মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান থেকে কেউ তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এমনকি যারা এমন লেনদেন করবেন, তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসার সুযোগ পাবেন না। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে পোস্ট করে ট্রাম্প এ বার্তা দেন। 

ট্রাম্প লিখেছেন, ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল কিনলে সঙ্গে সঙ্গে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হবে। কোনোভাবেই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না। খবর এনডিটিভির

মার্কিন ট্রেজারি ও পররাষ্ট্র দপ্তর সম্প্রতি ছয়জন ইরানি নাগরিকের পাশাপাশি ইরান ও অন্যান্য দেশের ১৩টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বেচাকেনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান সংগ্রহে জড়িত।

এদিকে ইরান এ নিষেধাজ্ঞাকে ‘ওয়াশিংটনের অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি এক বিবৃতিতে বলেন, ‘নতুন এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আরেকটি সুস্পষ্ট প্রমাণ। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বৈধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে’। এ পদক্ষেপের অংশ হিসেবে ইরানের তেল বিক্রিতে সহযোগিতার অভিযোগ থাকা পাঁচটি বিদেশি কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘ইরান যদি তাদের অস্থিতিশীল কর্মকাণ্ড ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়নের জন্য তেল রপ্তানি চালিয়ে যায়, তবে তাদের সহযোগীরাও এর দায় এড়াতে পারবে না’।

এ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু আলোচনার চতুর্থ দফা রোমে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা আপাতত স্থগিত করা হয়েছে। এর আগে মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে চিঠি পাঠিয়ে আলোচনার আহ্বান জানান এবং আলোচনায় অস্বীকৃতি জানালে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

ভুয়া সাংবাদিকের প্রতারণায় নাকাল কালীগঞ্জবাসী

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সম্প্রতি কিছু স্বঘোষিত সাংবাদিকের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ উঠেছে। ভুঁইফোড় সংগঠনের ব্যানারে চলা নামসর্বস্ব অনলাইন ও আন্ডারগ্রাউন্ড পত্রিকার তথাকথিত সাংবাদিকরা স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি ও মানহানির হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, এসব ভুয়া সাংবাদিকদের অনেকেই মূলত মোটরসাইকেল মেকার, মোবাইল ফোন মেরামতকারী, ভেজাল ওষুধ বিক্রেতা কিংবা হোটেল ব্যবসায়ী। তারা হঠাৎ করেই হাতে মাইক্রোফোন, গলায় আইডি কার্ড, আর ফোনে পত্রিকার লোগো লাগিয়ে সাংবাদিক সেজে বিভিন্ন এলাকায় ‘কভারেজ’ বা ‘রিপোর্টিং’-এর নামে তদবির ও অর্থ আদায়ের চেষ্টা করেন।

এদের অধিকাংশের নেই কোনো বৈধ মিডিয়া প্রতিষ্ঠানের নিয়োগ, নেই সাংবাদিকতার প্রশিক্ষণ কিংবা অনুমোদিত প্রেস কার্ড। অথচ তারা ভয়ভীতি দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে টাকা আদায় করছেন এবং প্রশাসন কিংবা পুলিশকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় একাধিক মূলধারার সাংবাদিক বলেন, “এইসব ভুয়া সাংবাদিকদের জন্য প্রকৃত সাংবাদিকরা বিব্রত ও ক্ষুব্ধ। সাধারণ মানুষ এখন প্রকৃত সাংবাদিকদের প্রতিও সন্দেহের চোখে দেখছেন।”

তারা আরও জানান, ২০২৩ সালের জুনে পাঁচজন কথিত সাংবাদিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে এসে নিজেদের বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি দাবি করে আর্থিক সুবিধা চান। খোঁজ নিয়ে দেখা যায়, তারা কেউই প্রকৃত সাংবাদিক নন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জেল ও জরিমানা করেন।

সূত্র মতে, কিছু ভুঁইফোড় সংগঠনের সদস্যরাও নিজেদের বড় সাংবাদিক পরিচয়ে বিচার-সালিশের নামে টাকা-পয়সা ও জমি দাবি করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। এমনকি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায় করার অভিযোগও রয়েছে। এদের কেউ কেউ মাদক কারবারি ও কৃষিজমি দখলকারীদের পক্ষেও তদবির করছেন বলে জানা গেছে।

সচেতন মহল জানান, ভুয়া সাংবাদিক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, যাতে প্রকৃত সাংবাদিকতা সুরক্ষিত থাকে এবং সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পান।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “আমরা ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছি। কেউ প্রতারণা বা চাঁদাবাজিতে জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, “আমরা ইতোমধ্যেই কিছু ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে সরাসরি প্রশাসনকে জানাতে হবে। সাংবাদিকতা একটি সম্মানজনক পেশার অপব্যবহার বরদাস্ত করা হবে না।”

ঢাকা/রফিক/এস

সম্পর্কিত নিবন্ধ