শুরু হয়েছে ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালের রেজিস্ট্রেশন কার্যক্রম
Published: 3rd, July 2025 GMT
আষাঢ়ের এক বৃষ্টিস্নাত সকালে মেঘের গর্জন ও টিপ টিপ বৃষ্টিকে সাথে নিয়ে তিতুমীর কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালের রেজিস্ট্রেশন কার্যক্রম।
সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ( জিটিসিইএলসি) সৌজন্যে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল ২০২৫। সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব একটি সৃজনশীল কার্যক্রম ও মেধাবিকাশের প্ল্যাটফর্ম। উক্ত ক্লাবটি তিতুমীর কলেজের একটি অন্যতম সক্রিয় ও শৃঙ্খলার প্রতিচ্ছবি। ইংরেজি ভাষাগত দক্ষতা অর্জন ও চর্চা এবং পারস্পরিক মিল বন্ধন এ ক্লাবের মূল লক্ষ্য।
আগামী ১০ থেকে ১৩ জুলাইয়ে শুরু হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালের বাছাই পর্ব।যার রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। উক্ত ফেস্টিভ্যালকে সামনে রেখে গঠন করা হয়েছে তিন দল বিশিষ্ট আহ্বায়ক কমিটি। কর্তৃপক্ষ ও উক্ত কমিটির নির্দেশনা অনুযায়ী ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারবে দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা। ক্লাবটির সভাপতি মোঃ আল আমিন বলেন,
“আমাদের এই ফেস্টিভ্যাল শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি ইংরেজি ভাষায় আত্মপ্রকাশ ও দক্ষতা বিকাশের এক উন্মুক্ত মঞ্চ।” ক্লাবটির সাধারণ সম্পাদক মো.
এ বছরের ফেস্টিভ্যালে থাকছে সাতটি ইন্ডিভিজুয়াল ইভেন্ট ও একটি গ্রুপ ইভেন্ট। এটি সৃজনশীলতা, প্রতিযোগিতা ও পারস্পরিক সংযোগের সুযোগ প্রদান করবে। ইন্ডিভিজুয়াল ইভেন্সগুলোর মধ্যে থাকছে, পাবলিক স্পিকিং, ইংরেজি কবিতা আবৃত্তি, স্পেলিং বি, ভিজুয়াল ন্যারেশন, উপস্থিত বক্তৃতা, গ্রামার ও ভোকাবুলারি প্রতিযোগিতা। এছাড়া গ্রুপ ইভেন্ট এর মধ্যে থাকছে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। উক্ত ফেস্টিভ্যাল ইন্ডিভিজুয়াল ইভেন্টে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ থেকে শুরু করে ২০০ টাকা এবং গ্রুপ ইভেন্টে নির্ধারণ করা হয়েছে প্রতি দল ৫০০ টাকা। রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে আগামী ৯ জুলাই ২০২৫ পর্যন্ত। এই ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৪ শে জুলাই, যা শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক কমিটির জন্য একটি বড় ইতিহাস রচনা করতে যাচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ত ত ম র কল জ
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫