Samakal:
2025-08-04@16:51:33 GMT

হাজিদের রোমিং পরিষেবা

Published: 3rd, May 2025 GMT

হাজিদের রোমিং পরিষেবা

বাংলাদেশি হজযাত্রীরা প্রথমবার সৌদি আরবে অবস্থানকালে তাদের ব্যালান্স (বাংলাদেশি টাকায়) ব্যবহার করে আন্তর্জাতিক রোমিং পরিষেবা উপভোগ করতে পারবেন। সংযোগে প্রয়োজন হবে না বিদেশি মুদ্রা বা ক্রেডিট কার্ড। কানেক্টিভিটি সেবাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সহজ করার লক্ষ্যে বিশেষ এমন হজ রোমিং পরিষেবা ঘোষণা করেছে স্থানীয় অপারেটর বাংলালিংক।
হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সুবিধা আর স্বাচ্ছন্দ্য নিশ্চিতে হজ রোমিং পরিষেবার কয়েকটি প্যাকের ঘোষণা দিয়েছে বাংলালিংক। গ্রাহকরা সৌদি আরবে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে সংযোগ পেতে সরাসরি মাইবিএল অ্যাপের ডেডিকেটেড হজ রোমিং সেকশন বা ব্যালান্স রিচার্জের মাধ্যমে প্রয়োজন অনুসারে প্যাক সুবিধা নিতে পারবেন। জাইন, এসটিসি ও 
এতিসালাতের মতো সৌদির স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে অংশীজন হয়ে কাভারেজ নিশ্চিত করবে বাংলাদেশি অপারেটরের হজ রোমিং সেবার সব প্যাক। বাংলালিংকের মার্কেটিং অপারেশন্স ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, হজ হলো ধর্মীয় জীবনের স্মরণীয় অভিজ্ঞতার মধ্যে অন্যতম। হজের সময় প্রিয়জনের সঙ্গে সংযুক্ত থাকাটা জরুরি। প্রয়োজনে বাংলাদেশি টাকায় রোমিং পেমেন্ট সুবিধা, সাশ্রয়ী ও সহজ প্যাকেজ দিয়েছি। অর্থবহ সমাধানের মাধ্যমে গ্রাহকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে আমরা কাজ করছি। সৌদি আরবে অবতরণের পর থেকেই নিরবচ্ছিন্ন সেবা পেতে ফ্লাইটের আগেই কিনতে হবে সুবিধামতো রোমিং প্যাক, যা কেনা মাত্রই সক্রিয় হবে রোমিং পরিষেবা। বিশেষ অভিজ্ঞতার জন্য জাইন, এসটিসি বা এতিসালাতের নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা নেওয়া যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হজ পর ষ ব হজ র ম

এছাড়াও পড়ুন:

গিলের জয়ের আনন্দ, স্টোকসের আফসোস

ম্যাচ জিততে পারবেন, এই আত্মবিশ্বাস কি ছিল? ভারতের অধিনায়ক শুবমান গিলের উত্তর, হ্যাঁ ছিল।

হ্যারি ব্রুকেরও একই বিশ্বাস ছিল। পুরস্কার বিতরণী মঞ্চে মাইকেল আথারটনকে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল আজকের দিনে। দুজন ভালো ব্যাটসম্যান ছিল (ক্রিজে)। ভেবেছিলাম, সহজেই জিতব।’

আরও পড়ুনওভালে অবিশ্বাস্য নাটক, ভারতের অসাধারণ জয়৫ ঘণ্টা আগে

আত্মবিশ্বাস তো তাঁর থাকতেই হবে। ওভাল টেস্ট জিততে আজ শেষ দিনে হাতে ৪ উইকেট রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ক্রিজে জেমি স্মিথের মতো স্বীকৃত ব্যাটসম্যার এবং জেমি ওভারটনের মতো অলরাউন্ডার, যিনি কিনা ব্যাটিংটাও ভালো করেন। এ অবস্থায় ব্রুকদের জয়ের আত্মবিশ্বাস না থাকাটাই বরং অস্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬ রানে হারার পর এই টেস্ট না খেলা দলটির মূল অধিনায়ক বেন স্টোকস বলতে বাধ্য হলেন, ‘আমরা পারলাম না!’

ওভাল টেস্টে জয়ের পর ভারতের খেলোয়াড়দের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ