বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচারের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আত। কর্মসূচির অংশ হিসেবে নগরের মুরাদপুর, অক্সিজেন মোড়, সল্টগোলা ক্রসিংসহ বিভিন্ন স্থানে সংগঠনের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেছেন।

নগরের মুরাদপুর এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে সড়ক অবরোধ শুরু হয়। আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। এতে সিডিএ অ্যাভিনিউ এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে সকাল পৌনে ১০টার দিকে মুরাদপুর এলাকায় দেখা যায়, অবরোধের কারণে একদিকে নগরের মুরাদপুর থেকে বহদ্দারহাট এবং অন্যদিকে মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন অফিসগামী যাত্রী ও পথচারীরা।

যানজটে আটকে পড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বাংলা বিভাগের অধ্যাপক প্রকাশ দাশগুপ্ত। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বের হয়েছিলাম। তবে সড়ক অবরোধের কারণে মনে হয় না ক্যাম্পাসে পৌঁছাতে পারব। এখন যে বাসায় ফিরে যাব, সেই উপায়ও নেই। গাড়ি একই স্থানে আটকে আছে।’

অবরোধের কারণে সড়কে আটকে পড়ে বিভিন্ন যানবাহন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সড়ক অবর ধ নগর র

এছাড়াও পড়ুন:

টম-আনার ‘গোপন প্রেম’? বেকহ্যামের পার্টিতে আড়াল করতে গিয়ে ধরা

কেটি হোমসের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিকতা চুকে গেছে ২০১২ সালে। এর পর থেকেই টম ক্রুজ সিঙ্গেল। গত এক যুগে কারও সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি অভিনেতা। সেটাই হলো মুশকিল, কারণ কেটির সঙ্গে বিচ্ছেদের পর এত নায়িকার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গেছে; কোনটা ঠিক আর কোনটা ভুল, কে জানে! এই যেমন এখন অভিনেত্রী আনা ডে আরমাসের সঙ্গে তাঁর প্রেমের কথা শোনা যাচ্ছে। গত শুক্রবার রাতের ঘটনার পর সেই গুঞ্জনের পালে আরও হাওয়া লাগল। এদিন সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন টম আর আনা। ব্যস, পাপারাজ্জিদের ছবি আর ঘনিষ্ঠ সূত্রের বরাতে দুই তারকার প্রেম আবার শিরোনামে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেম নিয়ে প্রথম খবর প্রকাশ করে পিপলডটকম। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যমটি দাবি করে, সম্পর্কের প্রাথমিক পর্যায়ে রয়েছেন তাঁরা, একসঙ্গে সময় কাটিয়ে পরস্পরকে বোঝার চেষ্টা করছেন।

আনা ডে আরমাস ও টম ক্রুজ। কোলাজ

সম্পর্কিত নিবন্ধ