বেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতকোত্তর ও ৪০ বছর বয়সে আবেদনের সুযোগ
Published: 4th, May 2025 GMT
বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট/ বায়িং হাউস, করপোরেট ব্যাংকিং বিভাগে ‘আরএম (জেও-এসইও)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আরএম (জেও-এসইও) পদে ব্যাংকটি কতজন নেবে, তা নির্ধারিত নয়।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে, যার মধ্যে কমপক্ষে ২ বছর এক্সপোর্ট-ইমপোর্ট/বায়িং হাউস/করপোরেট ব্যাংকিং খাতে থাকতে হবে অভিজ্ঞতা।
আবেদনকারীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন কেউ এ পদে চাকরি পেলে।
আরও পড়ুনমেট্রোরেলে ১২০ পদে চাকরির সুযোগ৩ ঘণ্টা আগেআবেদনের শেষ সময়: ২০ মে ২০২৫।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
রূপগঞ্জে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে এএসবি আরএম নামে এক ষ্টীল মিল কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদুৎতের খুটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ করেন।
এ সময় প্রায় ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এএসবিআরএম স্টীল মিল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেই দিচ্ছি বলে নানা টালবাহানা শুরু করেন।
মঙ্গলবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি।
এ কারণে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন।পরে কারখানার মালিক আবুল কালাম বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
কারখানার মালিক আবুল কালাম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে তাদের দাবিদাওয়া পরিশোধ করে দেবো। শ্রমিকরা কাজে যোগদান করেছেন।
রুপগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।