Prothomalo:
2025-08-09@15:47:13 GMT

জয়কে মিস করছেন শাকিব খান

Published: 9th, August 2025 GMT

সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী ও ছোট ছেলে বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব খান। এ সময়টায় বড় ছেলে জয় কাছে না থাকায় আবেগে ভাসলেন এই নায়ক। নিজের ফেসবুক স্টোরিতে বড় ছেলের ছবি পোস্ট করে লিখলেন, ‘মিস ইউ পাপা।’

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন শাকিব খান। ১০ দিন ধরে শাকিব খানের সঙ্গী শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

আরও পড়ুনহাত ধরাধরি করে হাঁটছেন শাকিব–বুবলী.

..০৩ আগস্ট ২০২৫ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন বুবলী। দেশটিতে মাস দুয়েকের বেশি সময় বুবলীর থাকার কথা রয়েছে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বুবলীর যত লুক

লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন চিত্রনায়িকা শবনম বুবলী। কখনও লেহেঙ্গায়, কখনও স্কার্টে আবার কখন শাড়িতে নিজেকে সাজিয়ে তোলেন বুবলী। চলুন বুবলীর কিছু সাম্প্রতিক লুক দেখে নেওয়া যাক।

কনের সাজে সাদা লেহেঙ্গায় চিত্রনায়িকা শবনম বুবলী। একটি ফটোশুটে এই লুকে ধরা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করে বুবলী লেখেন, ‘‘হলো সবচেয়ে অসাধারণ রঙ কারণ এর ভেতরে আপনি রংধনুর সব রঙ দেখতে পাবেন।’’

হৃদয় ভর্তি ভালোবাসা আর ভালোবাসায় শুধু তুমি এই ক্যাপশনসহ নিচের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বুবলী। একেবারে সিন্ধ ও পরিপাটি রূপে ধরা দিয়েছেন নায়িকা। 

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর অবকাশ যাপন, মুখ খুললেন অপু বিশ্বাস

দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব, শাকিব প্রসঙ্গে জয়

প্রকৃতিকে ভালোবাসেন বুবলী। প্রকৃতির কাছাকাছি থাকতে চান। নিচের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘‘ভবিষ্যতে পুরো দমে কৃষি কাজ করবো, ফুল, ফল, শাক সবজি চাষ করবো, হাঁস মুরগি, গরু ছাগল পালবো..। কারণ প্রকৃতি একটু বেশীই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’’

শাড়িতেও কম যান না বুবলী। নিজেকে শাড়িতে জড়িয়ে তৈরি করেছেন এলিগেন্ট লুক। খোঁপায় পরা বেলী ফুল তাকে আরও বেশি সিগ্ধ লুক এনে দিয়েছে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • স্টোরিতে জয়ের ছবি দিয়ে আলোচনায় শাকিব খান
  • বুবলীর যত লুক
  • খেতে ভালোবাসলেও ফিটনেসের ব্যাপারে সচেতন শবনম বুবলী