মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে রাশিয়ার রাজধানী মস্কোয় বৈঠক করেছেন। বৈঠকে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থানকে সমর্থন করায়’ চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অং হ্লাইং। সি মিয়ানমারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

আজ শনিবার জান্তা নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে এসব কথা বলা হয়েছে। গতকাল শুক্রবার রাশিয়ার বিজয় দিবস উদ্‌যাপনের এক ফাঁকে তাঁরা বৈঠক করেন।

দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে অং হ্লাইং গত মার্চ মাসে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর চীনের মানবিক সহায়তার জন্য সি চিন পিংকে ধন্যবাদ জানান। ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থানকে সমর্থন করার জন্য’ তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সি আশা করেন, মিয়ানমার চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সীমান্তবর্তী অপরাধ দমনে আরও জোরালো উদ্যোগ নেবে।

২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল মিন অং হ্লাইং মিয়ানমারের ক্ষমতা দখল করেন। এর মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রমুখী যাত্রা অকালে বন্ধ হয়ে যায়, জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে।

চীন সরকার মিয়ানমারের জান্তা ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখে। চীনের পর রাশিয়াই পশ্চিমাদের নিষেধাজ্ঞা জর্জরিত মিয়ানমারের বড় মিত্র।

ক্ষমতা গ্রহণের পর অং হ্লাইং এর সঙ্গে এবারই প্রথম বৈঠক করলেন সি। এর আগে তাঁদের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে মিয়ানমারের রাজধানী নেপিডোতে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্ধুকে হত্যার পর কুড়াল নিয়ে থানায় হাজির

ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে হত্যা করে থানায় ‘চাইনিজ কুড়াল’ নিয়ে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন অহিদুল ইসলাম অনিক (২৩) নামে এক যুবক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে হত্যাকাণ্ডটি ঘটে।

পুলিশের ধারণা, ব্যক্তিগত বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

আরো পড়ুন:

খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত

নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

নিহত যুবকের নাম মুনতাসীর ফাহিম (২২)। তিনি ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, অভিযুক্ত অনিক রাত ৯টার দিকে কুড়াল হাতে নিয়ে ত্রিশাল থানায় গিয়ে ডিউটি অফিসারকে জানান, তিনি তার বন্ধু ফাহিমকে কুপিয়ে হত্যা করেছেন। এরপর পুলিশ তাকে শান্ত করে হেফাজতে নেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে, পুলিশ সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশের পানির ট্যাংকির কাছ থেকে ফাহিমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

নিহত ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, “আমার নাতি পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকতো। মালয়েশিয়াতে অর্নাসে পড়ালেখা করত। চার মাস আগে সেখান থেকে দেশে আসে। আগামী ২৫ ডিসেম্বর তার ফেরার ফ্লাইট ছিল। ফাহিম সব সময় বাসায় থাকত, অনিক তাকে ডেকে নিয়ে যাইতো। সে পরিকল্পনা করে আমার নাতিকে হত্যা করেছে।” 

ত্রিশাল থানার তদন্ত (ওসি) গোলাম মুস্তফা রুবেল বলেন, “ফাহিমকে হত্যা করে অনিক রক্তমাখা চাইনিজ কুড়াল নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি হত্যার কথা স্বীকার করেন। ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ