যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহেই ট্রাম্প নতুন এই শুল্কারোপের নির্দেশ দেওয়ার কথা জানান। ট্রাম্পের দাবি, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোর বিদেশে চলচ্চিত্র নির্মাণের প্রবণতায় হলিউড ‘ধ্বংস’ হয়ে যাচ্ছে। তাই তিনি বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্কারোপের নির্দেশ দিচ্ছেন। এর পর থেকেই সিদ্ধান্তটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। নতুন সিনেমার প্রচারে গিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়লেন হলিউড তারকা টম ক্রুজ। তবে উত্তর না দিয়ে প্রসঙ্গটি এড়িয়ে গেলেন ৬২ বছর বয়সী তারকা। খবর ভ্যারাইটির
‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ সিনেমার প্রচারে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সিওলে গিয়েছিলেন টম ক্রুজ। সঙ্গে ছিলেন সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। সিওলে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিদেশি নির্মিত চলচ্চিত্রে শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন ওঠে। তবে আলোচনার মোড় ঘুরিয়ে দেন হলিউড তারকা টম ক্রুজ।
সিওলে সংবাদ সম্মেলনে সিনেমার টিম। এএফপি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
খুনের নুন...
কোথাও যদি আমার লাশ পাওয়া যায়, তখন আমাকে শনাক্ত করতে দেখবেন, আমার বাম পকেটে থাকে বাসার চাবি, সিগারেট, গ্যাস লাইটার। ডান পকেটে মোবাইল, কলম; আর কিছুই না। একটু এদিক–ওদিক হলে ভেবে নেবেন আমি খুন হয়েছি।
আমি যদি বেঁচে থাকি, তবে আমার বুকের বাম পকেটে থাকবে জামাদার পাড়া, মেরাতুন্নেসা, ভাতের ভূগোল, আর চিকন...ডান পকেটে থাকবে অত্যাচার, আতাফলের গাছ, আমের বড় বাপের নাম...আমাকে শনাক্ত করতে আপনি কেবল আপনার গভীর প্রেমকে সহজ ঘোড়া বানালেই হবে।
আর যদি না মরি না বাঁচি, তাইলে খুব সহজ। আমার সারা জীবনের লাল শার্টগুলোকে জিজ্ঞাসাবাদ করলেই হবে...