মিয়ানমার জান্তার সঙ্গে চীনের প্রেসিডেন্টের প্রথম সাক্ষাৎ
Published: 10th, May 2025 GMT
মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে রাশিয়ার রাজধানী মস্কোয় বৈঠক করেছেন। বৈঠকে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থানকে সমর্থন করায়’ চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অং হ্লাইং। সি মিয়ানমারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
আজ শনিবার জান্তা নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে এসব কথা বলা হয়েছে। গতকাল শুক্রবার রাশিয়ার বিজয় দিবস উদ্যাপনের এক ফাঁকে তাঁরা বৈঠক করেন।
দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে অং হ্লাইং গত মার্চ মাসে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর চীনের মানবিক সহায়তার জন্য সি চিন পিংকে ধন্যবাদ জানান। ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থানকে সমর্থন করার জন্য’ তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সি আশা করেন, মিয়ানমার চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সীমান্তবর্তী অপরাধ দমনে আরও জোরালো উদ্যোগ নেবে।
২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল মিন অং হ্লাইং মিয়ানমারের ক্ষমতা দখল করেন। এর মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রমুখী যাত্রা অকালে বন্ধ হয়ে যায়, জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে।
চীন সরকার মিয়ানমারের জান্তা ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখে। চীনের পর রাশিয়াই পশ্চিমাদের নিষেধাজ্ঞা জর্জরিত মিয়ানমারের বড় মিত্র।
ক্ষমতা গ্রহণের পর অং হ্লাইং এর সঙ্গে এবারই প্রথম বৈঠক করলেন সি। এর আগে তাঁদের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে মিয়ানমারের রাজধানী নেপিডোতে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রংপুরের মোবারক হত্যা মামলার আসামি রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার
রংপুরের বিশ্বনাথ এলাকার আলোচিত মোবারক আলী হত্যা মামলার আসামি মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ ও র্যাব-১৩ এর যৌথ দল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক।
গ্রেপ্তার মো. মইনুল ইসলাম ওরফে মমিনুল বিশ্বনাথ এলাকার কোমল বৈরাগীর ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মোবারক আলীর পথরোধ করে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে মইনুল ইসলাম। জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে মোবারককে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। পরে মোবারক আলীর লাশ রান্নাঘরের পেছনে গর্ত করে পুঁতে রেখে এর ওপর গাছের চারা রোপণ করা হয়, যাতে কেউ বুঝতে না পারেন। পরিবারের সদস্যরা মোবারক আলীকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মইনুলের বাড়ির পাশের গর্তের সেই আলগা মাটি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। মইনুল আত্মগোপনে চলে যায়।
তিনি আরো জানান, পরে নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে জানতে পারে যে, মইনুল ইসলাম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপন করেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে র্যাব-১৩ ও র্যাব-১৫ এর যৌথ দল ২৭ অক্টোবর সোমবার দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর মধুরছড়া ব্লক-ই/২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মইনুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের ওই কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/রফিক