আশির দশকে লিভারপুলের লকাররুমের দেয়ালে একটি অনুপ্রেরণামূলক কথা লেখা থাকত– ‘ফার্স্ট ইজ ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড ইজ নোহয়ার’। প্রথমকে সবাই মনে রাখে, দ্বিতীয়ের জায়গা কোথাও নেই...। ইংলিশ ক্লাব আর্সেনাল প্রিমিয়ার লিগের গেল দুই আসরে দ্বিতীয় হয়েছে। এবারও সেদিকে যাচ্ছে তারা। সেখানে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হওয়ার সুযোগ আছে গানারদের সামনে। উনিশ বছর পর ফের ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে এই ইংলিশ ক্লাবের। এজন্য আজ রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাদের প্যারিস জয় করতে হবে, তাও আবার ২ গোলের ব্যাবধানে। পার্ক দ্য প্রিন্সেসে গিয়ে পিএসজিকে কি হারাতে পারবে আর্সেনাল? যেভাবে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল তারা বার্নব্যুতে গিয়ে? 

ইএসপিএসকার এমনটাই জানতে চাওয়া চেয়েছিল আর্সেনাল কোচ মিকেল আর্তেতার কাছে। উত্তরে আর্তেতা, ‘কাঙ্ক্ষিত সেই দিনটির জন্য পুরো দল উত্তেজনা আর রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করে আছে। আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুত হয়ে আছে সবাই। ম্যাচটি যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার নির্ধারক তখন আপনাকে জীবন দিয়ে লড়তে হবে।’ 

জীবন দেওয়াটাকে আক্ষরিক অর্থে বললেও আর্সেনাল কোচ বোঝাতে চেয়েছেন প্যারিসে আজ রাতে তাঁর দল সর্বস্ব দিতে প্রস্তুত। প্রথম লেগে ঘরের মাঠে ৪ মিনিটের মাথায় উসমান দেম্বেলের গোলে পিএসজির কাছে ১-০ গোলে হারার পর বাকি সময়টাতে বহু চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি আর্সেনাল।

এমনিতে দুই দলের সাম্প্রতিক রেকর্ড ইঙ্গিত দিচ্ছে আজ রাতে ঘরের উঠোনে নিশ্চিতভাবে ফেভারিট পিএসজি। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ তিনটি ম্যাচের দুটিতে জয় পেয়েছিল ক্লাবটি। যেখানে তারা প্রতিপক্ষের জালে ১৪টি গোল করেছিল। এই মুহূর্তে দলের ফরাসি স্ট্রাইকার দেম্বেলে তুখোড় ফর্মে রয়েছেন। চ্যাম্পিয়ন লিগে এখন পর্যন্ত ৮টি গোল করেছেন। তবে আর্সেনালের যখন আজ জিততেই হবে, সেখানে পিএসজিকে ড্র করলেও হবে। তাই ডিফেন্সে বাড়তি জোর দিতে পারেন পিএসজির স্প্যানিশ কোচ লুই এনরিকে। এই মৌসুমে তারা প্রতিপক্ষের ১৫০টি লাইন ব্রেকিং পাসেস ভেঙে দিয়েছে। ৪-৩-৩ ফরমেশনে রক্ষণে নুনো মেন্ডিস, পাচো, মার্ককুইনহোস আর হাকিমি থাকবেন দেন্নারুমাকে সাপোর্ট দিতে। 

প্যারিসের এই দুর্গ ভেদ করে আর্সেনালের দুটি গোল করা ভীষণ চ্যালেঞ্জিং। তবে আর্তেতার আত্মবিশ্বাস তুঙ্গে। কেননা এবারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারটি অ্যাওয়ে ম্যাচে জিতেছে তাঁর দল। তাই প্রতিপক্ষের গ্যালারির সামনে স্নায়ুচাপ সামলে নেওয়ার অভ্যাসটা রপ্ত করেছেন বুকাও সাকারা। তবে ইতিহাস তাদের হয়ে কথা বলছে না। এ পর্যন্ত মাত্র দুটি দল সেমিফাইনালে প্রথম লেগ হেরে শেষ পর্যন্ত ফাইনালে যেতে পেরেছিল। অন্যদিকে পিএসজি মাত্র একবার প্রথম লেগ জেতার পরও দ্বিতীয় লেগ হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। পাঁচ বছর পর ফের পিএসজির সামনে ফাইনালে খেলার হাতছানি। অন্যদিকে ডেকালান রাইসের জাদুকরী ফ্রিকিক কিংবা মার্তেনেল্লির শট পিএসজির দেয়ালে ফাটল ধরাতে পারে। এজন্যই বোধহয় ‘গিভ ইউর লাইফ ফর ইট’ বলে দলকে তাতানোর চেষ্টা করছেন আর্তেতা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর স ন ল প এসজ আর স ন ল প এসজ র আর ত ত ফ ইন ল প রথম

এছাড়াও পড়ুন:

ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে দাঁড়াল ৩১

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫৭ জন। পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির

‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত ১টার পর পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত।

এর আগে হামলায় ২৬ জন নিহত ও আহত অনেকের হওয়ার খবর জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ ভারতীয় নাগরিকের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হন বলে জানায় ভারত।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা এসব হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তায়েবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। তারা বলেছে, পাঞ্জাবের ভাওয়ালপুরে জেইএমের ঘাঁটি এবং একই প্রদেশের মুরিদকে শহরে এলইটি’র আস্তানাসহ নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে তারা।

অবশ্য পাকিস্তানের সেনাবাহিনীর তথ্যমতে, পাকিস্তানের ছয় স্থান—পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফারাবাদ, বাগ ও কোটলিতে ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯ যুদ্ধবিমান। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে ভারতের হামলার জবাব দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। তবে পাকিস্তানের এ দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে (এলওসি) পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করেছে। এতে ১৩ ভারতীয় নাগরিক নিহত হয়েছে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ