আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পেল সংযুক্ত আরব আমিরাতের নারী ক্রিকেট দল। যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলকে হটিয়ে এই স্ট্যাটাস পেয়েছে তারা। ২০২৫ থেকে ২০২৯ সালের চক্রের জন্য এই স্ট্যাটাস কার্যকর হবে। নারী ওয়ানডে দলের স্ট্যাটাস পাওয়া দলের সংখ্যা মোট ১৬টি। 

আইসিসির সহযোগী সদস্য দেশ স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও পাপুয়া নিউগিনি তাদের স্ট্যাটাস ধরে রেখেছে। পাকিস্তানে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়ার মধ্য দিয়ে থাইল্যান্ড ও স্কটল্যান্ড স্ট্যাটাস ধরে রাখে। 

অন্য দিকে নেদারল্যান্ডস ও পাপুয়া নিউগিনি তাদের টি-২০ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে। টি-২০ র‌্যাঙ্কিংয়ে সংযুক্ত আরব আমিরাত ১৬তম অবস্থানে থাকায় তারা স্ট্যাটাস পেয়েছে। 

আইসিসির টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে আছে ইংল্যান্ড ও তিনে আছে ভারত। বাংলাদেশ ৯ম স্থানে থাকলেও জায়গা হারিয়েছে। আয়ারল্যান্ড নয়ে উঠে এসেছে। বাংলাদেশ নেমে গেছে ১০ এ।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ