দেশের শেয়ারবাজারকে কার্যকর ও বিনিয়োগকারীবান্ধব করতে বিদেশি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে সংস্কার শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ  ইউনূস। ভালো শেয়ারের জোগান বাড়াতে সরকারি কোম্পানির বাইরে সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করারও নির্দেশনা দিয়েছেন তিনি।
গতকাল রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধান উপেদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড.

আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব সিরাজ উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শেয়ারবাজার ইস্যুতে প্রথম সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

বৈঠক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারের চলমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এভাবে একটি দেশের শেয়ারবাজার চলতে পারে না। বিশেষ ‘সার্জারি’ ছাড়া শেয়ারবাজার ঠিক হবে না।  বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ প্রধান উপদেষ্টাকে জানান, সংস্কার কার্যক্রম ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরুর পরই বাজারের স্বার্থান্বেষী মহল তাঁর পদত্যাগের বিষয়ে চাপ দিচ্ছে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  লুটপাটের মাধ্যমে শেয়ারবাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত, তাদের বিচারের আওতায় না আনতে পারলে মানুষের আস্থা ফিরবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, শেয়ারবাজারের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এমন অবস্থায় ফেরাতে হবে যেন মানুষ আস্থা ফিরে পায়। শেয়ারবাজার যেন লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয়।

গত সরকারের রেখে যাওয়া দেশের ভঙ্গুর অর্থনীতি গত ৯ মাসে কিছুটা ঘুরে দাঁড়ালেও শেয়ারবাজারে এর কোনো প্রতিফলন নেই। লাগাতার দর পতনে হাজার হাজার বিনিয়োগকারী লোকসানে শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন। এমন প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে সরকারের শীর্ষ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, দেশের বড় বড় বেসরকারি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হরে তারা কী ধরনের প্রণোদনা চায়, তা জেনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 

প্রেস সচিব বলেন, আলোচনায় প্রধান উপদেষ্টা পাঁচটি প্রধান নির্দেশনা দিয়েছেন। স্বার্থের সংঘাত এড়াতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে পুঁজিবাজার সংস্কারের কথা বলেছেন, যাতে তারা তিন মাসের মধ্যে কাজ শেষ করতে পারেন।  শেয়ারবাজারে দুর্নীতিতে ও অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। বড় বড় কোম্পানি ব্যাংক থেকে ঋণনির্ভরতা কমিয়ে যাতে পুঁজিবাজার এবং বন্ড বাজার থেকে অর্থ উত্তোলন করতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

প্রেস সচিব জানান, শেয়ারবাজারে ভালো শেয়ারের জোগান বাড়ানোর জন্য অবিলম্বে সরকারি কোম্পানি এবং ইউনিলিভারসহ যেসব বহুজাতিক কোম্পানিতে সরকারের শেয়ার আছে, সেগুলোকে তালিকাভুক্ত করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এর বাইরে মেঘনা গ্রুপ এবং সিটি গ্রুপের মতো দেশের বৃহৎ শিল্পগোষ্ঠীর কোম্পানিকে প্রণোদনা দেওয়ার মাধ্যমে শেয়ারবাজারে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের শুরুতে গত ৯ মাসে বিএসইসি শেয়ারবাজার সংস্কারে কী কী সংস্কার করেছে এবং যে বিষয়ে উদ্যোগ চলমান আছে সে বিষয়ে বিএসইসির চেয়ারম্যান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। 

জানা গেছে, সভার শুরুতে বিএসইসির চেয়ারম্যান তাঁর উপস্থাপনায় জানান, তাঁর নেওয়া বিভিন্ন  পদক্ষেপে শেয়ারবাজারের বড় বড় রাঘববোয়ালরা খেপেছেন। যাদের  নিয়ে কাজ করতে গেছেন, তাদের অনেকের শেয়ারবাজারে কোনো না কোনো স্বার্থ জড়িত। ফলে এখানে সংস্কার কার্যক্রম পরিচালনা কঠিন।  সংস্কার কার্যক্রম ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরুর পরই বাজারের স্বার্থান্বেষী মহল তাঁর পদত্যাগের বিষয়ে চাপ দিচ্ছে।

শেয়ারবাজারকে কার্যকর করতে ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারমুখী করতে অতালিকাভুক্ত কোম্পানির সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির  কর হারের ব্যবধান ১০ শতাংশ উন্নীত করার প্রস্তাব করেন বিএসইসির চেয়ারম্যান। এ ছাড়া সাধারণ মানুষকে শেয়ারবাজারে আকৃষ্ট করতে লভ্যাংশ আয়ে উৎসে কর কর্তনকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার  প্রস্তাব করেন তিনি।
বিএসইসির চেয়ারম্যান জানান, শেয়ারবাজারে ভালো শেয়ারের সরবরাহ নাই বললেই বলে। এ ঘাটতি দূর করতে সরকারের ভালো কোম্পানিগুলোর পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলো সরাসরি তালিকাভুক্ত করা যেতে পারে। তবে ব্যাংক থেকে সহজে বড় অঙ্কের ঋণ ছাড় সুবিধা যতদিন বহাল থাকবে, ততদিন বেসরকারি খাতের কোম্পানিগুলোকে শেয়ারবাজারমুখী করা যাবে না। বিএসইসির চেয়ারম্যান বলেন, দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগ সহজ করতে একটি জাতীয় নীতিমালা তৈরি করা দরকার। ব্যাংকের ওপর চাপ কমিয়ে পুঁজিবাজারকে অর্থায়নের উৎস হিসেবে ব্যবহার করার জন্য এই নীতিমালা দরকার। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, আইডিআরএ ইত্যাদির মধ্যে কার্যকর সমন্বয়ের জন্য একটি জাতীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। 

দেরিতে হলেও শেয়ারবাজার বিষয়ে সরকারের দায়িত্বশীল শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠক করায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন। সমকালকে তিনি বলেন, গতকাল প্রধান উপদেষ্টা যে পাঁচটি নির্দেশনা দিয়েছেন, তা শেয়ারবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর সবগুলোর বাস্তবায়ন দীর্ঘমেয়াদি। শেয়ারবাজারের চলমান সংকটাবস্থা নিরসনে বিনিয়োগকারী এবং শেয়ারবাজার সংশ্লিষ্টরা তাৎক্ষণিক বা স্বল্পমেয়াদে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ আশা করে। অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়া শেয়ারবাজার সমস্যার সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএসইর এই পরিচালক।



 

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রব জ র ত ল ক ভ ক ত কর শ য় রব জ র র সরক র র শ ব যবস থ বল ছ ন র জন য

এছাড়াও পড়ুন:

তিন ব্যাংকের ২৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকা মূল্যের বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএসইসির ৯৭৫তম কমিশন সভায় এই বন্ড অনুমোদন করেছে কমিশন। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

প্রিফারেন্স শেয়ার, বন্ডের বিনিয়োগ সিআইবিতে রিপোর্ট করতে নির্দেশ

পুঁজিবাজারে সূচকের পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন

ব্র্যাক ব্যাংক:
ব্র্যাক ব্যাংকের ১০০ কোটি টাকা মূল্যের আনসিকিউট, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, কুপন রেয়ারিং, ফ্লোটিং রেট, সোস্যাল সাবর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। যার কুপন রেট হবে রেফারেন্স রেট প্লাস ২ দশমিক ৫০ শতাংশ কুপর মার্জিন। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্র্যাক ব্যাংকের টিআর-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

ইউনাইটেড কমার্শিয়াল: 
কমিশন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৮০০ কোটি টাকা মূল্যের আনসিকিউট, নন-কনভার্টিবল,রিডিমেবল, ফ্লোটিং রেট সাবর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। যার কুপন রেট হবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ কুপন মার্জিন। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের টিআর-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।এছাড়াও বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

ট্রাস্ট ব্যাংক: 
কমিশন সভায় ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকা মূল্যের আনসিকিউট, নন কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাবর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। যার কুপন রেট হবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ কুপন মার্জিন। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ট্রাস্ট ব্যাংকের টিআর-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

ঢাকা/নাজমুল/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • ফেসবুকে বিজ্ঞাপন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিনিয়োগ প্রতারণার ফাঁদ
  • তিন ব্যাংকের ২৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন