‘কৃষক লিগ’ বলে কটাক্ষ? সেই কৃষক লিগের দলই তো ফাইনালে
Published: 8th, May 2025 GMT
কথাটা মজা করে বলেন অনেকেই। লিগ আঁ তো ‘কৃষক লিগ’—যেখানে পিএসজি ‘জোতদার’, বাকি দলগুলো ‘বর্গাচাষি।’
লিগ আঁ-তে পিএসজির একক আধিপত্য এমন রসিকতার কিংবা কটাক্ষের কারণ। এবারসহ সর্বশেষ ১৩ মৌসুমের মধ্যে ১১ বারই চ্যাম্পিয়ন পিএসজি। আবার এ পিএসজিই ইউরোপে সাফল্য না পাওয়ায় লিগ আঁ-র ‘ফারমার্স লিগ’ বা ‘কৃষক লিগ’ তকমাটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে ফুটবল-বিশ্বে। ইউরোপের শীর্ষ বাকি চারটি লিগে প্রতিদ্বন্দ্বিতা বিচারেও এই কটাক্ষ করা হয় লিগ আঁ-কে। ফ্রান্সের শীর্ষ এ লিগে প্রতিদ্বন্দ্বিতার আঁচ তুলনামূলক কম ধরে নিয়ে এই কথা বলার অন্তর্নিহিত তাৎপর্য অনেকটাই এমন, লিগ আঁ-তে এমন সব খেলোয়াড় খেলেন, যাঁরা সারা দিন মাঠে কৃষিকাজ শেষে সন্ধ্যায় ফুটবল খেলেন!
কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? এবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির ফাইনালে উঠে আসার পথেই তাকানো যাক।
আরও পড়ুন৫ কেজি শুঁটকির বিনিময়ে মিলল ইউরোপা লিগের সেমিফাইনালের টিকিট১ ঘণ্টা আগেলিগ পর্বে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। শেষ ষোলোয় তাদের কাছে ভূপাতিত হয় প্রিমিয়ার লিগেরই আরেক কুলীন দল লিভারপুল, যারা এবার চ্যাম্পিয়ন হয়েছে। কোয়ার্টার ফাইনালেও পিএসজির সামনে মাথা নত করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের দল অ্যাস্টন ভিলা।
সেমিফাইনালেও তাই—আর্সেনাল। গতকাল রাতে পার্ক দে প্রিন্সেসে সেমিফাইনাল ফিরতি লেগে আর্সেনালকে ২-১ গোলে হারায় ফরাসি লিগে ১৩ বারের চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল পিএসজি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘সাইয়ারা’ সিনেমার সাফল্য: প্রথমবার মুখ খুললেন নায়িকা
বলিউড অভিনেত্রী অনীত পড্ডা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত আহান পান্ডে। মোহিত সুরি নির্মিত সিনেমাটি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। কেবল তাই নয়, বক্স অফিসে যেমন ঝড় তুলেছে, তেমনি নয়া ক্রাশে রূপ নিয়েছেন অনীত।
‘সাইয়ারা’ সিনেমা দিয়ে অভিনয় আর রূপের দ্যুতি ছড়ালেও নীরব ছিলেন অনীত। অবশেষে প্রথমবারের মতো নীরবতা ভেঙেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ‘হতবাক’ অনীত তার অনুভূতি ব্যক্ত করেছেন।
অনীত পড্ডা বলেন, “আমার বিমূঢ়তা কেটে যাচ্ছে। আমি শুধু এতটুকুই বলতে চাই—‘আমি আপনাদের ভালোবাসি।’ আমি আপনাদের চিনি না। কিন্তু জানি, আমি আপনাদের ভালোবাসি।”
আরো পড়ুন:
কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য নন শাহরুখ: লিলিপুট
হুমা কুরেশির ভাই খুন
মানুষের ভালোবাসায় সিক্ত অনীত ভাষাহীন। তার ভাষায়, “আপনারা আমাকে এতটাই উদারভাবে ভালোবাসা দিয়েছেন যে, সেটা আমার বুকের ভেতর ভারী হয়ে আছে। আমি জানি না কী করব! শুধু এটুকু বুঝি—এটা আপনাদের ফিরিয়ে দিতে চাই। সামনে কী আছে তা ভেবে ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি এটাই যথেষ্ট নয়। কিন্তু আমার যা কিছু আছে, তার সবটুকু দিয়ে দেব।”
নিজের সবটুকু দিয়ে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনীত পড্ডা বলেন, “এটা যদি আপনার মুখে হাসি ফোটায় কিংবা কান্না অথবা আপনার ভুলে যাওয়া কোনো স্মৃতি মনে করিয়ে দেয়, এটা যদি আপনার একাকিত্ব একটুও কমিয়ে থাকে, তাহলে হয়তো এটাই আমার থাকার অর্থ। আমি চেষ্টা করে যাব। নিখুঁত না হলে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। কারণ আমি আপনাদের ভালোবাসি।”
অনীত অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাইয়ারা’। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রণয়ধর্মী এ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে সাফল্য ধরা দিয়েছে অনীতের। এতে বাণী বাত্রার চরিত্র রূপায়ন করে দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন মোহিত সুরি।
ঢাকা/শান্ত