যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বিএনপিকর্মী লিটন হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাকে হত্যা করা হয়। নিহত লিটন হোসেন ওই গ্রামের আজগর আলীর ছেলে।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন নিহত লিটন হোসেন তাদের দলীয় কর্মী বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন রাতে তার বাড়ির পাশে বসেছিলেন। এ সময় প্রতিবেশী মমিনুর রহমানসহ কয়েকজন সন্ত্রাসী পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র নিয়ে লিটনের উপর হামলা চালায়। তারা লিটনকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
মিরপুর থেকে সন্ত্রাসী সানির গলাকাটা লাশ উদ্ধার
ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর আসামি গ্রেপ্তার
সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, পূর্বশত্রুতার জের ধরে লিটনকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
গত ৭ জুন ঈদের দিন রাতে আব্দুল হাই নামে এক বিএনপিকর্মীকে বোমা মেরে হত্যা করা হয়।
ঢাকা/রিটন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ব এনপ ব এনপ
এছাড়াও পড়ুন:
এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকট: পেট্রোবাংলা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের সংকট দেখা দিয়েছে।
বুধবার (১৮ জুন) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত এফএসআরইউতে (ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট) মঙ্গলবার ও বুধবার এলএনজি কার্গো বার্থিং (জাহাজ ভেড়ানো) করতে না পারায় জাতীয় গ্রিডে এলএনজি সেন্ড আউট (গ্যাস সরবরাহ) ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
এর ফলে, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরো পড়ুন:
আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬, ধসে পড়েছে দেয়াল
‘কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নেই’
ঢাকা/হাসান/রাজীব