তদন্তের ক্ষেত্র পর্যালোচনা করছে কমিটি
Published: 10th, May 2025 GMT
সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের বিদেশযাত্রা ঠেকাতে কার কী ধরনের গাফিলতি ও অবহেলা ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে তদন্তের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে। তোলপাড় করা ঘটনাটি পর্যালোচনা করছেন তদন্ত কমিটির সদস্যরা। আজ শনিবার আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। গতকাল শুক্রবার রাতে কমিটির একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। কী প্রক্রিয়ায় আবদুল হামিদ বিদেশ গেলেন, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মতিউর রহমান শেখকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ সমকালকে বলেন, ‘তদন্তের এরিয়া কী হবে, তা পর্যালোচনা করা হয়েছে। কমিটি গঠনের পরদিন শুক্রবার। আমরা কমিটির সদস্যরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছি। আজ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। কার কী দায়-দায়িত্ব ছিল, তা নিরূপণ করব।’
বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বিমানবন্দরে যান রাত ১১টার দিকে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন। দেশ ছাড়তে কেউ তাঁকে বাধা দেননি। বিমানবন্দরে সব প্রক্রিয়া সম্পন্ন করে তিনি দেশ ত্যাগ করেন।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আবদুল হামিদের দেশ ত্যাগে কোনো সংস্থা থেকে নিষেধাজ্ঞা ছিল না। তার পরও মাঠ পর্যায়ের ইমিগ্রেশন কর্মকর্তারা সংশ্লিষ্টদের অবহিত করেছেন। তাদের ‘সবুজ সংকেত’ পাওয়ার পরই তাঁকে যেতে দেওয়া হয়। হামিদের সঙ্গে তাঁর শ্যালক ডা.
সূত্র বলছে, সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় বুধবার দিবাগত রাত ৩টায় জিডি করেন পুলিশের বিশেষ শাখার (এসবি) দায়িত্বরত ইনচার্জ। সেখানে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি ভিআইপি টার্মিনালে পৌঁছলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হয়। তারা এতে অনাপত্তি দেন। এ অনাপত্তি ওসি ইমিগ্রেশন অন্যদের অবগত করেন।
এসবি ইনচার্জ জানান, অ্যাডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন) আরেক ঊর্ধ্বতন কর্মকর্তার রেফারেন্সে ওসি ইমিগ্রেশন আলফা-১১ কে ইমিগ্রেশন সম্পন্ন করার নির্দেশ দেন। ওসি ইমিগ্রেশন আলফা-১১ এসবির ওপরে উল্লিখিত সিনিয়রদের নির্দেশে ও দুটি গোয়েন্দা শাখা থেকে প্রাপ্ত অনাপত্তি সাপেক্ষে এবং ইমিগ্রেশন ফরট্র্যাক সিস্টেমে আবদুল হামিদ সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য না থাকায় ভিআইপি টার্মিনালে কর্তব্যরত ইনচার্জকে ইমিগ্রেশন করার নির্দেশ দেন। টার্মিনাল ইনচার্জ ইমিগ্রেশন সম্পন্ন করেন।
এদিকে হামিদের বিদেশযাত্রার বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম এবং এসবি কর্মকর্তা মো. সোলায়মানকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ ঘটনায় মাঠ পর্যায়ের চার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনায় অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য, সবার চোখের সামনে দিয়ে ও ঊর্ধ্বতন সবুজ সংকেত পাওয়ার পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে কেন যারা মাঠ পর্যায়ে ছিলেন, তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা? কিশোরগঞ্জ জেলায় ৫ আগস্ট পরবর্তী সময়ে মামলার আসামিদের ব্যাপারে আগে থেকে অবহিত করার পরও সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় কেন পুলিশ সুপার শাস্তির মুখে, এমন প্রশ্ন অনেকের।
উৎস: Samakal
কীওয়ার্ড: আবদ ল হ ম দ স ব ক র ষ ট রপত আবদ ল হ ম দ কর মকর ত ইনচ র জ ঘটন য় তদন ত
এছাড়াও পড়ুন:
জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার রাতেই জানিয়েছিল বিসিবি। জানানো হয়েছিল, কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। দুদিন পর আজ রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি।
আরও পড়ুনজাহানারার অভিযোগ নিয়ে কী বলছেন মঞ্জুরুল২২ ঘণ্টা আগেতিন সদস্যের কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভানেত্রীও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড