‘কৃষক লিগ’ বলে কটাক্ষ? সেই কৃষক লিগের দলই তো ফাইনালে
Published: 8th, May 2025 GMT
কথাটা মজা করে বলেন অনেকেই। লিগ আঁ তো ‘কৃষক লিগ’—যেখানে পিএসজি ‘জোতদার’, বাকি দলগুলো ‘বর্গাচাষি।’
লিগ আঁ-তে পিএসজির একক আধিপত্য এমন রসিকতার কিংবা কটাক্ষের কারণ। এবারসহ সর্বশেষ ১৩ মৌসুমের মধ্যে ১১ বারই চ্যাম্পিয়ন পিএসজি। আবার এ পিএসজিই ইউরোপে সাফল্য না পাওয়ায় লিগ আঁ-র ‘ফারমার্স লিগ’ বা ‘কৃষক লিগ’ তকমাটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে ফুটবল-বিশ্বে। ইউরোপের শীর্ষ বাকি চারটি লিগে প্রতিদ্বন্দ্বিতা বিচারেও এই কটাক্ষ করা হয় লিগ আঁ-কে। ফ্রান্সের শীর্ষ এ লিগে প্রতিদ্বন্দ্বিতার আঁচ তুলনামূলক কম ধরে নিয়ে এই কথা বলার অন্তর্নিহিত তাৎপর্য অনেকটাই এমন, লিগ আঁ-তে এমন সব খেলোয়াড় খেলেন, যাঁরা সারা দিন মাঠে কৃষিকাজ শেষে সন্ধ্যায় ফুটবল খেলেন!
কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? এবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির ফাইনালে উঠে আসার পথেই তাকানো যাক।
আরও পড়ুন৫ কেজি শুঁটকির বিনিময়ে মিলল ইউরোপা লিগের সেমিফাইনালের টিকিট১ ঘণ্টা আগেলিগ পর্বে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। শেষ ষোলোয় তাদের কাছে ভূপাতিত হয় প্রিমিয়ার লিগেরই আরেক কুলীন দল লিভারপুল, যারা এবার চ্যাম্পিয়ন হয়েছে। কোয়ার্টার ফাইনালেও পিএসজির সামনে মাথা নত করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের দল অ্যাস্টন ভিলা।
সেমিফাইনালেও তাই—আর্সেনাল। গতকাল রাতে পার্ক দে প্রিন্সেসে সেমিফাইনাল ফিরতি লেগে আর্সেনালকে ২-১ গোলে হারায় ফরাসি লিগে ১৩ বারের চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল পিএসজি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় শহীদ তিতুমীর একাডেমীর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো ফতুল্লা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর একাডেমি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার শহীদ তিতুমীর একাডেমি'র প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির এবং বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে রাহসিন কবির বলেন, ইভটিজিংয়ের ব্যাপারে আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি বলবো, এবং আপনারা জেনে রাখবেন ধুমপান থেকে মাদকের শুরু, প্রতিষ্ঠানের সামনে কেউ যদি বিশৃঙ্খল করে এজন্য ৯৯৯ এ যোগাযোগ করবেন, আমরা ১ ঘন্টার মধ্যে ব্যাবস্থা নিবো।
মাদক মরনব্যধী, এটাকে মূলোৎপাটন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারন এই সমাজ মাদকের রাহু গ্রাসে শেষ হতে পারে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরোও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এজন্য তোমাদেরকে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।ছাত্রদের রক্তের বিনিময়ে এদেশকে আমরা নতুন করে সাজানোর সুযোগ পেয়েছি।
তাই দূর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে তোমরা এগিয়ে যাবে,এটা আমার প্রত্যাশা।সর্বোপরি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাবিদ মাওলানা আবদুল জব্বার বলেন, এই অঞ্চলের মানুষের যখন কোনো উপায় ছিলো না,তখন তিতুমীরের বাঁশের কেল্লার অবদান ছিল. ঠিক তেমনি তিতুমীরের সেই অবদানকে কাজে লাগাতে পারলে তোমরা স্বার্থক হবে।
শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন,ছাত্রদের ৩৬ জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে,ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই দেশকে জুলুম, নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছি। এই দেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো তৈরী করতে ছাত্রদের এগিয়ে আসতে হবে।
ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন,কাজে কর্মে পড়াশোনায় তোমরা এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।তিনি উপস্থিতি সকলের উদ্দেশ্যে বলেন, আমরা যদি দেশ গঠনে মনোনীত হতে পারি,তাহলে নেতা হিসেবে নয় আপনাদের সেবক হিসেবে কাজ করবো, ইনশাআল্লাহ।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন শহীদ তিতুমীর একাডেমি'র প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সফি উদ্দিন আহমেদ বাদল,ধন্যবাদ জ্ঞাপন করেন শহীদ তিতুমীর একাডেমির অধ্যক্ষ শফিউদ্দিন আহামদ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসহাক খান,আই,ই,টি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর কবির,এডভোকেট মনিরুজ্জামান শাহীন,এডভোকেট মোঃ জাহাঙ্গীর দেওয়ান, জাহাঙ্গীর কবির পোকন,নাজনীন জাহান প্রমূখ।