আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘটনাবলী নিয়ে সচেতন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট
Published: 14th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে উঠে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধান উপ-মুখপাত্র (প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপার্সন) টমি পিগট বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার স্পেশাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা সচেতন।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের কোনো একটি দলের চেয়ে অন্যকে বেশি সমর্থন করি না। আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একইসঙ্গে সবার সাথে স্বচ্ছ আইনি প্রক্রিয়া।’
প্রধান উপ-মুখপাত্র আরও বলেন, ‘আমরা বাংলাদেশসহ সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ জমায়েত ও সংগঠন করার অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানাই।’
এরপর ‘উগ্রপন্থাকে উৎসাহিত করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার’ বিষয়ে একটি প্রশ্ন করেন প্রশ্নকর্তা সাংবাদিক।
জবাবে টমি পিগট বলেন ‘আমরা ৫০ বছর ধরে গড়ে তোলা বাংলাদেশের সঙ্গে আমাদের অংশদারিত্বকে গুরুত্ব দেই। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে এ অংশীদারিত্ব আরও গভীর করতে অঙ্গীকারাবদ্ধ।
প্রসঙ্গত, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে।
সূত্র: বিবিসি বাংলা
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র আওয় ম ল গ ন ষ দ ধ কর আওয় ম সরক র
এছাড়াও পড়ুন:
ছাত্রদল ও যুবদলের কর্মীর উপর হামলায় উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ
সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা সবুজ ও আব্দু্ল্লাহ এবং যুবদল কর্মী রতন ও মনিরের উপর হামলার প্রতিবাদ করলেন উপজেলা যুবদল।
বুধবার(১৪মে) বিকেলে উপজেলার বৈদ্যার বাজার ইউনিয়নে আনন্দ বাজার এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে।
মোতালিব আওয়ামীলীগের দোষর সহযোগী হাবিবুর, স্বপন, পারভেজকে নিয়া এলাকায় মাদক ব্যবসা করে। এলাকার মধ্যে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিয়া এলাকায় যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাইতেছে।
এলাকার চিহিত চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক।তাদের সাথে যুবদল নেতা রাজিব, রতনের পূর্ব হইতে এলাকার বিভিন্ন বিষয় নিয়া পূর্ব হইতে বিয়োগ ও শত্রুতা দিয়া আসিতেছিল।
গত সোমবার(১২ই মে) রাত ০৮:০০ ঘটিকার ছাত্র দল নেতা সবুজ হেসেন , আব্দুল্লাহ , রাতুল আনন্দবাজার পাখির দোকানের সামনে অবস্থান মোতালিব, হাবিবুর স্বপ্নন পারভেজ সহ ১০/১৫ জন তাহাদের হাতে বারালো রামদা চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, হকিস্টিক ও লাটিসোটা সহ উক্ত স্থানে আসিয়া আক্রমণ করে। সবুজ আর আব্দুল্লাহ চিকিৎসাধীন হাসপাতালে আছে।
এই ছাড়া যুবদলের কর্মী রতন ও মতিন কে টানা হেচড়া করে।
এই বিষয় সোনারগাঁ থানা সবুজের ভাই রাজিব হোসেন রাজু বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ এ উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ,উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা,ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক সালে মুসা,আল-আমীন, উপজেলা বিএনপি সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইমরান ফারুক,মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব হাসান, সদস্য সচিব আরিফ, বৈদ্যার বাজার ইউনিয়ন যুবদলের নেতা মাহফুজ, সোহাগ, রতন, ইমন সহ প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলে বলা হয় মোতালেব এর চামড়া তুলে নিবে আমরা,মোতালেব এর চামড়া কুত্তা দিয়ে কামড়া,ইয়াবা মোতালেব এর চামড়া কুত্তা দিয়ে কামড়া,মোতালেবএর কালো হাত ভেংংগে দিবে আমরা।