ভুলে যাওয়ার মতো একটি মৌসুম পার করছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। প্রিমিয়ার লিগে দুই দলেরই অবস্থা যাচ্ছেতাই। পরিস্থিতি এমন যে দুই দলই প্রিমিয়ার লিগ ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে মৌসুম শেষের অপেক্ষায়। বর্তমানে ইউনাইটেড আছে পয়েন্ট তালিকায় ১৫ তম এবং টটেনহাম ১৬ তম। আরেকটু এদিক সেদিক হলে অবনমন অঞ্চলে নেমে যাওয়ার আশঙ্কাও ছিল।

এমন হতশ্রী মৌসুম কত দ্রুত শেষ হয়, সেদিকেই চোখ ছিল দুই দলের সমর্থকদের। কিন্তু ভুলে যাওয়ার মতো এই মৌসুমটাই শেষ দিকে এসে দুই দলের জন্য অন্যরকম মোড় নিয়েছে। ইউনাইটেড ও টটেনহাম যে এখন ইউরোপা লিগের ফাইনালে।

আগামী ২১ মে রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগের ফাইনালে দেখা যাবে ‘ইংলিশ ডার্বি’। অর্থাৎ প্রিমিয়ার লিগে নিচের দিকে থাকা এই দুই দলের যেকোনো একটি ইউরোপা লিগের বিজয়ী দল হিসেবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে যাচ্ছে।

আরও পড়ুনপ্রিমিয়ার লিগে ‘বাতিল’ ইউনাইটেড–টটেনহামই এখন ইউরোপে ফাইনালের পথে০২ মে ২০২৫

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সেমিফাইনাল প্রথম লেগ ৩–০ গোলে জিতে ইউরোপা লিগের ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল ইউনাইটেড। গতকাল রাতে ফিরতি লেগে অবশ্য ইউনাইটেড আগে গোল হজম করে কিছুটা আতঙ্কেই ফেলেছিল ভক্ত–সমর্থকদের। যদিও শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি।

ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেছেন ম্যাসন মাউন্ট.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ফ ইন ল দ ই দল র ইউর প

এছাড়াও পড়ুন:

সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর মহিলা কারাগারে

হত্যা মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারটির জ্যেষ্ঠ জেল সুপার কাওয়ালিন নাহার।

আরও পড়ুননারায়ণগঞ্জে গণ–অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র আইভী কারাগারে৪ ঘণ্টা আগে

জেল সুপার জানান, আজ বেলা ২টার দিকে সেলিনা হায়াৎকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

আরও পড়ুননারায়ণগঞ্জে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা৭ ঘণ্টা আগে

এর আগে আজ ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গত বছর জুলাইয়ের ছাত্র আন্দোলনে গুলিতে পোশাকশ্রমিক মিনারুল ইসলামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকাল ১০টার দিকে তাঁকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুনঅভিযান শুরুর ৬ ঘণ্টা পর আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ১১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ