আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ‘পঞ্চম কমিশন সভায় এ নিয়ে আলোচনা করা হবে।

গতকাল মঙ্গলবার ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫; স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং বিবিধ বিষয় নিয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আচরণবিধিতে বেশ কিছু বিষয় নতুন করে সংযোজন করতে চাচ্ছে ইসি। এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনেও ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়াতে চায় সংস্থাটি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ভ টক ন দ র আচরণব ধ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ভার্চুয়াল রিয়ালিটি প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং শিল্পকলাকে সমাজের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ করে চলেছে। এই ধারাবাহিকতায় চতুর্থ ধাপে  একাডেমির প্রযোজনা বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের ভার্চুয়াল-রিয়ালিটি ট্যুর বা প্রদর্শনী দেখানোর কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসাবে ভি-আর এ “৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী”, “পোস্টারে জুলাই অভ্যুত্থান” ও “জুলাইয়ের বীর কন্যা” শীর্ষক প্রদর্শনী তিনটি দেখানো হচ্ছে।

গতকাল সোমবার থেকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ৩ দিনব্যাপী ভি আর প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ২১ মে ২০২৫ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৩ দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রায় ১০০০ শিক্ষার্থীকে এই প্রদর্শনী দেখানো হবে।

ভি-আর (ভার্চুয়াল রিয়ালিটি) প্রদর্শনীসমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের নতুনতর তথ্য প্রযুক্তি এবং বাংলাদেশের সমসাময়িক শিল্পকলায় অভিজ্ঞ করে তোলার ক্ষেত্রে সহায়ক হবে, যা শিক্ষার্থীদের সৃষ্টিশীল ও সৃজনশীল মনন বিকাশে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে ।

প্রসঙ্গত,বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ১৯ ডিসেম্বর ২০২৫ এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে “৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য” প্রদর্শিত হয়। বাংলাদেশের ১৫০ জন শিল্পীর ১৭৮টি ভাস্কর্য নিয়ে জাতীয় চিত্রশালা গ্যালারীতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দেশের সমকালীন ভাস্কর্য চর্চা ও সমসাময়িক শিল্পচর্চার নানা বৈশিষ্ট্য এবং ঐতিহ্যবাহী নানা মাধ্যম ও কলাকৌশলের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। এটিকে স্থায়ীভাবে সংরক্ষণের নিমিত্তে ভার্চুয়াল রিয়ালিটি (ভি-আর) এর মাধ্যমে পূন:নির্মাণ করা হয়েছে, যাতে দেশ ও দেশের বাইরে প্রত্যন্ত অঞ্চল থেকেও সাধারণের কাছে সহজেই এর ভার্চুয়াল প্রদর্শনী দেখা ও সম্পৃক্ত করার সুযোগ মেলে।  

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (২১ মে ২০২৫)
  • সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের একটি ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
  • সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ২০২৫ নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
  • আবার ঝামেলায় জড়িয়ে নিষিদ্ধ লক্ষ্ণৌ স্পিনার
  • হিমাদ্রির ৯ মাসে মুনাফা কমেছে ৮.৮৩ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২০ মে ২০২৫)
  • কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় শাকিলের
  • কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয় শাকিলের
  • বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ভার্চুয়াল রিয়ালিটি প্রদর্শনী