রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের তিনটি প্রশ্নে ভুল পাওয়া গেছে।
তবে প্রশ্নে ভুল প্রমাণিত হলে প্রত্যেক পরীক্ষার্থীকে নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন রাবি উপ-উপাচার্য ফরিদ খান।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত শিফটের পরীক্ষায় সেট-৩ এর বাংলা অংশে ১৩, ১৬ ও ২৩ নম্বর এ ভুল লক্ষ্য করা গেছে।
আরো পড়ুন:
রাবিতে সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণের দাবি
রাকসুর গঠনতন্ত্র অনুমোদন করে নির্বাচন কমিশন গঠন
প্রশ্নপত্রে দেখা যায়, ১৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘দিলদরিয়া’ কোন সমাস? যার সঠিক উত্তর হবে- রূপক কর্মধারয় সমাস। কিন্তু প্রশ্নপত্রে প্রদত্ত চারটি অপশনের কোনোটিতেই সঠিক উত্তর দেওয়া নেই।
এরপর ১৬ নম্বর প্রশ্নে ‘আন্না’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়। যার সঠিক উত্তর হবে- ‘আর+ না’। তবে ‘খ’ অপশনে ‘আব+না’ থাকলেও সঠিক উত্তর পাওয়া যায়নি। এদিকে অপশনটি সঠিক উত্তরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় ভুল উত্তর করেছেন বলে জানান পরীক্ষার্থীরা।
২৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, নিচের কোন গুচ্ছ ‘অমোঘ-মহাপ্রাণ’ ধ্বনি। তবে বাংলা ব্যকরণে ‘অমোঘ-মহাপ্রাণ’ বলতে কোন কিছুর অস্তিত্ব পাওয়া যায় না। এটি হওয়ার কথা ‘অঘোষ মহাপ্রাণ’।
রাবি কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন জানান, প্রশ্নপত্রে কোনো ভুল নেই। সবগুলো প্রশ্নে সঠিক উত্তর দেওয়া আছে।
তবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহিদ ইকবাল জানান, প্রশ্নপত্রের এই তিনটি প্রশ্নে ভুল রয়েছে। পাশাপাশি অমোঘ-মহাপ্রাণ বলে কোনো শব্দ বাংলা ব্যকরণে নেই।
রাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান জানান, ভুল হয়ে থাকলে সেটি অনাকাঙ্ক্ষিত। যদি ভুল প্রমাণিত হয়, তাহলে প্রত্যেক পরীক্ষার্থীকে এই তিনটি প্রশ্নের নম্বর প্রদান করা হবে।
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আলিম শ্রেণিতে বাদপড়াদের বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশন, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৬) আলিম শ্রেণিতে যেসব শিক্ষার্থী অনলাইনে কোনো মাদ্রাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সেসব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অত্র বোর্ডের eSIF পূরণের মাধ্যমে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের আদেশে রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষর করে এ কার্যক্রমের সময় নির্ধারণ করেছেন।
ফি জমাদান ও eSIF এন্ট্রির সময়১. অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা (ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে): ১৩ থেকে ২৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
২. তথ্য (eSIF) এন্ট্রির শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
আরও পড়ুনঅনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত বিভিন্ন বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়ের১২ নভেম্বর ২০২৫ফি প্রদান ও eSIF পূরণ১. যেকোনো ব্রাউজার থেকে সরাসরি www.ebmeb.gov.bd–তে প্রবেশ করে প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করতে হবে। অতঃপর পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি প্রদান করতে হবে।
২. নির্ধারিত ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে এবং সতর্কতার সঙ্গে নতুন এন্ট্রি করা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩. এখানে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে।
৪. আগে এন্ট্রি করা শিক্ষার্থী ডিলিট করার সুযোগ থাকবে না।
৫. আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের অনলাইনে ভুল বিভাগ, বিষয় ও ছবি সংশোধন প্রক্রিয়াটি চলমান।
আরও পড়ুনবিনা মূল্যে জেমিনি ব্যবহার: সিঙ্গাপুর–অস্ট্রেলিয়া–কানাডার শিক্ষার্থীদের মতো সুযোগ বাংলাদেশিদেরও১৩ নভেম্বর ২০২৫রেজিস্ট্রেশন ফিআলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠবিরতি ফি ১৫০ টাকাসহ মোট ৮৩৫ টাকা।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনমনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি শ্রেণিতে ভর্তি১৩ নভেম্বর ২০২৫