মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কুমিল্লায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি
Published: 5th, May 2025 GMT
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে কুমিল্লায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আত। প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অবরোধ করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতা–কর্মীরা। পরে বেলা ১১টা ৩৫ মিনিটে অবরোধ প্রত্যাহার করা হয়। এই দেড় ঘণ্টার মধ্যে মহাসড়কের উভয়মুখী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় প্রচণ্ড গরমে যানজটে আটকে বেশি ভোগান্তিতে পড়েন শিশু ও নারীরা।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় নুরজাহান হোটেলের সামনে আজ সকাল থেকে জড়ো হতে থাকেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতা–কর্মীরা। সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কে অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। প্রথমে উপস্থিতি কিছুটা কম হলেও সকাল সাড়ে ১০টা নাগাদ অবরোধকারীর সংখ্যা বাড়তে থাকে। তাঁরা মহাসড়কে নেমে পড়লে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে আন্দোলনকারীদের অনেকে মহাসড়কে বসে পড়েন। এতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা রইস হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে প্রশাসন ও পুলিশের অনুরোধে বেলা ১১টা ৩৫ মিনিটে তাঁরা মহাসড়ক থেকে সরে যান।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি পরিবহনের বাসচালক হাফিজ উদ্দিন বলেন, ‘সকাল ১০টা ২০ মিনিটে পদুয়ার বাজার বিশ্বরোডে এসে অবরোধে আটকা পড়ি। গরমে যাত্রীরাও কষ্ট পেয়েছেন। মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। কিছু হলেই দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করা আর বন্ধ হলো না। এভাবে মানুষকে জিম্মি করা আর কত দিন চলবে?’
অবরোধের কারণে দেড় ঘণ্টার মধ্যে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক অবর ধ র এল ক য নজট
এছাড়াও পড়ুন:
মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কুমিল্লায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে কুমিল্লায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আত। প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অবরোধ করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতা–কর্মীরা। পরে বেলা ১১টা ৩৫ মিনিটে অবরোধ প্রত্যাহার করা হয়। এই দেড় ঘণ্টার মধ্যে মহাসড়কের উভয়মুখী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় প্রচণ্ড গরমে যানজটে আটকে বেশি ভোগান্তিতে পড়েন শিশু ও নারীরা।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় নুরজাহান হোটেলের সামনে আজ সকাল থেকে জড়ো হতে থাকেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতা–কর্মীরা। সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কে অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। প্রথমে উপস্থিতি কিছুটা কম হলেও সকাল সাড়ে ১০টা নাগাদ অবরোধকারীর সংখ্যা বাড়তে থাকে। তাঁরা মহাসড়কে নেমে পড়লে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে আন্দোলনকারীদের অনেকে মহাসড়কে বসে পড়েন। এতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা রইস হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে প্রশাসন ও পুলিশের অনুরোধে বেলা ১১টা ৩৫ মিনিটে তাঁরা মহাসড়ক থেকে সরে যান।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি পরিবহনের বাসচালক হাফিজ উদ্দিন বলেন, ‘সকাল ১০টা ২০ মিনিটে পদুয়ার বাজার বিশ্বরোডে এসে অবরোধে আটকা পড়ি। গরমে যাত্রীরাও কষ্ট পেয়েছেন। মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। কিছু হলেই দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করা আর বন্ধ হলো না। এভাবে মানুষকে জিম্মি করা আর কত দিন চলবে?’
অবরোধের কারণে দেড় ঘণ্টার মধ্যে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়