সময়ের আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। নব্বই দশকের মাঝামাঝি সময়ে চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। শৈশবে নাচের প্রতি আগ্রহী হয়ে উঠেন সাবিলা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখেন। প্রথম শ্রেণিতে পড়াকালীন পদ্ম কুঁড়ি চ্যাম্পিয়ন হন।

সাবিলা নূর কখনো অভিনেত্রী হবেন কিংবা শোবিজ অঙ্গনের মানুষ হবেন সেই পরিকল্পনা তার কখনো ছিল না। সাবিলা নূর বলেন, “ছোটবেলায় আম্মু আমাকে নাচ শেখার ব্যবস্থা করেন। আম্মু চাইতেন পড়ালেখার পাশাপাশি আমি যেন অন্য কিছুর সঙ্গে জড়িত থাকি। কিন্তু বড় হয়ে শোবিজে আসব তা ভাবনায় ছিল না।”

 

শোবিজ অঙ্গনে পা রাখার স্মৃতিচারণ করে সাবিলা নূর বলেন, “অনেক পরে মডেলিং শুরু করি। সেটা ২০১০ সালের ঘটনা। টানা কয়েকবছর শুধু মডেলিং করেছি। আদনান আল রাজীবের পরিচালনায় প্রথম মডেলিং করি। এরপর তার মাধ্যমে পরিচালক রেদোয়ান রনির সঙ্গে পরিচয় হয়। তার পরিচালিত ‘ইউটার্ন’ নাটকে প্রথম অভিনয় করি। এটি ২০১৪ সালের ঘটনা। এভাবেই শুরু। সেই থেকে ধারাবাহিকভাবে অভিনয় করে যাচ্ছি।”

 

স্কলাস্টিকা থেকে ও লেভেল এবং ব্রিটিশ কাউন্সিল থেকে প্রাইভেট শিক্ষার্থী হিসেবে এ লেভেল শেষ করেন সাবিলা নূর। পরে ইংরেজি সাহিত্যের প্রতি একটা ভালো লাগা কাজ করে তার। যার জন্য ‘বিএ ইন ইংলিশ লিটারেচার’ বেছে নেন। ২০২৩ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এই অভিনেত্রী। শুধু সম্পন্ন নয়, তার সিজিপিএ ৩ দশমিক ৯৭। 

 


  
কম বয়সে শোবিজ অঙ্গনে পা রাখেন সাবিলা। তারপর শুরু করেন অভিনয়। অভিনয় ও পড়াশোনা সমান্তরালভাবে চালিয়ে এমন দারুণ ফলাফল করা কঠিন বিষয়। বলা যায়, সব্যসাচীর মতো অভিনয়ে যেমন দ্যুতি ছড়িয়েছেন, তেমনি পড়াশোনাতেও ঘাটতি রাখেননি এই অভিনেত্রী।

 

এ বিষয়ে সাবিলা নূর বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন নাটকে তো বটেই, বিজ্ঞাপনেও কাজ করতে হয়েছে। কাজ ও পড়ালেখা—দুটোর ভারসাম্য রাখার চেষ্টা করেছি। যেদিন সকালে ক্লাস থাকত, সেদিন দুপুরে বা বিকেলে কাজ রাখার চেষ্টা করতাম। দেখা যেত, শুটিংয়ের ফাঁকফোকরে কোনো নিরিবিলি জায়গায় বসে ক্লাসের প্রেজেন্টেশনের প্রস্তুতি নিচ্ছি, অ্যাসাইনমেন্ট করছি। এ ক্ষেত্রে আমার সহকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-সহপাঠী, সবাই খুব সহযোগিতা করেছেন।”

 

অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন সাবিলা নূর। উপহার দিয়েছেন ওয়েব সিরিজও। চলতি বছরে বড় পর্দায় পা রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী। 

 

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা। এতে ‘লিচুর বাগানে’ গানে নেচে ঝড় তুলেন সাবিলা নূর। গানটিতে তার আবেদনময়ী লুক ও সাবলীল পারফরম্যান্স মুগ্ধ করেছে ভক্তদের। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানের নেতৃত্বে বিজয় র‌্যালি

৩৬ জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র‌্যালি করেছে জাতীয় যুবশক্তি, নারায়ণগঞ্জ জেলা। জাতীয় যুবশক্তি'র কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানের নেতৃত্বে এই বিজয় র‌্যালির মাধ্যমে এই ঐতিহাসিক বিজয়কে উদযাপন করা হয়।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিজয় র‌্যালি নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভ থেকে শুরু করে হাজীগঞ্জ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে চব্বিশের সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের জন্য দোয়া করা হয়। সর্বশেষ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় র‌্যালির উদযাপন সমাপ্ত ঘোষণা করা হয়। 

এ সময় নিরব রায়হান বলেন, গত ৫ই আগস্ট তথা ৩৬ জুলাই ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরশাসক হাসিনার পতন হয়। বাংলার ইতিহাস মুক্ত হয় এক কলঙ্কিত অধ্যায় থেকে। এই দিনটি মুক্তিকামী সকল দেশপ্রেমী মানুষের কাছে অত্যন্ত খুশির একটি দিন। যা আমাদের দ্বিতীয় স্বাধীনতা।

যে স্বাধীনতা অর্জন কোনোভাবেই সহজ ছিলো ন্া। ৪ বছর বয়সের শিশুরও দিতে হয়েছে জীবন। ছাদে খেলতে যেয়ে আমাদের ৬ বছরের রিয়া গোপও হারিয়েছেন তাঁর প্রাণ। এই প্রাপ্তির স্বাধীনতাকে আমরা উদযাপন করছি স্বগৌরবে।

তিনি আরও বলেন, আমরা স্মরণ করছি, সেইসব শহীদদের যারা জীবন বাজি রেখে এই দিনটি এনে দিয়েছেন৷ শ্রদ্ধা জ্ঞাপন করছি সেইসব আহত যোদ্ধাদের প্রতি—যাদের অঙ্গহানির মাধ্যমে এই বিজয় এসেছে।
 

সম্পর্কিত নিবন্ধ