মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে রাশিয়ার রাজধানী মস্কোয় বৈঠক করেছেন। বৈঠকে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থানকে সমর্থন করায়’ চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অং হ্লাইং। সি মিয়ানমারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

আজ শনিবার জান্তা নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে এসব কথা বলা হয়েছে। গতকাল শুক্রবার রাশিয়ার বিজয় দিবস উদ্‌যাপনের এক ফাঁকে তাঁরা বৈঠক করেন।

দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে অং হ্লাইং গত মার্চ মাসে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর চীনের মানবিক সহায়তার জন্য সি চিন পিংকে ধন্যবাদ জানান। ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থানকে সমর্থন করার জন্য’ তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সি আশা করেন, মিয়ানমার চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সীমান্তবর্তী অপরাধ দমনে আরও জোরালো উদ্যোগ নেবে।

২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল মিন অং হ্লাইং মিয়ানমারের ক্ষমতা দখল করেন। এর মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রমুখী যাত্রা অকালে বন্ধ হয়ে যায়, জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে।

চীন সরকার মিয়ানমারের জান্তা ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখে। চীনের পর রাশিয়াই পশ্চিমাদের নিষেধাজ্ঞা জর্জরিত মিয়ানমারের বড় মিত্র।

ক্ষমতা গ্রহণের পর অং হ্লাইং এর সঙ্গে এবারই প্রথম বৈঠক করলেন সি। এর আগে তাঁদের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে মিয়ানমারের রাজধানী নেপিডোতে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

লাকী আলী-জাভেদ আখতারের পুরোনো দ্বন্দ্ব, পাল্টাপাল্টি বক্তব্য

ভারতের বরেণ্য গীতিকার ও লেখক জাভেদ আখতারকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী লাকী আলী। পুরোনো সেই ভিডিও পুনরায় অন্তর্জাল ছড়িয়ে পড়েছে; যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে এই দুই তারকার দ্বন্দ্ব।

ছড়িয়ে পড়া ভিডিওতে জাভেদ আখতারকে হিন্দু-মুসলিম সম্পর্ক নিয়ে মন্তব্য করতে দেখা যায়; যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরপর লাকী আলী জাভেদ আখতারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন—“জাভেদ আখতারের মতো হবেন না, তিনি কখনো মৌলিক নন এবং ভীষণ কুৎসিত…।” 

আরো পড়ুন:

হাসপাতালে প্রেম চোপড়া

‘প্রযোজক আমাকে লিভ-টুগেদারের প্রস্তাব দেয়’

লাকী আলীর মন্তব্যের ব্যাপারটি জাভেদ আখতারেরও নজরে এসেছে। কয়েক দিন আগে ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকার দিয়েছেন জাভেদ আখতার। এ আলাপচারিতায় লাকী আলীর মন্তব্যের জবাবে জাভেদ আখতার বলেন, “লাকি আলীর মতামতকে এক চিমটি লবণ মেখে গ্রহণ করতে হবে। অবশ্যই আমি এটি মেনে নেব। যদিও আমি এর সঙ্গে একমত নই। তার মতামত জানতে পেরে আমি আনন্দিত।” 

পুরোনো ভিডিও ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন লাকী আলী। পরে দায়সারা ক্ষমা প্রার্থনা করেন। সোশ্যাল মিডিয়ায় লাকী আলী লেখেন, “আমি আসলে বলতে চেয়েছিলাম, অহংকারই কুৎসিত। আমার বক্তব্য ভুলভাবে ছড়িয়েছিল। সম্ভবত দানবদেরও অনুভূতি আছে। আমি যদি কারো ‘দানবীয়’ মনোভাবকে আঘাত করে থাকি, তবে দুঃখিত।” 

লাকী আলীর ক্ষমাপ্রার্থনার ব্যাপারটি নিয়েও জাভেদ আখতারের কাছে জানতে চাওয়া হয়। সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, “সে কী বোঝাতে চেয়েছে বা কী করতে চায়, সেটা তাকে ঠিক করতে দিন। আপনি যদি সহনশীল হন, সেটা ভালো। কিন্তু যদি সংবেদনশীল বিষয়ে অসহনশীল হন, বিশেষ করে ধর্মীয় বিষয়ে, তাহলে সেটা ভালো নয়। আপনাকে সহনশীল হতে হবে। আপনার যদি নিজের মতামত রাখতে চান এবং অন্যদের সেটি শোনাতে চান, তাহলে আপনাকে অন্যের মতামত শোনার মানসিকতাও রাখতে হবে; যদিও সেই মতামত নিয়ে আপনার দ্বিমত থাকতে পারে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ