সাধারণ জ্ঞান-৬: এপ্রিল ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব
Published: 4th, May 2025 GMT
১. কাশ্মীরের পেহেলগামকে বলা হয়—মিনি সুইজারল্যান্ড
২. ‘রিউমর স্ক্যানার’ হলো—একটি তথ্য যাচাই বা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান
৩. জাতিসংঘ সদর দপ্তরে নতুন পতাকা উত্তোলন করা হয়েছে—সিরিয়ার
৪. ভারত ও পাকিস্তানের মধ্যে পানিবণ্টন–সংক্রান্ত ‘সিন্ধু পানি চুক্তি’র মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে—বিশ্বব্যাংক
৫.
৬. ১১৬তম জব্বারের বলীখেলার ২০২৫ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন—কুমিল্লার শরীফ
৭. সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য নিয়ে প্রথম কার্গো ফ্লাইট গেছে—স্পেনে। ৬০ টন পণ্য নিয়ে।
আরও পড়ুনইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়াইপিপি প্রোগ্রাম, আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ০৩ মে ২০২৫৮. বাংলাদেশ বিমানবাহিনীর ২০২৫ সালের বার্ষিক মহড়ার নাম—‘আকাশ বিজয়’
৯. বিটিএমসি ৭৪টি বস্ত্রকল নিয়ে গঠিত হয়—১৯৭২ সালে
১০. বিশ্বের দীর্ঘতম প্রিফ্যাব্রিকেটেড (সড়ক ও রেল সুড়ঙ্গ) তৈরি হচ্ছে ডেনমার্ক ও জার্মানির মধ্যে, নাম ফেরাবে টানেল (দৈর্ঘ্য ১৮ কিমি)। এটি বাল্টিক সাগরের নিচে অবস্থিত
১১. আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন ২০২৫ সালের ২৪ এপ্রিল শুরু হয়—লন্ডনে
১২. বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫–এর প্রতিপাদ্য বিষয় ছিল—‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’
১৩. বাংলাদেশের হাজিদের জন্য ২০২৫ সালে চালু করেছে—‘লাব্বাইক’ অ্যাপ
১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে সর্বপ্রথম ‘আনন্দ শোভাযাত্রা’ প্রবর্তিত হয়—১৯৮৯ সালে
আরও পড়ুনআইইউটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, সেরা হলেন যে ১০ জন০৩ মে ২০২৫১৫. আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামকরণ করা হয়—১৯৯৬ সালে
১৬. ‘মঙ্গল শোভাযাত্রা’ ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি তালিকায় পায়—২০১৬ সালে
১৭. বাংলা নববর্ষ ১৪৩২ আয়োজিত ‘বর্ষবরণ শোভাযাত্রায়’ বাংলাদেশের—২৮টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে
১৮. বাংলাদেশ স্যাটেলাইট-১ তৈরি করেছে ফ্রান্সের স্পেস প্রতিষ্ঠান—থ্যালেস অ্যালেনিয়া
১৯. বিশ্বের সবচেয়ে দূষিত শহর হলো—ভারতের বার্নিহাট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত দূষণমাত্রার চেয়ে ২৫ গুণ বেশি
২০. বিশ্বের স্যাটেলাইট ক্লাবে বাংলাদেশ যুক্ত হয়েছে—৫৭তম দেশ হিসেবে
আরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য২ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ২০২৫ স ল
এছাড়াও পড়ুন:
বিইউপিতে পাবলিক হেলথে মাস্টার্স প্রোগ্রাম, আবেদন শেষ ১১ মে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি) জুলাই–২০২৫ সেশনে পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রোগ্রামের বিবরণ১. প্রধান বিষয়: এপিডেমোলোজি, হসপিটালিটি ম্যানেজমেন্ট।
২. এ প্রোগ্রামটি বিইউপির মেডিকেল স্টাডিজ অনুষদের অধীনে।
৩. প্রোগ্রামের মেয়াদ: ২ বছর, ৪ সেমিস্টার।
৪. মোট ক্রেডিটের সংখ্যা: ৭০।
৫. আসনসংখ্যা: ৫০।
৬. ক্লাস হবে বন্ধের দিন।
৭. অনলাইন ক্লাস হবে: ২৫ শতাংশ।
৮. প্রোগ্রাম লিংক: admission.bup.edu.bd
আরও পড়ুনইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়াইপিপি প্রোগ্রাম, আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ৭ ঘণ্টা আগেভর্তির যোগ্যতা১. আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস করতে হবে।
২. সব পরীক্ষায় সিজিপিএ/জিপিএ ২.৫০ বা তৃতীয় বিভাগ পাওয়া ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন না।
৩. এমবিবিএস, বিডিএস বা এমডি বা মেডিকেল সায়েন্স বিষয় বা চার বছর মেয়াদি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, নৃবিজ্ঞান ও সাইকোলজি।
পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন১. ভর্তি পরীক্ষা: ইংরেজি ভাষা ২০, গণিত ২০, সাধারণ জ্ঞান ২০ ও সাধারণ বিজ্ঞান ২০ নম্বর।
২. মৌখিক পরীক্ষা ১০ নম্বর।
আরও পড়ুনআইইউটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, সেরা হলেন যে ১০ জন৪ ঘণ্টা আগেআবেদনের বিস্তারিত১. আবেদনের শেষ তারিখ: ১১ মে ২০২৫।
২. প্রবেশপত্র বিতরণ: ১৩ মে ২০২৫।
৩. ভর্তি পরীক্ষার তারিখ: ১৬ মে ২০২৫, শুক্রবার, সকাল ১০টা।
৪. মৌখিক পরীক্ষার তারিখ: ১৬ মে ২০২৫, শুক্রবার।
৫. পরীক্ষার স্থান: বিইউপি ক্যাম্পাস, মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bup.edu.bd
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল অ্যাকাউন্টিং প্রোগ্রামে মাস্টার্স, সিজিপিএ-২.৫ হলেই আবেদন১৩ নভেম্বর ২০২৪