ফিরছে পাশা, কাবিলা, হাবুরা—বড় পরিকল্পনায় নতুন ‘ব্যাচেলর পয়েন্ট’
Published: 8th, May 2025 GMT
কাজল আরেফিনের আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চারটি সিজন শেষ হয়েছে। ২০২২ সালের শেষ দিকে এই ধারাবাহিকের ৪ নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। আলোচিত সিরিজের পরের মৌসুম কবে আসবে, এ নিয়ে অন্তর্জালে প্রায়ই পোস্ট দিতে দেখা যায় ভক্তদের। এবারের ঈদে মুক্তি পাওয়া নির্মাতার ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর শেষে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ মুক্তির আভাস ছিল। এবার আনুষ্ঠানিকভাবে এল পঞ্চম মৌসুমের ঘোষণা।
চ্যানেল আই অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ প্রচারিত হবে চ্যানেল আইয়ে। দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ২৬ মাস পর নতুন করে শুরু হচ্ছে কাবিলা, হাবু, পাশা, শিমুলদের দৈনন্দিন জীবনের গল্পে।
‘ব্যাচেলর পয়েন্ট’–এর পোস্টার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জামায়াত জাতীয় বেঈমান, চরমোনাই পীর ভণ্ড: এ্যানি
বাংলাদেশ ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির সম্মেলনে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে এই সমালোচনা করেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘‘১৯৮৫ ও ১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে শুধু আমাদের সঙ্গে বেঈমানি করেনি, তারা পুরো জাতির সঙ্গে বেঈমানি করেছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত আত্মস্বীকৃত জাতীয় বেঈমান।’’
‘‘চরমোনাই পীর জাতীয় বেইমান ও ভণ্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন ইসলামী আন্দোলনের কাউকে খুঁজে পাইনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এই ইসলামী আন্দোলন তথা হাতপাখা কাজ করেছে।’’- যোগ করেন তিনি।
এ্যানি আরো বলেন, ‘‘ইসলামী দলগুলো পিআর পদ্ধতির নামে আন্দোলন করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করছে। তাদের বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ খাকতে হবে।
সদর পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ।
ঢাকা/লিটন/রাজীব