আজ সকালেও লাহোরে বিস্ফোরণের শব্দ, ভারতীয় ড্রোন ভূপাতিত: আল-জাজিরা
Published: 8th, May 2025 GMT
পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী এ খবর জানিয়েছে। দেশটির জিও টিভিও একই খবর জানিয়েছে।
এ দিকে বিস্ফোরক-বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এখন জানিয়েছে, লাহোরের ওয়ালটন রোডের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরে জানানো হবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে এ হামলায় দুই শিশুসহ ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। জবাবে রাতেই স্বল্প পরিসরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে। এতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয় বলে জানায় ভারতের সেনাবাহিনী।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জের পুকুরে ভাই-বোনের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামে তারা মারা যায়।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ছেলে সজল জয়ধর (২০) এবং শংকর জয়ধরের মেয়ে অনুছোয়া জয়ধর (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
আরো পড়ুন:
মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
‘জীবন গাড়ির নাইরে ব্যাকগিয়ার’
ওসি আবুল কালাম আজাদ বলেন, “শুক্রবার দুপুরে চাচাতো বোন অনুছোয়া জয়ধরকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন সজল জয়ধর। এক পর্যায়ে অনুছোয়া ডুবে গেলে তাকে উদ্ধার করতে যান সজল। এসময় তিনিও পানিতে ডুবে যান। পরে পরিবারের লোকজন পুকুরে তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সজল ও অনুছোয়াকে মৃত ঘোষণা করেন।”
ওসি আরো বলেন, “আমরা হাসপাতালে গিয়ে মরদেহ দুইটি হেফাজতে নেই। মরদেহের ময়নাতদন্ত হবে কি না সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ঢাকা/বাদল/মাসুদ