সহ-অধিনায়ক বুমরা নন, টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আরেকজন
Published: 8th, May 2025 GMT
ভারত অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ছেড়েছেন। সাদা পোশাকে ভারতের অধিনায়ক এরপর কে? উত্তরটা সহজ হওয়ার কথা ছিল। কারণ, টেস্ট দলের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা।
রোহিতের অবর্তমানে সর্বশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টে তিনিই নেতৃত্ব দিয়েছেন। তবে ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো বলছে, বুমরা নয়, ভারতের টেস্ট দলের দায়িত্ব পাওয়ার সুযোগ শুবমান গিলেরই বেশি।
ভারতকে এমন চিন্তাভাবনা করতে হচ্ছে বুমরার জন্যই। কারণ ভারতের সেরা ক্রিকেটার বুমরা নিশ্চিতভাবেই দলের সব টেস্ট খেলবেন না। সেরাটা পেতে বুমরাকে খেলানো হবে বেছে বেছে। তাই বুমরা না থাকলে ভারতকে আবার নতুন অধিনায়ক খুঁজতে হবে। এ কারণেই গিল আছেন পছন্দের শীর্ষে।
অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক প্যানেল চলতি মাসের শেষের দিকে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করবে। ওই সিরিজ দিয়েই ভারতের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে, আর তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রেখে অধিনায়ক নির্বাচন করতে চান নির্বাচকেরা। এই বিবেচনায় ২৫ বছর বয়সী গিল এগিয়ে আছেন।
আইপিএলে দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন গিল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের সমঝোতা স্মারক সই
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে পূবালী ব্যাংক।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা আমিনা ফাহমীন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা, প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক (এসআইসিপি-পিআইইউ) মো. নজরুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসির ঋণ বিভাগের মহাব্যবস্থাপক সুকান্ত চন্দ্র বণিক এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি