সহ-অধিনায়ক বুমরা নন, টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আরেকজন
Published: 8th, May 2025 GMT
ভারত অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ছেড়েছেন। সাদা পোশাকে ভারতের অধিনায়ক এরপর কে? উত্তরটা সহজ হওয়ার কথা ছিল। কারণ, টেস্ট দলের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা।
রোহিতের অবর্তমানে সর্বশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টে তিনিই নেতৃত্ব দিয়েছেন। তবে ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো বলছে, বুমরা নয়, ভারতের টেস্ট দলের দায়িত্ব পাওয়ার সুযোগ শুবমান গিলেরই বেশি।
ভারতকে এমন চিন্তাভাবনা করতে হচ্ছে বুমরার জন্যই। কারণ ভারতের সেরা ক্রিকেটার বুমরা নিশ্চিতভাবেই দলের সব টেস্ট খেলবেন না। সেরাটা পেতে বুমরাকে খেলানো হবে বেছে বেছে। তাই বুমরা না থাকলে ভারতকে আবার নতুন অধিনায়ক খুঁজতে হবে। এ কারণেই গিল আছেন পছন্দের শীর্ষে।
অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক প্যানেল চলতি মাসের শেষের দিকে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করবে। ওই সিরিজ দিয়েই ভারতের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে, আর তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রেখে অধিনায়ক নির্বাচন করতে চান নির্বাচকেরা। এই বিবেচনায় ২৫ বছর বয়সী গিল এগিয়ে আছেন।
আইপিএলে দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন গিল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূতে আমন্ত্রণে বাংলাদেশ অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে ডাকসু নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আরো পড়ুন:
রাবিতে কমপ্লিট শাটডাউনে ইবির জিয়া পরিষদের সংহতি
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবির ১৮ গবেষক
এতে ডাকসু সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম মোশারফ হোসেনসহ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সম্পাদকবৃন্দ।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধিসহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত প্রদান করেন সম্পাদকবৃন্দ।
প্রস্তাবিত ৫০০০ ছাত্রীদের আবাসন সুবিধা সম্বলিত চায়না-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আলোচনা হয়। ডাকসুর নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরো দুটো হল নির্মাণের প্রস্তাব দেন এবং রাষ্ট্রদূত তা বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। এছাড়াও তারা বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।
ডাকসুর নব নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয় এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন চীনের রাষ্ট্রদূত।
ঢাকা/সৌরভ/মেহেদী