দক্ষিণ কোরিয়ায় গ্রীষ্মকালকে বলা হয় গানের মৌসুম। বছরজুড়ে গান প্রকাশিত হলেও ব্যান্ডগুলো গ্রীষ্মের জুন ও আগস্ট—এই দুটি মাসের জন্য মুখিয়ে থাকে। ফলে গ্রীষ্মের ছুটিতে গান প্রকাশ করাটা অনেকটা নিয়মে পরিণত হয়েছে। কিন্তু এবার বসন্ত ফুরানোর আগেই দক্ষিণ কোরিয়ায় হঠাৎ গান প্রকাশের ধুম পড়ে গেছে।

গ্রীষ্ম নামতে এখনো ঢের বাকি। অথচ শীর্ষ কে–পপ ব্যান্ড ইয়োজাইডেল থেকে নবাগত ব্যান্ড ট্রিপল এস—মে মাসে গান প্রকাশের জন্য ব্যান্ডগুলো রীতিমতো হুড়োহুড়ি করছে।

প্রচলিত নিয়ম ভেঙে গ্রীষ্মের মাসখানেক আগে থেকেই কেন গান প্রকাশের হিড়িক পড়েছে? বিষয়টি নিয়ে কোরিয়া টাইমস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় গান প্রকাশের ধারায় ধীরে ধীরে পরিবর্তন আসছে। ছুটির আগে গানের জনপ্রিয়তা তৈরির জন্য আগেভাগেই গান প্রকাশ করা হচ্ছে।

এক বিশ্লেষক বলেন, ‘এখন কোনো গান একবার শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেলে দীর্ঘ সময় ধরে সেটি চার্টে থাকে। ফলে বসন্তের শেষ ভাগে বা গ্রীষ্মের শুরুতে গান প্রকাশ করলে সারা বছর জনপ্রিয়তা ধরে রাখা যেতে পারে।’

গান প্রকাশ এগিয়ে আনার আরেক কারণ হলো লোল্লাপালোজা ও সামার সনিক। কোরিয়ান অনেক সংগীতশিল্পী এ দুটি সংগীত উৎসবে অংশ নেবেন। জুলাই থেকে আগস্টের এসব উৎসবকে মাথায় রেখে অনেকে আগেভাগেই অ্যালবাম প্রকাশ করছেন। ৩ জুনের প্রেসিডেন্ট নির্বাচনও মাথায় রয়েছে। নির্বাচনের সময় অ্যালবামের জনপ্রিয়তা তলানিতে নামে। সব বিবেচনা করে মে মাসকেই শ্রেয় মনে করছেন বিশ্লেষকেরা।

২৪ সদস্যের গ্রুপ ট্রিপল এস দ্বিতীয় স্টুডিও অ্যালবাম অ্যাসেম্বল টোয়েন্টি ফাইভ প্রকাশ করবে ১২ মে। অ্যালবামে ব্যান্ডের সব সদস্যই থাকছেন। গার্ল গ্রুপ মিউভ প্রকাশ করছে ইপি মাই আইজ ওপেন ভাইড।

অ্যালবামের ‘হ্যান্ডস আপ’ শিরোনামে একটি গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

শীর্ষ ব্যান্ড ইয়োজাইডেলও মে মাসের মাঝামাঝির দিকে মিনি অ্যালবাম নিয়ে ফিরছে। তবে অ্যালবামটি নিয়ে বিস্তারিত জানায়নি ব্যান্ডটি। ২০২৪ সালের জুলাইয়ে তাদের সর্বশেষ গান এসেছিল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৯ নভেম্বর ২০২৫)

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। লা লিগায় ম্যাচ আছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, দুই দলেরই।

ক্রিকেট

হংকং সুপার সিক্সেস
সকাল ৬-১৫ মি., সনি স্পোর্টস ৫

৫ম যুব ওয়ানডে

বাংলাদেশ-আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-রংপুর
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-ঢাকা
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-চট্টগ্রাম
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

রাজশাহী-বরিশাল
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
দুপুর ১২-১৫ মি., টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১

টেনিস

এটিপি ফাইনালস
বিকেল ৪টা, সনি স্পোর্টস ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

প্যালেস-ব্রাইটন
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-লিভারপুল
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ভায়েকানো-রিয়াল মাদ্রিদ
রাত ৯-১৫ মি., বিগিন অ্যাপ

সেল্তা ভিগো-বার্সেলোনা
রাত ২টা, বিগিন অ্যাপ

সিরি আ

আতালান্তা-সাসসুয়োলো
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

বোলোনিয়া-নাপোলি
রাত ৮টা, ডিএজেডএন

রোমা-উদিনেসে
রাত ১১টা, ডিএজেডএন

ইন্টার মিলান-লাৎসিও
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

অ-১৭ বিশ্বকাপ ফুটবল

ফিজি-আর্জেন্টিনা
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস

পর্তুগাল-জাপান
সন্ধ্যা ৭-৩০ মি., ফিফা প্লাস

সম্পর্কিত নিবন্ধ