প্রিমিয়ার লিগের দুই ‘বাজে’ দল ইউনাইটেড-টটেনহাম ইউরোপার ফাইনালে
Published: 9th, May 2025 GMT
ভুলে যাওয়ার মতো একটি মৌসুম পার করছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। প্রিমিয়ার লিগে দুই দলেরই অবস্থা যাচ্ছেতাই। পরিস্থিতি এমন যে দুই দলই প্রিমিয়ার লিগ ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে মৌসুম শেষের অপেক্ষায়। বর্তমানে ইউনাইটেড আছে পয়েন্ট তালিকায় ১৫ তম এবং টটেনহাম ১৬ তম। আরেকটু এদিক সেদিক হলে অবনমন অঞ্চলে নেমে যাওয়ার আশঙ্কাও ছিল।
এমন হতশ্রী মৌসুম কত দ্রুত শেষ হয়, সেদিকেই চোখ ছিল দুই দলের সমর্থকদের। কিন্তু ভুলে যাওয়ার মতো এই মৌসুমটাই শেষ দিকে এসে দুই দলের জন্য অন্যরকম মোড় নিয়েছে। ইউনাইটেড ও টটেনহাম যে এখন ইউরোপা লিগের ফাইনালে।
আগামী ২১ মে রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগের ফাইনালে দেখা যাবে ‘ইংলিশ ডার্বি’। অর্থাৎ প্রিমিয়ার লিগে নিচের দিকে থাকা এই দুই দলের যেকোনো একটি ইউরোপা লিগের বিজয়ী দল হিসেবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে যাচ্ছে।
আরও পড়ুনপ্রিমিয়ার লিগে ‘বাতিল’ ইউনাইটেড–টটেনহামই এখন ইউরোপে ফাইনালের পথে০২ মে ২০২৫অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সেমিফাইনাল প্রথম লেগ ৩–০ গোলে জিতে ইউরোপা লিগের ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল ইউনাইটেড। গতকাল রাতে ফিরতি লেগে অবশ্য ইউনাইটেড আগে গোল হজম করে কিছুটা আতঙ্কেই ফেলেছিল ভক্ত–সমর্থকদের। যদিও শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি।
ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেছেন ম্যাসন মাউন্ট.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ফ ইন ল দ ই দল র ইউর প
এছাড়াও পড়ুন:
তৃষ্ণার হ্যাটট্রিক, বাংলাদেশের ৮ গোলের জয়
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী। একটি করে গোল করেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা। আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর প্রথম ১৫ মিনিট খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠ থেকে গড়ে ওঠা একাধিক ভালো আক্রমণ নষ্ট করেছেন ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন শিখা।
৩৩ মিনিটে অলিম্পিক গোলে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। তাঁর নেওয়া কর্নার পূর্ব তিমুরের পোস্টে লেগে জালে চলে যায়। এর ঠিক তিন মিনিট পর আবার মার্ডির কর্নার, এবার চমৎকার হেডে গোল করেন নবীরণ খাতুন। প্রথমার্ধের যোগ করা সময়ে মোসাম্মত সাগরিকার বাড়ানো বল আলতো শটে জালে জড়িয়ে স্কোর ৪-০ করেন তৃষ্ণা রানী।
আরও পড়ুনশান্তি মার্ডির অলিম্পিক গোল, প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে বাংলাদেশ ৫৬ মিনিট আগেবিরতির পর লড়াই করা দূরে থাক, বাংলাদেশের আক্রমণ ঠেকিয়েই হয়রান পূর্ব তিমুর। ৫৭ মিনিটেই পঞ্চম গোল পেয়ে যায় পিটার বাটলারের দল। গোলমুখে জটলা থেকে নেওয়া শিখার শট রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি পূর্ব তিমুরের গোলকিপার হালিনা মার্চি। বক্সের মধ্যে বল পেয়ে ফিরতি শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল আদায় করে নেন তৃষ্ণা।
মেয়েদের গোল উদ্যাপন