‘এ গানটার জন্য মনোনয়ন পাওয়াটাই আমার জন্য বড় পুরস্কার’
Published: 21st, May 2025 GMT
সেরা গায়িকা
অবন্তী সিঁথি, ‘বেঁচে যাওয়া ভালোবাসা’, ‘দেয়ালের দেশ’
এবারের মনোনয়নে ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ গানটি থাকায় প্রমাণিত হলো ভিউয়ের দিক দিয়ে জনপ্রিয়তায় পিছিয়ে গেলেও শ্রোতাপ্রিয়তায় এগিয়ে আছে গানটি। আমাকে গানটি যেভাবে টাচ করে, আমার মনে হয় সে রকম অনেককেই টাচ করেছে, যার জন্য দর্শকের এত ভালোবাসা পেয়েছি। এ গানটার জন্য মনোনয়ন পাওয়াটাই আমার জন্য বড় পুরস্কার।
তাসনিয়া ফারিণ, ‘রঙে রঙে রঙিন হব’
‘রঙে রঙে রঙিন হব’ আমার প্রথম স্টুডিওতে রেকর্ড করা অফিশিয়াল অরিজিনাল গান। এ গানটা কখনোই সম্ভব হতো না যদি ‘ইত্যাদি’তে হানিফ সংকেত আমাকে সুযোগ করে না দিতেন। পুরো টিমের সহযোগিতায় আমি কাজটি সুন্দরভাবে করতে পেরেছি। গত বছর গানটা অনেক জনপ্রিয়তা পায়। এখনো অনেক জায়গায় এ গানটি মানুষ শুনছে। টিকটক, রিলসে ভাইরাল হচ্ছে। প্রথম গানেই দর্শকের ভোটে মনোনয়ন পাওয়ায় আমি অনেক আনন্দিত। আগামীর কাজে এই মনোনয়ন আমাকে অনেক প্রেরণা জোগাবে।
দিলশাদ নাহার কনা, ‘দুষ্টু কোকিল’, ‘তুফান’
চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় অনেক ভালো লাগছে। প্রতিবারই মনোনয়ন পেলে মনে হয় যে কাজটি করছি, ঠিকঠাক করছি। ‘দুষ্টু কোকিল’-এর জন্য মনোনয়ন পাওয়ায় অনেক উচ্ছ্বসিত আমি; কারণ, গানটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। ভিউ তো আছেই, স্টেজেও দর্শকের অনেক অনুরোধ থাকে। এমনকি আমাকে সবাই এখন ‘দুষ্টু কোকিল’ ডাকছে। এই গানের জন্য মনোনয়ন পাওয়া অনেক আনন্দের, পুরস্কার পেলে আরও ভালো লাগবে।
সোমনূর মনির কোনাল, ‘রাজকুমার’, ‘রাজকুমার’
মন্তব্য পাওয়া যায়নি।
সেরা গায়ক
ইমরান মাহমুদুল, ‘কথা একটাই’
চূড়ান্ত মনোনয়ন পেয়ে অনেক আনন্দিত। মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়নের আসার জন্য সব সময় একটা চেষ্টা থাকে ভালো কাজ করার। সব সময় বলি মনোনয়ন পাওয়াটাই অনেক বড় ব্যাপার। পুরস্কার পেলে ভালো লাগবে; না পেলে যে পাবে, তার জন্য শুভকামনা থাকবে।
তাহসান খান, ‘রঙে রঙে রঙিন হব’
মন্তব্য পাওয়া যায়নি।
প্রীতম হাসান, ‘লাগে উরা ধুরা’, ‘তুফান’
‘লাগে উরা ধুরা’ গত বছরের অন্যতম হিট গান। এই গানের জন্য মনোনয়ন আমার জন্য সম্মানের। পুরস্কার পাই বা না পাই, দর্শকেরা গানটি গ্রহণ করেছেন, এটাই বড় পাওয়া। দর্শকদের ধন্যবাদ।
মাহতিম শাকিব, ‘মেঘবালিকা’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’
মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের সম্মানজনক একটি পুরস্কার। এই পুরস্কারে প্রাথমিক মনোনয়ন পাওয়াটাকেই আমি অনেক বড় সম্মান মনে করি, সেখানে চূড়ান্ত মনোনয়নে আসতে পেরে অনেক আনন্দিত। অনেক সম্মানিত বোধ করছি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ক র এ গ নট প রথম
এছাড়াও পড়ুন:
২৪ ঘণ্টা বন্দর চালু না থাকলে পোশাকশ্রমিকের বেতন-ভাতার দায়িত্ব নেবেন না মালিকেরা
চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা চালু না থাকলে পোশাকশ্রমিকের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে মালিকেরা দায়িত্ব নেবেন না, এমন মন্তব্য করেছেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান।
কাজী মনিরুজ্জামান বলেন, ‘ঈদ আসছে। তবে চট্টগ্রাম বন্দরে কাজ হচ্ছে না। আমাদের আমদানি-রপ্তানি হচ্ছে না। চীন থেকে ১৪ দিনে চট্টগ্রাম বন্দরে কাঁচামাল আসছে কিন্তু ঢাকায় পণ্য আসতে লাগছে ১৮ দিন। তাহলে আমরা কীভাবে ব্যবসা করব?’
সরকারের উদ্দেশে কাজী মনিরুজ্জামান বলেন, ‘আপনাদের অনেক ইস্যু আছে, সংস্কার করুন, কিন্তু আমাদের কবর দিয়ে নয়, শিল্প ধ্বংস করে নয়।’ তিনি আরও বলেন, ২৪ ঘণ্টা চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চালু রাখতে হবে। আমদানি-রপ্তানি সচল রাখতে হবে। তা না হলে ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার দায়িত্ব শিল্পের মালিকেরা নিতে পারবেন না। আমাদের রপ্তানি হবে না। কনটেইনার রাস্তায় পড়ে থাকবে। তাহলে আমরা কোথায় টাকা পাব? কোথা থেকে শ্রমিকের বেতন-ভাতা দেব?
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ বুধবার এক অনুষ্ঠানে সম্মিলিত পরিষদের দলনেতা আবুল কালাম ইশতেহার তুলে ধরেন। ইশতেহার প্রকাশের পর পরিষদের সদস্যরা।