গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী ঢাকায় টানা বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। এতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, দেখা দেয় তীব্র যানজট। যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে অনেক গাড়ি। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

রাজধানীর বিজয় সরণি মোড় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে আর্মি এভিয়েশন গ্রুপ পর্যন্ত সড়কে পানি জমে যান চলাচল বিঘ্ন হয়। রাত ১১টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি, সৈনিক ক্লাব মোড় থেকে কাকলী হয়ে নৌ সদর দপ্তরের সামনে পর্যন্ত রাস্তা হাঁটুসমান পানিতে ডুবে যায়। সেখানে বেশ কিছু যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে পড়ায় সেগুলো রাস্তায় আটকে থাকে।

আরও পড়ুনভারী বৃষ্টি ও উঁচু জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে উপকূলবাসী৪ ঘণ্টা আগেমিরপুরের রাস্তায় পানি জমে আটকে আছে যানবাহন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পার্কিং নিয়ে তর্ক, খুন হলেন বলিউড নায়িকার ভাই

পার্কিং নিয়ে তর্ককে কেন্দ্র করে খুন হয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি। দিল্লির নিজামউদ্দিন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আসিফের বাড়ির গেটের সামনে একটি স্কুটার পার্ক করছিলেন প্রতিবেশী এক যুবক। সেখানে গাড়িটি পার্ক না করতে অনুরোধ করেন আসিফ। এরপর দুজন তর্কে জড়ান। মুহূর্তেই ওই ব্যক্তি ও তাঁর ভাই মিলে আসিফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থল থেকে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

হুমা কুরেশি

সম্পর্কিত নিবন্ধ