্যাবলেট বিক্রির দায়ে শিমু ফার্মেসীর মালিক মফিজুল ইসলাম লিটনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে সাথে প্রতিষ্ঠাটিকে ২০ হাজার টাকা জরিমানা করে ফার্মেসিটি সিলগালা করা হয়।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বন্দর বাজারের শিমু ফার্মেসীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রহিমা আক্তার ইতি।
সহকারি কমিশনার (ভুমি) রহিমা আক্তার ইতি জানান, গোপনে জানতে পারেন বন্দর বাজারে শিমু ফার্মেসীতে ভারতের তৈরী নেশা জাতীয় অবৈধ ওষুধ বিক্রি করা হচ্ছে। পরে তিনি ঘটনাস্থলে এসে দোকানে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় টাপেন্টা ট্যাবলেট জব্ধ করেন।
এ সময় তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফার্মেসীর মালিক মফিজুল ইসলাম লিটনকে ২০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদন্ড প্রদান করে। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে।
সাজাপ্রাপ্ত মফিজুল ইসলাম লিটন বন্দরের আমিন আবাসিক এলাকার কফিল উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূতে আমন্ত্রণে বাংলাদেশ অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে ডাকসু নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আরো পড়ুন:
রাবিতে কমপ্লিট শাটডাউনে ইবির জিয়া পরিষদের সংহতি
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবির ১৮ গবেষক
এতে ডাকসু সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম মোশারফ হোসেনসহ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সম্পাদকবৃন্দ।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধিসহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত প্রদান করেন সম্পাদকবৃন্দ।
প্রস্তাবিত ৫০০০ ছাত্রীদের আবাসন সুবিধা সম্বলিত চায়না-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আলোচনা হয়। ডাকসুর নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরো দুটো হল নির্মাণের প্রস্তাব দেন এবং রাষ্ট্রদূত তা বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। এছাড়াও তারা বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।
ডাকসুর নব নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয় এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন চীনের রাষ্ট্রদূত।
ঢাকা/সৌরভ/মেহেদী