Samakal:
2025-05-04@07:51:00 GMT

হাজিদের রোমিং পরিষেবা

Published: 3rd, May 2025 GMT

হাজিদের রোমিং পরিষেবা

বাংলাদেশি হজযাত্রীরা প্রথমবার সৌদি আরবে অবস্থানকালে তাদের ব্যালান্স (বাংলাদেশি টাকায়) ব্যবহার করে আন্তর্জাতিক রোমিং পরিষেবা উপভোগ করতে পারবেন। সংযোগে প্রয়োজন হবে না বিদেশি মুদ্রা বা ক্রেডিট কার্ড। কানেক্টিভিটি সেবাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সহজ করার লক্ষ্যে বিশেষ এমন হজ রোমিং পরিষেবা ঘোষণা করেছে স্থানীয় অপারেটর বাংলালিংক।
হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সুবিধা আর স্বাচ্ছন্দ্য নিশ্চিতে হজ রোমিং পরিষেবার কয়েকটি প্যাকের ঘোষণা দিয়েছে বাংলালিংক। গ্রাহকরা সৌদি আরবে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে সংযোগ পেতে সরাসরি মাইবিএল অ্যাপের ডেডিকেটেড হজ রোমিং সেকশন বা ব্যালান্স রিচার্জের মাধ্যমে প্রয়োজন অনুসারে প্যাক সুবিধা নিতে পারবেন। জাইন, এসটিসি ও 
এতিসালাতের মতো সৌদির স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে অংশীজন হয়ে কাভারেজ নিশ্চিত করবে বাংলাদেশি অপারেটরের হজ রোমিং সেবার সব প্যাক। বাংলালিংকের মার্কেটিং অপারেশন্স ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, হজ হলো ধর্মীয় জীবনের স্মরণীয় অভিজ্ঞতার মধ্যে অন্যতম। হজের সময় প্রিয়জনের সঙ্গে সংযুক্ত থাকাটা জরুরি। প্রয়োজনে বাংলাদেশি টাকায় রোমিং পেমেন্ট সুবিধা, সাশ্রয়ী ও সহজ প্যাকেজ দিয়েছি। অর্থবহ সমাধানের মাধ্যমে গ্রাহকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে আমরা কাজ করছি। সৌদি আরবে অবতরণের পর থেকেই নিরবচ্ছিন্ন সেবা পেতে ফ্লাইটের আগেই কিনতে হবে সুবিধামতো রোমিং প্যাক, যা কেনা মাত্রই সক্রিয় হবে রোমিং পরিষেবা। বিশেষ অভিজ্ঞতার জন্য জাইন, এসটিসি বা এতিসালাতের নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা নেওয়া যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হজ পর ষ ব হজ র ম

এছাড়াও পড়ুন:

কখনো ভাবিনি বিয়ে পর সব ছাড়তে হবে: মাধুরী 

১৯৯৯ সালে ক্যারিয়ার তুঙ্গে থাকাকালীন হঠাৎ করেই বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন মাধুরী দীক্ষিত। আমেরিকার হৃদরোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনেকে বিয়ে করার পর হঠাৎ করেই বলিউডের ঝলমলে দুনিয়া থেকে দূরে সরে যান মাধুরী। মাধুরীর এইভাবে হঠাৎ বিয়ে করে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা শুনে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। যদিও এখন তাঁরা দুজনেই ভারতে ফিরে এসেছেন এবং মাধুরী পুনরায় ফিরেছেন বলিউডে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলিউডের বিনোদনভিত্তিক সাইট কইমই সেই সাক্ষাৎকার ধরে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে মাধুরী বলেন, "আমি কখনো ভাবিনি যে বিয়ে করার মানেই সব কিছু ছেড়ে দিতে হবে। কিন্তু আমি এমন একজনকে বিয়ে করেছি, যার সঙ্গে আমি জীবনের সম্পূর্ণ ভিন্ন একটা যাত্রায় পা রাখলাম।"

তিনি আরও জানান, “আমি তখন বলিউডের শীর্ষে ছিলাম, কিন্তু জীবনে আরও অনেক কিছু আছে, যেগুলো আমি অনুভব করতে চেয়েছিলাম। পরিবারের গুরুত্ব, ব্যক্তিগত শান্তি – এই সব কিছুর মাঝেই আমি নিজের আরেকটা পরিচয় খুঁজে পাই।”

তবে বলিউড ছাড়লেও, দর্শকদের ভালোবাসা এবং নিজের শিল্পীসত্ত্বা তাকে বেশিদিন দূরে থাকতে দেয়নি। ২০০৭ সালে 'আজা নাচলে' সিনেমার মাধ্যমে আবারও রূপালি পর্দায় ফিরেন মাধুরী দীক্ষিত। এরপরও তিনি অভিনয়, টেলিভিশন ও নাচের মাধ্যমে নিজের অনন্য উপস্থিতি বজায় রেখেছেন।
 

সম্পর্কিত নিবন্ধ