জবি শাখা ছাত্র অধিকার পরিষদ নেতার পদত্যাগ
Published: 18th, June 2025 GMT
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৭ জুন) মধ্য রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে তিনি লেখেন, "বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ন্যায়সঙ্গত আন্দোলন ও সংগঠনের যৌক্তিক লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আমার সমর্থন ও ভালোবাসা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে একান্ত ব্যক্তিগত কারণে আমি এই পদে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ বলে মনে করছি। তাই আমি আজ আমার দায়িত্ব থেকে পদত্যাগ করছি।”
তিনি আরো লেখেন, “আমি এই সংগঠনের নেতৃবৃন্দ ও সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে সংগঠনের কল্যাণে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”
পদত্যাগের বিষয়ে তাওহিদুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আমার যারা সহযোদ্ধা ছিলেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালবাসা সব সময় থাকবে। তবে বর্তমানে গণঅধিকার পরিষদের কার্যক্রম ও চিন্তাভাবনার সঙ্গে আমার মতপার্থক্য হওয়ার কারণে এবং একান্ত ব্যক্তিগত কিছু কারণে আমি ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি।”
তাওহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স গঠন র পদত য গ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট