বগুড়া থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার ছাতিরচর ইউনিয়নের করচবন এলাকায় এ ঘটনা ঘটে।

বনান্ত ইসলামের বাড়ি বগুড়ার কান্দারবাজার এলাকায়। তিনি বগুড়ার সৈয়দ আহম্মেদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বগুড়া থেকে বনান্তসহ বেশ কয়েকজন কিশোরগঞ্জের পাগলা মসজিদে আসেন। এরপর দুপুরে ৮-৯ জন বন্ধুসহ বনান্ত কিশোরগঞ্জ থেকে নিকলী হাওরে ঘুরতে গিয়ে ডুবে মারা যান।

বনান্তর বন্ধু মো.

সিয়াম (২২) জানান, তাঁরা বন্ধুরা দুপুরের দিকে নিকলীর ছাতিরচর করচবনে গোসল করতে নামেন। হঠাৎ বনান্ত পানির গভীরে তলিয়ে যান। স্থানীয় মাঝিরা তাঁদের চিৎকার শুনে পানিতে নেমে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বনান্তকে মৃত ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন রাত ৯টার দিকে প্রথম আলোকে বলেন, মরদেহ এখনো থানায় রয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে নিয়ে যেতে চাইছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন ন ত

এছাড়াও পড়ুন:

‘তুমি কাজ করবে নাকি?’, একটা প্রশ্ন বদলে দিল জীবনের গল্প

সাদনিমার বয়স তখন সাত, উত্তরায় থাকেন। বাসার সামনে হাফ স্টপ ডাউনের একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং চলছিল। শুটিংয়ের ফাঁকে ছোট্ট সাদনিমাকে দেখে হাফ স্টপ ডাউনের এক কর্মী বলেছিলেন, ‘তুমি কাজ করবে নাকি?’ ২০০৭ সালের সেই স্মৃতিতে ফিরে সাদনিমা বললেন, ‘তখনো জানতাম না, টিভিতে কীভাবে কাজ করে, টিভিতে কীভাবে দেখা যায়? পরে উনি আমার সঙ্গে বাসায় এসেছিলেন। মা–বাবার সঙ্গে কথা বলে যান, উনারা রাজি হন।’ দেড় মাসের ব্যবধানে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রে কাজের সুযোগ পান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি, একের পর এক বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে আবির্ভূত হয়েছেন। ২০১৬ সাল পর্যন্ত টানা কাজ করেছেন, এরপর কয়েক বছরের বিরতি।

সাদনিমা বিনতে নোমান

সম্পর্কিত নিবন্ধ

  • পাটুরিয়া লঞ্চঘাট নদীতে বিলীন, লঞ্চে যাত্রীদের ঝুঁকিপূর্ণ ওঠানামা
  • থমকে গেছে জুলাই যোদ্ধা মিশনের জীবন
  • বিরল নেপালি খুদে ছাতারে 
  • হুমা কুরেশির ভাই খুন
  • ফ্রিজের বরফ দূর করার ৭টি সহজ উপায়
  • প্রথমে প্রবাসীদের তথ্য সংগ্রহ, এরপর অনুসরণ করে ডাকাতি
  • এনবিআরের আন্দোলনে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি জানতে চেয়েছে সরকার
  • এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরবেন তামিম, থাকবেন মুশফিকুর-মাহমুদউল্লা
  • ‘তুমি কাজ করবে নাকি?’, একটা প্রশ্ন বদলে দিল জীবনের গল্প