ভারত অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ছেড়েছেন। সাদা পোশাকে ভারতের অধিনায়ক এরপর কে? উত্তরটা সহজ হওয়ার কথা ছিল। কারণ, টেস্ট দলের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা।

রোহিতের অবর্তমানে সর্বশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টে তিনিই নেতৃত্ব দিয়েছেন। তবে ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো বলছে, বুমরা নয়, ভারতের টেস্ট দলের দায়িত্ব পাওয়ার সুযোগ শুবমান গিলেরই বেশি।

ভারতকে এমন চিন্তাভাবনা করতে হচ্ছে বুমরার জন্যই। কারণ ভারতের সেরা ক্রিকেটার বুমরা নিশ্চিতভাবেই দলের সব টেস্ট খেলবেন না। সেরাটা পেতে বুমরাকে খেলানো হবে বেছে বেছে। তাই বুমরা না থাকলে ভারতকে আবার নতুন অধিনায়ক খুঁজতে হবে। এ কারণেই গিল আছেন পছন্দের শীর্ষে।

অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক প্যানেল চলতি মাসের শেষের দিকে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করবে। ওই সিরিজ দিয়েই ভারতের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে, আর তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রেখে অধিনায়ক নির্বাচন করতে চান নির্বাচকেরা। এই বিবেচনায় ২৫ বছর বয়সী গিল এগিয়ে আছেন।

আইপিএলে দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন গিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অবসরের ঘোষণার পর ন্যান্সি পেলোসিকে ‘শয়তান মহিলা’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ (প্রতিনিধি পরিষদ) থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির ন্যান্সি পেলোসিকে ‘একজন শয়তান মহিলা’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এ সময় পেলোসি বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর কংগ্রেসে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তিনি ছিলেন একজন শয়তান মহিলা। তাঁর খারাপ কাজের কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে এবং ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমি মনে করি, তিনি ছিলেন অত্যন্ত খারাপ।’

ন্যান্সি পেলোসির বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি, তিনি অবসরের ঘোষণা দিয়ে দেশের উপকার করেছেন। তিনি দেশের জন্য একটি বিশাল বোঝা ছিলেন।’

আরও পড়ুনঅবসরের ঘোষণা সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির৪ ঘণ্টা আগে

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ন্যান্সি পেলোসির সম্পর্কের তিক্ততা দীর্ঘদিনের, অনেকবার নানাভাবেই প্রকাশ পেয়েছে।

ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণার মধ্য দিয়ে তাঁর বহুমাত্রিক রাজনৈতিক জীবনের ইতি ঘটতে যাচ্ছে। বর্তমানে পেলোসির বয়স ৮৫ বছর। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ থেকে ২০২৩ পর্যন্ত কংগ্রেসের নিম্নকক্ষে ডেমোক্র্যাট দলকে নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন‘ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলা’ সেই ন্যান্সি পেলোসির আলোচিত কিছু ঘটনা২৫ নভেম্বর ২০২২

সম্পর্কিত নিবন্ধ