বাংলাদেশি হজযাত্রীরা প্রথমবার সৌদি আরবে অবস্থানকালে তাদের ব্যালান্স (বাংলাদেশি টাকায়) ব্যবহার করে আন্তর্জাতিক রোমিং পরিষেবা উপভোগ করতে পারবেন। সংযোগে প্রয়োজন হবে না বিদেশি মুদ্রা বা ক্রেডিট কার্ড। কানেক্টিভিটি সেবাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সহজ করার লক্ষ্যে বিশেষ এমন হজ রোমিং পরিষেবা ঘোষণা করেছে স্থানীয় অপারেটর বাংলালিংক।
হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সুবিধা আর স্বাচ্ছন্দ্য নিশ্চিতে হজ রোমিং পরিষেবার কয়েকটি প্যাকের ঘোষণা দিয়েছে বাংলালিংক। গ্রাহকরা সৌদি আরবে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে সংযোগ পেতে সরাসরি মাইবিএল অ্যাপের ডেডিকেটেড হজ রোমিং সেকশন বা ব্যালান্স রিচার্জের মাধ্যমে প্রয়োজন অনুসারে প্যাক সুবিধা নিতে পারবেন। জাইন, এসটিসি ও
এতিসালাতের মতো সৌদির স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে অংশীজন হয়ে কাভারেজ নিশ্চিত করবে বাংলাদেশি অপারেটরের হজ রোমিং সেবার সব প্যাক। বাংলালিংকের মার্কেটিং অপারেশন্স ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, হজ হলো ধর্মীয় জীবনের স্মরণীয় অভিজ্ঞতার মধ্যে অন্যতম। হজের সময় প্রিয়জনের সঙ্গে সংযুক্ত থাকাটা জরুরি। প্রয়োজনে বাংলাদেশি টাকায় রোমিং পেমেন্ট সুবিধা, সাশ্রয়ী ও সহজ প্যাকেজ দিয়েছি। অর্থবহ সমাধানের মাধ্যমে গ্রাহকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে আমরা কাজ করছি। সৌদি আরবে অবতরণের পর থেকেই নিরবচ্ছিন্ন সেবা পেতে ফ্লাইটের আগেই কিনতে হবে সুবিধামতো রোমিং প্যাক, যা কেনা মাত্রই সক্রিয় হবে রোমিং পরিষেবা। বিশেষ অভিজ্ঞতার জন্য জাইন, এসটিসি বা এতিসালাতের নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা নেওয়া যাবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিসেম্বরের প্রথমার্ধে জকসু নির্বাচন চায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করে ডিসেম্বরের প্রথমার্ধে করার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা বলেন, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহুল প্রতীক্ষিত জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে একধরনের উত্তেজনা ও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। তফসিলে নির্বাচনের তারিখ ২২ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং অনেকাংশে উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
সংবাদ সম্মেলনে দলের নেতারা অভিযোগ করেন, জকসু নির্বাচনের যে তারিখ নির্ধারণ করা হয়েছে, তা প্রহসন ছাড়া আর কিছুই নয়। ডিসেম্বর বছরের শেষ মাস। এ সময় শিক্ষার্থীরা সারা বছরের একাডেমিক চাপ শেষে ছুটি কাটাতে বাড়ি যায়। অধিকাংশ শিক্ষার্থী এ সময় ক্যাম্পাসে থাকে না। নির্বাচনের জন্য এমন সময় নির্ধারণের একমাত্র উদ্দেশ্য হতে পারে ভোটারদের অংশগ্রহণ সীমিত করা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা আরও বলেন, ডিসেম্বর মাসের শেষার্ধে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী তীব্র উত্তেজনা বিরাজ করতে পারে। এমন সময়ে জকসু নির্বাচনের তারিখ নির্ধারণের কোনো যুক্তিযুক্ত কারণ থাকতে পারে না।
সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, ‘একটি সুস্থ ও সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। কারণ, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর এটিই প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যা সংকটে জর্জরিত এই ক্যাম্পাসের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা রাখে।’