মিয়ানমার জান্তার সঙ্গে চীনের প্রেসিডেন্টের প্রথম সাক্ষাৎ
Published: 10th, May 2025 GMT
মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে রাশিয়ার রাজধানী মস্কোয় বৈঠক করেছেন। বৈঠকে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থানকে সমর্থন করায়’ চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অং হ্লাইং। সি মিয়ানমারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
আজ শনিবার জান্তা নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে এসব কথা বলা হয়েছে। গতকাল শুক্রবার রাশিয়ার বিজয় দিবস উদ্যাপনের এক ফাঁকে তাঁরা বৈঠক করেন।
দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে অং হ্লাইং গত মার্চ মাসে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর চীনের মানবিক সহায়তার জন্য সি চিন পিংকে ধন্যবাদ জানান। ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থানকে সমর্থন করার জন্য’ তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সি আশা করেন, মিয়ানমার চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সীমান্তবর্তী অপরাধ দমনে আরও জোরালো উদ্যোগ নেবে।
২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল মিন অং হ্লাইং মিয়ানমারের ক্ষমতা দখল করেন। এর মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রমুখী যাত্রা অকালে বন্ধ হয়ে যায়, জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে।
চীন সরকার মিয়ানমারের জান্তা ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখে। চীনের পর রাশিয়াই পশ্চিমাদের নিষেধাজ্ঞা জর্জরিত মিয়ানমারের বড় মিত্র।
ক্ষমতা গ্রহণের পর অং হ্লাইং এর সঙ্গে এবারই প্রথম বৈঠক করলেন সি। এর আগে তাঁদের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে মিয়ানমারের রাজধানী নেপিডোতে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপে পর্তুগাল-কলম্বিয়া ম্যাচের টিকিটের সবচেয়ে বেশি আবেদন
আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টিকিটের প্রাথমিক আবেদন।
প্রথম পর্বের সেই আবেদনে, প্রথম ২৪ ঘণ্টা ১.৫ মিলিয়ন জমা পড়েছিল। বিশ্বকাপ ফুটবলের সময় যত ঘনিয়ে আসছে, এ মহোৎসবকে ঘিরে উত্তেজনাও বাড়ছে। টিকিট কিনতেও তৈরি হয়েছে তুমুল উন্মাদনা।
আরো পড়ুন:
ব্যর্থতার বৃত্তে নারী ফুটবল দল, ফিফা র্যাঙ্কিংয়ে অবনমন
রিয়ালের ৪ তারকা ফুটবলার নিষিদ্ধ
গতকাল দ্বিতীয় পর্বের আবেদনে, ২৪ ঘণ্টায় ৫ মিলিয়ন টিকিটের আবেদন পড়েছে। টিকিটের উচ্চ মূল্য নিয়ে ভক্তদের মধ্যে অসন্তোষ থাকলেও, এই বিপুল চাহিদা ফিফাকে বেশ আত্মবিশ্বাস দিচ্ছে।
ফিফা জানিয়েছে, ২০২৬ সালের ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের প্রথম বিশ্বকাপের টিকিটের জন্য তাদের ওয়েবসাইটে ২০০টিরও বেশি দেশ থেকে ভক্তরা আবেদন করেছে।
এদিকে ফুটবল সাপোর্টার্স ইউরোপ বৃহস্পতিবার ফিফার কাছে টিকিটের দাম কমানো এবং টিকিট বরাদ্দ ও বিক্রি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। তাদের মতে, ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় টিকিটের দাম পাঁচ গুণ বেড়েছে।
ফিফার মতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি টিকিটের আবেদন পড়েছে কলম্বিয়া ও পর্তুগালের ম্যাচে। মিয়ামিতে যেই ম্যাচটি হবে ২৭ জুন। গ্রুপ পর্বের এই ম্যাচটিকে ঘিরে আলোচনার শেষ নেই। টিকিটের বাড়তি চাহিদা সেই কথাই বলছে। এরপর আছে ব্রাজিল-মরক্কো (১৩ জুন), মেক্সিকো-দক্ষিণ কোরিয়া (১৮ জুন), ইকুয়েডর-জার্নামিন (২৫ জুন), স্কটল্যান্ড-ব্রাজিল (২৪ জুন)।
আয়োজক তিন দেশ বাদে, টিকিট আবেদনের ক্ষেত্রে শীর্ষ দেশগুলো হলো কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং পানামা।
তথ্যসূত্র: রয়টার্স
ঢাকা/ইয়াসিন