অবরুদ্ধ গাজায় বহু মানুষ অনাহারে আছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মধ্যপ্রাচ্য সফররত ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের শুরুতে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে গত মার্চ মাসের মধ্যভাগ থেকে গাজায় আবারো অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। এরপর গত দুই মাস ধরে সেখানে খাদ্য, ওষুধ সহ জরুরি ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না তারা। গত সপ্তাহে জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছিল, যুদ্ধবিধ্বস্ত গাজায় বসবাসরত প্রায় ২১ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ রয়েছে।  

গাজায় যুদ্ধ সম্প্রসারণের ইসরায়েলি পরিকল্পনাকে সমর্থন করেন কিনা জানতে চাইলে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, “আমি মনে করি আগামী মাসে অনেক ভালো কিছু ঘটতে চলেছে, এবং আমরা দেখতে যাচ্ছি। আমাদের ফিলিস্তিনিদেরও সাহায্য করতে হবে। আপনি জানেন, গাজায় অনেক মানুষ অনাহারে আছে, তাই আমাদের উভয় পক্ষের দিকেই নজর দিতে হবে।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘বেবি এবি’ নিয়ে ভারতে হচ্ছেটা কী

ঝড়টা আসলে কোথায় চলছে? অস্ট্রেলিয়া না ভারতে?

সঠিক উত্তর, দুই জায়গাতেই। অস্ট্রেলিয়ায় ডেভাল্ড ব্রেভিস মাঠে ঝড় তুলেছেন। দক্ষিণ আফ্রিকার এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪১ বলে সেঞ্চুরি করেছেন, গতকাল শেষ টি-টোয়েন্টিতে করেছেন ২৬ বলে ৫৩।

ফিফটি করতে গিয়ে ছক্কা মেরেছেন ৬টি, এর মধ্যে টানা ৩টি ‘নো লুক’ শটে। ‘বেবি এবি’ নামে পরিচিত ব্রেভিস অস্ট্রেলিয়ার মাটিতে যতই ঝড় তুলছেন, ভারতে তাঁকে নিয়ে ততই আলোচনা বেড়ে চলেছে। ভারতে আসলে ব্রেভিসকে নিয়ে হচ্ছেটা কী?

ভারতে যে ঝড় শুরু হয়েছে, সেখানে পরোক্ষ একটা অবদান আছে আরেক প্রোটিয়ার—এবি ডি ভিলিয়ার্স। এই ভিলিয়ার্সের আরেক রূপ হিসেবেই ব্রেভিসকে ডাকা হয় ‘বেবি এবি’। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্রেভিস ৫৬ বলে ১২৫ রানের ইনিংস খেলার পর ডি ভিলিয়ার্স এক্সে লিখেছিলেন, ‘ডেভাল্ড ব্রেভিসকে নিলামে দলে নেওয়ার জন্য আইপিএল দলগুলোর সামনে সোনালি সুযোগ ছিল। দলগুলো সেটা হাতছাড়া করেছে। চেন্নাই হয়তো ভীষণ ভাগ্যবান ছিল, অথবা এটাকে বলা যায় সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক।’

দারুণ ছন্দে আছেন ব্রেভিস।

সম্পর্কিত নিবন্ধ