আর্সেনাল ম্যাচের আগে বড় সুখবর পেল পিএসজি
Published: 6th, May 2025 GMT
আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়াম থেকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে পিএসজি। বুধবার রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে দ্বিতীয় লেগে গানারদের বিপক্ষে মাঠে নামবে লা প্যারিসিয়ানরা। ওই লড়াইয়ের আগে বড় সুখবর দিলেন পিএসজি কোচ লুইস এনরিকে।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাবেক বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচ এনরিকে জানিয়েছেন, দ্বিতীয় লেগে খেলার জন্য প্রস্তুত উসমান ডেম্বেলে।
হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন চলতি মৌসুমে পিএসজির হয়ে দুর্দান্ত খেলা ডেম্বেলে। মৌসুমে ৩৫ গোল ও ১২ গোলে সহায়তা দিয়ে ব্যালন ডি’অরের অন্যতম এই দাবিদার গত ৩ মে’র লিগ ম্যাচ খেলেননি। অনুশীলনও মিস করেছিলেন। তবে নতুন করে অনুশীলন করায় তিনি খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন এনরিকে।
পিএসজি কোচ বলেন, ‘সে গত দু’দিন দলের সঙ্গে অনুশীলন করেছে। আমি তাকে পরিকল্পনায় রাখবো। আশা করছি সে, আগামী ম্যাচে খেলবে।’ দলের পরিকল্পনা নিয়ে পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি বলেন, ‘বল পায়ে ও বল ছাড়া আমাদের ব্যক্তিত্ব দেখাতে হবে। হাই প্রেসিং করে খেলতে হবে। পিএসজি যেন বুঝতে পারে পার্ক দেস প্রিন্সেস কাদের মাঠ।’
পিএসজি এর আগে একবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে হেরেছে। গত মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরে বিদায় নেয় লা প্যারিসিয়াসরা। তবে এবার ফাইনালে খেলার ভালো সুযোগ আছে দলটির। আর্সেনালের মাঠ থেকে জিতে ফেরায় ঘরে কেবল হার এড়ালেই ফাইনালে যাবে এনরিকের দল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর স ন ল প এসজ উসম ন ড ম ব ল ফ ইন ল এনর ক প এসজ
এছাড়াও পড়ুন:
পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব চ্যাম্পিয়নশিপে সেরা শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়
‘পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব (পিএমসিসি) ল্যান চ্যাম্পিয়নশিপ’ গেমিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশকে (এআইইউবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ‘পিএক্স ইস্পোর্টস’ দল। প্রতিযোগিতায় ২০২৫ সালের ‘পিএমসিসি ক্যাম্পাস ক্লাব চ্যাম্পিয়ন’ ও ‘ইউনিভার্সিটি ক্ল্যাশ চ্যাম্পিয়ন’ শিরোপাও জিতেছে দলটি। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ গেমিং প্রতিযোগিতার আয়োজন করে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব (পিএমসিসি) ল্যান চ্যাম্পিয়নশিপ বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাংলাদেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬০০টির বেশি দলে অংশ নেন। অনলাইন রাউন্ডের বাছাই শেষে গত সোমবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ গেমিং প্রতিযোগিতায় শীর্ষ ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড ও ইনফিনিক্স বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিযোগিতার বিষয়ে ইনফিনিক্সের এক মুখপাত্র বলেন, ‘এটা কেবল একটি গেমিং টুর্নামেন্ট নয়; বরং তরুণদের আত্মপ্রকাশের একটি বড় প্ল্যাটফর্ম। আমরা দেখেছি, কীভাবে প্রতিটি ক্যাম্পাস থেকে তরুণেরা উঠে এসেছেন জাতীয় মঞ্চে। পিএমসিসির মাধ্যমে আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছি, যেখানে গেমিং শুধুই বিনোদন নয়, এটি হতে পারে নেতৃত্ব, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনের মাধ্যম।’