প্রিয় ক্লাবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃহস্পতিবার। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি আবার ঘরের মাঠে। টটেনহামের বিপক্ষে সেই ম্যাচটিতে বোডো/গ্লিমটকে হাতছানি দিচ্ছে প্রথম নরওয়েজীয় ক্লাব হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনাল। কাজটা কঠিন। প্রথম লেগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামের কাছে ৩-১ গোলে হেরেছে নরওয়েজীয় ক্লাবটি। তবু স্বপ্ন দেখতে দোষ কী। নামের ভারে টটেনহাম এগিয়ে থাকলেও ফুটবল মাঠে তো কত কিছুই হতে পারে।

এমন ম্যাচটি বোডো/গ্লিমটের যে কোনো সমর্থক মাঠে বসেই দেখতে চাইবেন। কিন্তু সমস্যা হলো বোডো/গ্লিমটের নিবন্ধিত সমর্থকের সংখ্যা প্রায় ৫০ হাজার হলেও সাধারণ দর্শকের জন্য টিকিট বরাদ্দ মাত্র ৪৮০টি। তাই একেকটি টিকিট হয়ে উঠেছে অমূল্য।

সেই অমূল্য টিকিট না পেয়ে একটু অন্যরকম পথেই হাঁটলেন টোরবিয়র্ন এইডা নামের এক বোডো সমর্থক। পাঁচ কিলোগ্রাম শুঁটকি মাছের বিনিময়ে শেষ পর্যন্ত ‘কালোবাজার’ থেকে টিকিট কিনেছেন এইডা।

শুঁটকির নাম শুনে নাক ছিটকাবেন না। একটি মাছের খামারের প্রোডাকশন ম্যানেজার এইডা বোকনাফিস্ক নামে পরিচিত যে শুঁটকির বিনিময়ে টিকিট পেয়েছেন সেটি নরওয়ের অন্যতম সুস্বাদু খাবার হিসেবেই পরিচিত। আর দামও ফেলনা নয়। পাঁচ কেজি শুকনো সেই মাছের দাম আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা ২৪৩ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি।

প্রথম লেগে টটেনহামের কাছে ৩–১ গোলে হেরেছে বোডো/গ্লিমট.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন দেশে সফর বাতিল করলেন মোদি

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস ও নরওয়ে সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩-১৭ মে এসব দেশে সফরের পরিকল্পনা ছিল মোদির। খবর হিন্দুস্তান টাইমসের।
 
খবরে বলা হয়েছে, নরওয়েতে আয়োজিত নর্ডিক সম্মেলনে সহ-সভাপতিত্ব করার কথা ছিল ভারতের। সেখান থেকে আরও দুটি দেশ সফর করতেন তিনি।

এদিকে নরেন্দ্র মোদির বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো কারণ জানানো হয়নি। তবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর তার সফর স্থগিতের এই ঘোষণা এসেছে।

পাকিস্তানের ৯টি স্থানে ভারতের সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযানের প্রশংসা করেছেন মোদি। মন্ত্রিসভার বৈঠকে ভারতের তিন বাহিনীর যৌথ এই অভিযানকে ‘গর্বের মুহূর্ত’ বলে ভূয়সী প্রশংসা করেছেন তিনি। পাকিস্তানে নিখুঁত ও সুপরিকল্পিত অভিযান পরিচালনা  হয়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • তিন দেশে সফর বাতিল করলেন মোদি