মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান থেকে কেউ তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এমনকি যারা এমন লেনদেন করবেন, তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসার সুযোগ পাবেন না। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে পোস্ট করে ট্রাম্প এ বার্তা দেন। 

ট্রাম্প লিখেছেন, ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল কিনলে সঙ্গে সঙ্গে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হবে। কোনোভাবেই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না। খবর এনডিটিভির

মার্কিন ট্রেজারি ও পররাষ্ট্র দপ্তর সম্প্রতি ছয়জন ইরানি নাগরিকের পাশাপাশি ইরান ও অন্যান্য দেশের ১৩টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বেচাকেনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান সংগ্রহে জড়িত।

এদিকে ইরান এ নিষেধাজ্ঞাকে ‘ওয়াশিংটনের অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি এক বিবৃতিতে বলেন, ‘নতুন এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আরেকটি সুস্পষ্ট প্রমাণ। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বৈধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে’। এ পদক্ষেপের অংশ হিসেবে ইরানের তেল বিক্রিতে সহযোগিতার অভিযোগ থাকা পাঁচটি বিদেশি কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘ইরান যদি তাদের অস্থিতিশীল কর্মকাণ্ড ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়নের জন্য তেল রপ্তানি চালিয়ে যায়, তবে তাদের সহযোগীরাও এর দায় এড়াতে পারবে না’।

এ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু আলোচনার চতুর্থ দফা রোমে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা আপাতত স্থগিত করা হয়েছে। এর আগে মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে চিঠি পাঠিয়ে আলোচনার আহ্বান জানান এবং আলোচনায় অস্বীকৃতি জানালে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ