অগ্রাধিকার ব্যাংকিং সেবার বাজার বড় হচ্ছে
Published: 5th, May 2025 GMT
আপনি অনেক টাকার মালিক। দামি গাড়ি আর বিলাসবহুল বাড়িও থাকতে পারে আপনার। এরপরও ব্যাংকের চোখে আপনি একজন সাধারণ গ্রাহক। ব্যাংকিং সেবা নিতে আপনাকে লাইনে দাঁড়াতে হয়। কল সেন্টারে কথা বলতেও অপেক্ষায় থাকতে হয়। কিন্তু আপনি যদি বেশি আয় করার পাশাপাশি ব্যাংকে সঞ্চয় ও লেনদেন বেশি করেন, তাহলে হয়ে উঠতে পারেন প্রায়োরিটি বা বিশেষ অগ্রাধিকার পাওয়া গ্রাহক। তখন আপনার চাহিদামতো আর্থিক সেবা দিতে ব্যাংকের নির্দিষ্ট রিলেশনশিপ ম্যানেজার (আরএম) অপেক্ষায় থাকবেন।
এই সেবা দেওয়া হবে বিশেষ স্থানে। প্রয়োজনে তারা আপনার বাসায় গিয়েও সেবা দিয়ে আসবে। ব্যাংকগুলো আপনার জীবনের বিশেষ দিনগুলো আরও রঙিন করে তুলতে নানাভাবে পাশে থাকবে। সব মিলিয়ে আপনার পরিবারের জীবনযাত্রার সঙ্গী হয়ে উঠবে ব্যাংক।
অগ্রাধিকার ব্যাংকিংয়ের গ্রাহক বাড়ছে।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আপন র
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে ট্রাক্টরে ট্রেনের ধাক্কা, আহত ২
কুড়িগ্রাম জেলা শহরের নাজিরা রেল ক্রসিংয়ে পার্বতীপুর থেকে রমনাগামী ট্রেন একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে এর চালক ও হেলপার আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৫ মে) সকাল ১১টার দিকে ট্রেনটি কুড়িগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে চিলমারীর রমনা যাওয়ার পথে নাজিরা রেল ক্রসিং এ আসে। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক্টর রেল ক্রসিং অতিক্রম করার চেষ্টা করলে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ট্রাক্টর দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও সহকারী আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রাক্টর সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। এই রেল ক্রসিংয়ে গেট বা সিগন্যাল নেই।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার নুরে আলম সিদ্দিকী বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাক্টরটি রেল লাইন থেকে সরানো হয়েছে। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
ঝলকাঠিতে অটোরিকশায় মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২
ঢাকা/সৈকত/বকুল