দেখতে দেখতে শেষের পথে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্ট পেয়ে গেছে দুই ফাইনালিস্ট। এবারের আসরের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইতালির ইন্টার মিলান ও ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ৩১ মে, শনিবার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। বাংলাদেশ সময় অনুযায়ী, ম্যাচটি শুরু হবে ১ জুন রাত ১টায়। বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন সনি স্পোর্টস ২ ও সনিলাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

সেমিফাইনালে বার্সেলোনাকে অতিরিক্ত সময়ে ৭-৬ গোলের রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে ইন্টার মিলান। শেষ মুহূর্তে মিডফিল্ডার দাভিদে ফ্রাতেসির গোলে নিশ্চিত হয় তাদের জয়। অন্যদিকে, আর্সেনালকে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে পিএসজি। দ্বিতীয় লেগে গোল করেন ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমি, আর অসাধারণ পারফরম্যান্স দেখান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। বুকায়ো সাকা আর্সেনালের পক্ষে একটি গোল করলেও তা যথেষ্ট হয়নি।

ম্যাচটি অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়, যার ধারণক্ষমতা প্রায় ৭৫ হাজার। এই মাঠে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয়েছিল ২০১২ সালে, যেখানে চেলসি টাইব্রেকারে বায়ার্ন মিউনিখকে হারিয়ে শিরোপা জিতেছিল।

উয়েফা ইতোমধ্যেই টিকিটের দাম নির্ধারণ করেছে। ফ্যানস ফার্স্ট ক্যাটাগরির টিকিট মিলবে ৮৮০০ টাকায়। ১ থেকে তিন পর্যন্ত ক্যাটাগরির টিকিট কেনা যাবে যথাক্রমে ১ লাখ ১৯ হাজার, ৮১ হাজার ৫০০ ও ২২ হাজার ৬০০ টাকায়। সবচেয়ে দামি ভিআইপির টিকিটের মূল্যমান দেড় লাখ টাকা।

ইন্টার মিলান সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ২০১০ সালে। অন্যদিকে, এখনো ইউরোপিয়ান শিরোপা অধরা পিএসজির। ২০২০ সালে ফাইনালে পৌঁছেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এবার সেই স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ। এটি হবে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে একটি ইতালিয়ান ও একটি ফরাসি ক্লাবের মহারণ। ১৯৯৩ সালে প্রথমবার মার্সেই এসি মিলানকে হারিয়ে ট্রফি জিতেছিল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম ল ন প এসজ ফ ইন ল

এছাড়াও পড়ুন:

তৃষ্ণার হ্যাটট্রিক, বাংলাদেশের ৮ গোলের জয়

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী। একটি করে গোল করেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা। আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর প্রথম ১৫ মিনিট খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠ থেকে গড়ে ওঠা একাধিক ভালো আক্রমণ নষ্ট করেছেন ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন শিখা।

৩৩ মিনিটে অলিম্পিক গোলে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। তাঁর নেওয়া কর্নার পূর্ব তিমুরের পোস্টে লেগে জালে চলে যায়। এর ঠিক তিন মিনিট পর আবার মার্ডির কর্নার, এবার চমৎকার হেডে গোল করেন নবীরণ খাতুন। প্রথমার্ধের যোগ করা সময়ে মোসাম্মত সাগরিকার বাড়ানো বল আলতো শটে জালে জড়িয়ে স্কোর ৪-০ করেন তৃষ্ণা রানী।

আরও পড়ুনশান্তি মার্ডির অলিম্পিক গোল, প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে বাংলাদেশ ৫৬ মিনিট আগে

বিরতির পর লড়াই করা দূরে থাক, বাংলাদেশের আক্রমণ ঠেকিয়েই হয়রান পূর্ব তিমুর। ৫৭ মিনিটেই পঞ্চম গোল পেয়ে যায় পিটার বাটলারের দল। গোলমুখে জটলা থেকে নেওয়া শিখার শট রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি পূর্ব তিমুরের গোলকিপার হালিনা মার্চি। বক্সের মধ্যে বল পেয়ে ফিরতি শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল আদায় করে নেন তৃষ্ণা।

মেয়েদের গোল উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ