সময়ের আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। নব্বই দশকের মাঝামাঝি সময়ে চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। শৈশবে নাচের প্রতি আগ্রহী হয়ে উঠেন সাবিলা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখেন। প্রথম শ্রেণিতে পড়াকালীন পদ্ম কুঁড়ি চ্যাম্পিয়ন হন।

সাবিলা নূর কখনো অভিনেত্রী হবেন কিংবা শোবিজ অঙ্গনের মানুষ হবেন সেই পরিকল্পনা তার কখনো ছিল না। সাবিলা নূর বলেন, “ছোটবেলায় আম্মু আমাকে নাচ শেখার ব্যবস্থা করেন। আম্মু চাইতেন পড়ালেখার পাশাপাশি আমি যেন অন্য কিছুর সঙ্গে জড়িত থাকি। কিন্তু বড় হয়ে শোবিজে আসব তা ভাবনায় ছিল না।”

 

শোবিজ অঙ্গনে পা রাখার স্মৃতিচারণ করে সাবিলা নূর বলেন, “অনেক পরে মডেলিং শুরু করি। সেটা ২০১০ সালের ঘটনা। টানা কয়েকবছর শুধু মডেলিং করেছি। আদনান আল রাজীবের পরিচালনায় প্রথম মডেলিং করি। এরপর তার মাধ্যমে পরিচালক রেদোয়ান রনির সঙ্গে পরিচয় হয়। তার পরিচালিত ‘ইউটার্ন’ নাটকে প্রথম অভিনয় করি। এটি ২০১৪ সালের ঘটনা। এভাবেই শুরু। সেই থেকে ধারাবাহিকভাবে অভিনয় করে যাচ্ছি।”

 

স্কলাস্টিকা থেকে ও লেভেল এবং ব্রিটিশ কাউন্সিল থেকে প্রাইভেট শিক্ষার্থী হিসেবে এ লেভেল শেষ করেন সাবিলা নূর। পরে ইংরেজি সাহিত্যের প্রতি একটা ভালো লাগা কাজ করে তার। যার জন্য ‘বিএ ইন ইংলিশ লিটারেচার’ বেছে নেন। ২০২৩ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এই অভিনেত্রী। শুধু সম্পন্ন নয়, তার সিজিপিএ ৩ দশমিক ৯৭। 

 


  
কম বয়সে শোবিজ অঙ্গনে পা রাখেন সাবিলা। তারপর শুরু করেন অভিনয়। অভিনয় ও পড়াশোনা সমান্তরালভাবে চালিয়ে এমন দারুণ ফলাফল করা কঠিন বিষয়। বলা যায়, সব্যসাচীর মতো অভিনয়ে যেমন দ্যুতি ছড়িয়েছেন, তেমনি পড়াশোনাতেও ঘাটতি রাখেননি এই অভিনেত্রী।

 

এ বিষয়ে সাবিলা নূর বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন নাটকে তো বটেই, বিজ্ঞাপনেও কাজ করতে হয়েছে। কাজ ও পড়ালেখা—দুটোর ভারসাম্য রাখার চেষ্টা করেছি। যেদিন সকালে ক্লাস থাকত, সেদিন দুপুরে বা বিকেলে কাজ রাখার চেষ্টা করতাম। দেখা যেত, শুটিংয়ের ফাঁকফোকরে কোনো নিরিবিলি জায়গায় বসে ক্লাসের প্রেজেন্টেশনের প্রস্তুতি নিচ্ছি, অ্যাসাইনমেন্ট করছি। এ ক্ষেত্রে আমার সহকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-সহপাঠী, সবাই খুব সহযোগিতা করেছেন।”

 

অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন সাবিলা নূর। উপহার দিয়েছেন ওয়েব সিরিজও। চলতি বছরে বড় পর্দায় পা রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী। 

 

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা। এতে ‘লিচুর বাগানে’ গানে নেচে ঝড় তুলেন সাবিলা নূর। গানটিতে তার আবেদনময়ী লুক ও সাবলীল পারফরম্যান্স মুগ্ধ করেছে ভক্তদের। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার 

বন্দরে ক্রেতা সেঁজে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার বালুরচর এলাকার আহম্মদ আলী  ছেলে জিয়াউল (৪২) ও তার স্ত্রী পপি বেগম (৩৮)।

বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায়  বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারি দম্পতি  বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ২৬(৯)২৫।

ধৃতদের সোমবার (২২ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বালুরচরস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি দম্পতি দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল।  গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ  ক্রেতা সেঁজে উল্লেখিত দম্পতিকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ  গ্রেপ্তার করতে সক্ষম হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ