যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহেই ট্রাম্প নতুন এই শুল্কারোপের নির্দেশ দেওয়ার কথা জানান। ট্রাম্পের দাবি, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোর বিদেশে চলচ্চিত্র নির্মাণের প্রবণতায় হলিউড ‘ধ্বংস’ হয়ে যাচ্ছে। তাই তিনি বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্কারোপের নির্দেশ দিচ্ছেন। এর পর থেকেই সিদ্ধান্তটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। নতুন সিনেমার প্রচারে গিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়লেন হলিউড তারকা টম ক্রুজ। তবে উত্তর না দিয়ে প্রসঙ্গটি এড়িয়ে গেলেন ৬২ বছর বয়সী তারকা। খবর ভ্যারাইটির

‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ সিনেমার প্রচারে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সিওলে গিয়েছিলেন টম ক্রুজ। সঙ্গে ছিলেন সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। সিওলে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিদেশি নির্মিত চলচ্চিত্রে শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন ওঠে। তবে আলোচনার মোড় ঘুরিয়ে দেন হলিউড তারকা টম ক্রুজ।

সিওলে সংবাদ সম্মেলনে সিনেমার টিম। এএফপি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আন্দোলন স্থগিত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবির আন্দোলন আপাতত স্থগিত করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা কলেজের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

ধানের শীষের ভোট চেয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন প্রধান শিক্ষক

বিদ্যালয়ের টিনশেড ঘর বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, “গতকাল আমাদের সিনিয়র ভাইদের সাথে শিক্ষা মন্ত্রণালয় একটি সভা অনুষ্ঠিত হয় ও প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং আগামী পয়লা জানুয়ারি ২০২৬ থেকে ২৪-২৫ সেশনের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। উক্ত সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করলাম। আগামী ২৫ তারিখের মধ্যে যদি অধ্যাদেশ জারি করা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব।”

ঢাকা/রায়হান/এসবি

সম্পর্কিত নিবন্ধ