নওগাঁ শহরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকা বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া হচ্ছে। শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে থাকা প্রায় ১০ বিঘা সরকারি জমি ইতোমধ্যেই পৌরসভার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও উপসচিব টি এম এ মমিন।

শহরের প্রধান প্রবেশপথে অপরিকল্পিত বাসস্ট্যান্ডটির কারণে যানজট লেগেই থাকে। সরু সড়কের দুই পাশে বাস রাখায় অন্য যান চলাচল ব্যাহত হয়। এতে প্রতিদিনই শহরবাসী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দিনের অধিকাংশ সময় যানজট থাকায় নষ্ট হয় শত শত কর্মঘণ্টা। নাগরিক সমাজ একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও পদক্ষেপ নেওয়া হয়নি। 

সমকাল সুহৃদ সমাবেশের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী চন্দন কুমার দেব বলেন, নওগাঁ শহরের গলার কাঁটা এই বাসস্ট্যান্ড। রাজনৈতিক স্বার্থের কারণে এতদিন এটি সরানো হয়নি। অবশেষে সঠিক সিদ্ধান্তটি এসেছে।

নওগাঁ পৌর প্রশাসক টি এম এ মমিন জানান, এরই মধ্যে বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাস চলাচল করছে। কিন্তু শুধু ঢাকা ও বগুড়াগামী বাসগুলো শহরের গেটেই অবস্থান করায় তাজের মোড় থেকে পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত প্রায় প্রতিদিন যানজট লেগেই থাকে। এই এলাকায় জেলা স্টেডিয়াম, ফায়ার সার্ভিস ও পানি উন্নয়ন বোর্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। বর্তমান জেলা প্রশাসক যোগদানের পর বিষয়টি অগ্রাধিকার তালিকায় এনে দ্রুত পদক্ষেপ নেন। জমি হস্তান্তরসহ প্রাথমিক কাজ শুরু হয়েছে। শহরবাসীর সহযোগিতা পেলে শিগগিরই বাসস্ট্যান্ড স্থানান্তর সম্ভব হবে।

নওগাঁ শহরকে যানজটমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য আধুনিক মডেল শহরে পরিণত করার লক্ষ্যে প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত কাজ সম্পন্ন করে নাগরিক দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নওগ শহর র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ