প্যারিসে আজ পিএসজি-আর্সেনালের অগ্নিপরীক্ষা
Published: 7th, May 2025 GMT
আশির দশকে লিভারপুলের লকাররুমের দেয়ালে একটি অনুপ্রেরণামূলক কথা লেখা থাকত– ‘ফার্স্ট ইজ ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড ইজ নোহয়ার’। প্রথমকে সবাই মনে রাখে, দ্বিতীয়ের জায়গা কোথাও নেই...। ইংলিশ ক্লাব আর্সেনাল প্রিমিয়ার লিগের গেল দুই আসরে দ্বিতীয় হয়েছে। এবারও সেদিকে যাচ্ছে তারা। সেখানে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হওয়ার সুযোগ আছে গানারদের সামনে। উনিশ বছর পর ফের ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে এই ইংলিশ ক্লাবের। এজন্য আজ রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাদের প্যারিস জয় করতে হবে, তাও আবার ২ গোলের ব্যাবধানে। পার্ক দ্য প্রিন্সেসে গিয়ে পিএসজিকে কি হারাতে পারবে আর্সেনাল? যেভাবে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল তারা বার্নব্যুতে গিয়ে?
ইএসপিএসকার এমনটাই জানতে চাওয়া চেয়েছিল আর্সেনাল কোচ মিকেল আর্তেতার কাছে। উত্তরে আর্তেতা, ‘কাঙ্ক্ষিত সেই দিনটির জন্য পুরো দল উত্তেজনা আর রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করে আছে। আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুত হয়ে আছে সবাই। ম্যাচটি যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার নির্ধারক তখন আপনাকে জীবন দিয়ে লড়তে হবে।’
জীবন দেওয়াটাকে আক্ষরিক অর্থে বললেও আর্সেনাল কোচ বোঝাতে চেয়েছেন প্যারিসে আজ রাতে তাঁর দল সর্বস্ব দিতে প্রস্তুত। প্রথম লেগে ঘরের মাঠে ৪ মিনিটের মাথায় উসমান দেম্বেলের গোলে পিএসজির কাছে ১-০ গোলে হারার পর বাকি সময়টাতে বহু চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি আর্সেনাল।
এমনিতে দুই দলের সাম্প্রতিক রেকর্ড ইঙ্গিত দিচ্ছে আজ রাতে ঘরের উঠোনে নিশ্চিতভাবে ফেভারিট পিএসজি। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ তিনটি ম্যাচের দুটিতে জয় পেয়েছিল ক্লাবটি। যেখানে তারা প্রতিপক্ষের জালে ১৪টি গোল করেছিল। এই মুহূর্তে দলের ফরাসি স্ট্রাইকার দেম্বেলে তুখোড় ফর্মে রয়েছেন। চ্যাম্পিয়ন লিগে এখন পর্যন্ত ৮টি গোল করেছেন। তবে আর্সেনালের যখন আজ জিততেই হবে, সেখানে পিএসজিকে ড্র করলেও হবে। তাই ডিফেন্সে বাড়তি জোর দিতে পারেন পিএসজির স্প্যানিশ কোচ লুই এনরিকে। এই মৌসুমে তারা প্রতিপক্ষের ১৫০টি লাইন ব্রেকিং পাসেস ভেঙে দিয়েছে। ৪-৩-৩ ফরমেশনে রক্ষণে নুনো মেন্ডিস, পাচো, মার্ককুইনহোস আর হাকিমি থাকবেন দেন্নারুমাকে সাপোর্ট দিতে।
প্যারিসের এই দুর্গ ভেদ করে আর্সেনালের দুটি গোল করা ভীষণ চ্যালেঞ্জিং। তবে আর্তেতার আত্মবিশ্বাস তুঙ্গে। কেননা এবারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারটি অ্যাওয়ে ম্যাচে জিতেছে তাঁর দল। তাই প্রতিপক্ষের গ্যালারির সামনে স্নায়ুচাপ সামলে নেওয়ার অভ্যাসটা রপ্ত করেছেন বুকাও সাকারা। তবে ইতিহাস তাদের হয়ে কথা বলছে না। এ পর্যন্ত মাত্র দুটি দল সেমিফাইনালে প্রথম লেগ হেরে শেষ পর্যন্ত ফাইনালে যেতে পেরেছিল। অন্যদিকে পিএসজি মাত্র একবার প্রথম লেগ জেতার পরও দ্বিতীয় লেগ হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। পাঁচ বছর পর ফের পিএসজির সামনে ফাইনালে খেলার হাতছানি। অন্যদিকে ডেকালান রাইসের জাদুকরী ফ্রিকিক কিংবা মার্তেনেল্লির শট পিএসজির দেয়ালে ফাটল ধরাতে পারে। এজন্যই বোধহয় ‘গিভ ইউর লাইফ ফর ইট’ বলে দলকে তাতানোর চেষ্টা করছেন আর্তেতা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর স ন ল প এসজ আর স ন ল প এসজ র আর ত ত ফ ইন ল প রথম
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় শহীদ তিতুমীর একাডেমীর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো ফতুল্লা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর একাডেমি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার শহীদ তিতুমীর একাডেমি'র প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির এবং বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে রাহসিন কবির বলেন, ইভটিজিংয়ের ব্যাপারে আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি বলবো, এবং আপনারা জেনে রাখবেন ধুমপান থেকে মাদকের শুরু, প্রতিষ্ঠানের সামনে কেউ যদি বিশৃঙ্খল করে এজন্য ৯৯৯ এ যোগাযোগ করবেন, আমরা ১ ঘন্টার মধ্যে ব্যাবস্থা নিবো।
মাদক মরনব্যধী, এটাকে মূলোৎপাটন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারন এই সমাজ মাদকের রাহু গ্রাসে শেষ হতে পারে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরোও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এজন্য তোমাদেরকে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।ছাত্রদের রক্তের বিনিময়ে এদেশকে আমরা নতুন করে সাজানোর সুযোগ পেয়েছি।
তাই দূর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে তোমরা এগিয়ে যাবে,এটা আমার প্রত্যাশা।সর্বোপরি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাবিদ মাওলানা আবদুল জব্বার বলেন, এই অঞ্চলের মানুষের যখন কোনো উপায় ছিলো না,তখন তিতুমীরের বাঁশের কেল্লার অবদান ছিল. ঠিক তেমনি তিতুমীরের সেই অবদানকে কাজে লাগাতে পারলে তোমরা স্বার্থক হবে।
শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন,ছাত্রদের ৩৬ জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে,ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই দেশকে জুলুম, নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছি। এই দেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো তৈরী করতে ছাত্রদের এগিয়ে আসতে হবে।
ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন,কাজে কর্মে পড়াশোনায় তোমরা এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।তিনি উপস্থিতি সকলের উদ্দেশ্যে বলেন, আমরা যদি দেশ গঠনে মনোনীত হতে পারি,তাহলে নেতা হিসেবে নয় আপনাদের সেবক হিসেবে কাজ করবো, ইনশাআল্লাহ।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন শহীদ তিতুমীর একাডেমি'র প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সফি উদ্দিন আহমেদ বাদল,ধন্যবাদ জ্ঞাপন করেন শহীদ তিতুমীর একাডেমির অধ্যক্ষ শফিউদ্দিন আহামদ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসহাক খান,আই,ই,টি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর কবির,এডভোকেট মনিরুজ্জামান শাহীন,এডভোকেট মোঃ জাহাঙ্গীর দেওয়ান, জাহাঙ্গীর কবির পোকন,নাজনীন জাহান প্রমূখ।