পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) অনিরিক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনটি কোম্পানির আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। আর দুইটি কোম্পানির আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা কমেছে।

কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিল্যায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স:

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.

০৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.২৫ টাকা বা ৩০.৮৬ শতাংশ। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৫১ টাকা।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স:

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে  ০.১০ টাকা বা ৩১.২৫ শতাংশ। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৪৫ টাকা।

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স:

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৯৬ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা মুনাফা বেড়েছে ০.৩১ টাকা বা ১৫.৯৮ শতাংশ। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮.৬১ টাকা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স:  

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৬৪ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ৪.৬৯ শতাংশ। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৭৮ টাকা।

প্রগতি ইন্স্যুরেন্স:

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.১৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা মুনাফা কমেছে ০.০১ টাকা বা ০.৮৯ শতাংশ। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯.৩৬ টাকা।

ঢাকা/এনটি/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ স ব বছর র প রথম প র ন ত ক আল চ য প র ন ত ক ল ইন স য র ন স প রক শ

এছাড়াও পড়ুন:

ই-ক্যাব নির্বাচন স্থগিত

সারাদেশে ই-কমার্স পরিষেবা খাতের সুপরিচিত সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৩১ মে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু বুধবার ই-ক্যাবের নির্বাচন বোর্ড চিঠি দিয়ে নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করেছে।

ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী বলেন, সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু নির্বাচন স্থগিত করা হয়েছে।

জানা গেছে, কিছু ই-ক্যাব সদস্য ভোটার হতে না পারায় ও নির্বাচনে ভোটার সংখ্যা কম থাকার কারণ দেখিয়ে নির্বাচন পেছানোর আবেদন করেছিলেন। আবেদনকারীর সংখ্যা খুবই কম ছিল। পরে বাণিজ্য মন্ত্রণালয়ে তারা নির্বাচন স্থগিতের আবেদন করেন।

নতুন তারিখ ঘোষণা করে দ্রুত ও সম্ভাব্য নির্বাচন আয়োজনের কথা জানানো হয়।

ই-ক্যাবের নির্বাচন বোর্ডের পাঠানো চিঠিতে বলা হয়, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদি দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড কর্তৃক গত ৩ মার্চ ঘোষিত নির্বাচন তফসিলের সার্বিক কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

ইতোমধ্যে নির্বাচনকে উপলক্ষ করে টিম টাইগার ও টিম ইউনাইটেড নামে দুটি প্যানেল ঘোষণা করেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা। 
নিজেদের প্যানেলের তরফে থেকে সদস্যদের কাছে নিজেদের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন প্রার্থীরা।

ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী। নির্বাচনে ভোটার ছিল ৫০২ জন।
###

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাজ্যর এক্সিলেন্স স্কলারশিপে ৫০০ বৃত্তি, নেতৃত্বের গুণাবলি ও সহশিক্ষায় বিশেষ সুবিধা, করুন আবেদন
  • ৩ আর্থিক প্রতিষ্ঠানের প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
  • বাটা সু’র প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ১০০.৫৯ শতাংশ
  • ৩ ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে
  • বিশ্বমঞ্চে অভিনব ‘রিকশা গাউন’
  • আজ টিভিতে যা দেখবেন (১৫ মে ২০২৫)
  • ই-ক্যাব নির্বাচন স্থগিত
  • দুই বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা
  • ৪ ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে