মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে রাশিয়ার রাজধানী মস্কোয় বৈঠক করেছেন। বৈঠকে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থানকে সমর্থন করায়’ চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অং হ্লাইং। সি মিয়ানমারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

আজ শনিবার জান্তা নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে এসব কথা বলা হয়েছে। গতকাল শুক্রবার রাশিয়ার বিজয় দিবস উদ্‌যাপনের এক ফাঁকে তাঁরা বৈঠক করেন।

দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে অং হ্লাইং গত মার্চ মাসে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর চীনের মানবিক সহায়তার জন্য সি চিন পিংকে ধন্যবাদ জানান। ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থানকে সমর্থন করার জন্য’ তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সি আশা করেন, মিয়ানমার চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সীমান্তবর্তী অপরাধ দমনে আরও জোরালো উদ্যোগ নেবে।

২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল মিন অং হ্লাইং মিয়ানমারের ক্ষমতা দখল করেন। এর মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রমুখী যাত্রা অকালে বন্ধ হয়ে যায়, জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে।

চীন সরকার মিয়ানমারের জান্তা ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখে। চীনের পর রাশিয়াই পশ্চিমাদের নিষেধাজ্ঞা জর্জরিত মিয়ানমারের বড় মিত্র।

ক্ষমতা গ্রহণের পর অং হ্লাইং এর সঙ্গে এবারই প্রথম বৈঠক করলেন সি। এর আগে তাঁদের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে মিয়ানমারের রাজধানী নেপিডোতে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ছাত্রদলের সংঘর্ষে তেজগাঁও কলেজ শিক্ষার্থী নিহত, জাকসুর উদ্বেগ

রাজধানীর তেজগাঁও কলেজে আধিপত্য বিস্তার ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাকসুর জিএস মাজহারুল ইসলামের সই করা এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, গত তিন দিনে ছাত্রদলের হাতে ছয়জন খুন হয়েছে। এই প্রেক্ষাপটে এসব ঘটনায় জাকসু তীব্র ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করেছে।

জাকসুর বিবৃতি অনুযায়ী, গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ ধারণ করে। এতে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাকসু আরো জানায়, সাম্প্রতিক সময়ে মীরসরাইয়ে জুলাই আন্দোলনের নেতা গাজী তাহমিদ খান হত্যা ও যুবদল কর্মী নয়ন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের আধিপত্য বিস্তার, অন্তঃকোন্দল ও সংঘর্ষের ঘটনা পুরোনো সহিংস রাজনৈতিক ধারার প্রতিফলন মাত্র। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস, সুস্থ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের স্বপ্ন বারবার এ ধরনের ঘটনায় বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছে ছাত্রসংসদটি।

শিক্ষা পরিবেশ ধ্বংস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে জাকসু সংশ্লিষ্ট হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি দেশের সব ক্যাম্পাস ও জনপদে সহিংসতা বন্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

ঢাকা/আহসান/রাসেল

সম্পর্কিত নিবন্ধ